নিয়োগ বিজ্ঞপ্তি: জিসকা ফার্মা (Ziska Pharma)
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (Sales Representative)
বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং ISO 9001:2015 সার্টিফাইড ফার্মাসিউটিক্যাল কোম্পানি 'জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড' তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কিছু সংখ্যক উদ্যমী ও পরিশ্রমী কর্মী খুঁজছে।
???? শিক্ষাগত যোগ্যতা:
- ন্যূনতম এইচ.এস.সি (HSC) পাস।
???? অন্যান্য যোগ্যতা ও শর্তাবলী:
- সনামধন্য কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ১-৫ বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ফ্রেশার বা নতুনরাও আবেদন করতে পারবেন।
- বাংলায় কথা বলায় দক্ষ হতে হবে।
- চাকরি ধরণ: ফুল-টাইম।
- কাজের স্থান: বাংলাদেশের যেকোনো জেলায়।
???? কাজের দায়িত্বসমূহ:
- কেমিস্টদের কাছে পণ্য পৌঁছে দেওয়া।
- ফিল্ড ফোর্সের চুক্তি অনুযায়ী গ্রাহকদের কাছ থেকে ইনভয়েস বা বিলের টাকা সংগ্রহ করা।
- নির্ধারিত রুট প্ল্যান বা ম্যাপ অনুযায়ী ডেলিভারি নিশ্চিত করা।
- প্রতিদিন টাকা কালেকশন করা এবং জমা দেওয়া।
- ফেরত আসা পণ্য গ্রহণ করা এবং ডিপোতে পৌঁছে দেওয়া।
???? সুযোগ-সুবিধাসমূহ:
- আকর্ষণীয় বেতন ও ইনসেনটিভ।
- ভ্রমণ ও দৈনিক ভাতা (TA/DA)।
- মোবাইল বিল সুবিধা।
- প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং WPPF সুবিধা।
- বছরে ৩টি উৎসব বোনাস।
????️ সরাসরি ইন্টারভিউ (Walk-in-Interview) এর সময়সূচি:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ নিচে উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
তারিখ: ২৭শে ডিসেম্বর, শনিবার।
সময়: সারাদিন (সকাল ৯.০০টা থেকে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত)।
সূত্রঃ প্রথম আলো-২৪-১২-২০২৫ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ