প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)-এর ৯ম গ্রেডের বিভিন্ন শূন্যপদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ: সহকারী প্রকৌশলী, পার্সোনেল অফিসার, স্টোর অফিসার, আবাসিক অফিসার, ক্রয় অফিসার এবং বাজেট অফিসার।
গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচন করা হয়েছে। এতে সহকারী প্রকৌশলী পদে ১৪১ জন এবং অন্যান্য প্রশাসনিক পদে ২১ জনসহ মোট ১৬২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার তথ্য: উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। প্রার্থীদের নিয়মিত বিওএফ-এর ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের দিকে নজর রাখতে বলা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ