সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ২ জানুয়ারি, ২০২৬। তাই হাতে আছে আর মাত্র ৮ দিন। এই ৮ দিনে যদিও চাকরির পরীক্ষার পূর্ণ প্রস্তুতি সম্ভব নয়, তবে প্রস্তুতিকে ভালো করার জন্য কিছুটা কৌশলী হতে পারেন।

বাংলা অংশঃ ২৫ মার্ক

২০ মার্কের মধ্যে ব্যাকরণ অংশ থেকে প্রতিবার পরীক্ষায় কমন আসে ১৬+ মার্ক, আর সাহিত্য অংশ থেকে কমন আসে ৩–৪ মার্ক। তবে নতুন নিয়ম অনুযায়ী, এবার বাংলায় ২৫ নম্বরের মধ্যে ১৮+ নম্বর ব্যাকরণ থেকে আসবে—এমনটা আশা করা যায়।

এখন আপনার হাতে আছে ৮ দিন। এই সময়ের মধ্যে যদি আপনি ২ দিনও সময় দিতে চান, তাহলে ব্যাকরণ অংশে সময় দেওয়াই ভালো হবে। সাহিত্য অংশ অনেক বড়, যা এত কম সময়ে রিভিশন দেওয়া সম্ভব নয়। তবে সাহিত্য অংশের মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, উক্তি এবং বাংলা গান ভালো করে পড়তে হবে। এখান থেকে ভাগ্য ভালো থাকলে ৩–৪ মার্ক কমন পাবেন (যা মাত্র ৩ পৃষ্ঠা থাকবে এবং সময় ৩০ মিনিটের বেশি লাগবে না)।

আর ব্যাকরণ অংশের জন্য যে বিষয়গুলো কম সময়ে রিভিশন দেওয়া যাবে এবং প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি, সেই অংশে সময় দিতে পারেন। যেমন— ভাষা, বর্ণ ও ধ্বনি, বানান ও বাক্য শুদ্ধি, কারক-বিভক্তি অংশের ৬টি নিয়ম (কীভাবে প্রশ্ন করলে কারক নির্ণয় করা যায়), সমাস (সমাস অংশের অন্যান্য সমাস মনে থাকলে তৎপুরুষ ও বহুব্রীহি সমাস রিভিশন দেওয়া উচিত হবে)।

গুরুত্বপূর্ণ শব্দার্থ, সন্ধি বিচ্ছেদ, গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ, গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ—এই অংশগুলো প্রথমে শেষ করতে হবে। কারণ ২৫ মার্কের মধ্যে এই অধ্যায়গুলো থেকেই ২০১৬–২০২৪ সালে গড়ে ১৪ মার্ক কমন এসেছিল।

তবে আপনার কাছে জব’স পাসওয়ার্ডের শর্ট সাজেশন ও মডেল টেস্ট বই থাকলে আপনি এই অধ্যায়গুলো সেখান থেকে পড়তে পারেন। বইটিতে বাংলা ব্যাকরণ অংশের শর্ট সাজেশন রয়েছে ৪২ পৃষ্ঠা, যা শেষ সময়ের প্রস্তুতির জন্য রাখা হয়েছে।

যদি আপনি অতিরিক্ত সময় পান, তাহলে বাগধারা, উপসর্গ, সমার্থক শব্দ, পদ প্রকরণ এবং বাক্য প্রকরণ রিভিশন দেবেন। এসব থেকেও গড়ে ১ মার্ক কমন থাকে।

গণিত অংশঃ ১৫–১৭ মার্ক

গণিত অংশে ১৫–১৭ মার্ক থাকলেও অধ্যায় আছে প্রায় ১৪–১৫টি। আর প্রতিটি অধ্যায়ে স্বাভাবিক একটি বইয়ে প্রশ্ন থাকে ১২০–২০০+। শেষ সময়ে আপনার গণিতের জন্য হাতে সময় আছে মাত্র ২ দিন, আর এই দুই দিনে এত প্রশ্ন রিভিশন করা সম্ভব নয়।

তাই আপনার উচিত হবে একটি নিয়মের অঙ্ক একটি করে করা। তাহলে আপনি সহজেই ১০–১২টি অঙ্ক করেই সেই অধ্যায়ের প্রায় ১০০–২০০টি অঙ্ক রিভিশন দিতে পারবেন। আপনি যদি আগে থেকেই এমন পরিকল্পনা না করে থাকেন, তাহলে জব’স পাসওয়ার্ড বই অথবা জব’স পাসওয়ার্ডের “প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট” বইটি ফলো করতে পারেন।

বইটি এমনভাবে সাজানো হয়েছে যে প্রতিটি অধ্যায়ের ১০–১২টি অঙ্ক করলেই অধ্যায়ের প্রায় সব অঙ্ক শেখা হবে। দ্রুত গণিত রিভিশনের জন্য একই নিয়মের ১–২টির বেশি অঙ্ক করাই ফলপ্রসূ

গণিত অংশে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে সংখ্যার ধারণা, বীজগণিতীয় সূত্রাবলি ও বৃত্ত—এই ৩ অংশ থেকে প্রায় ৩ ভাগের ১ ভাগ প্রশ্ন কমন পাওয়া যায়। তাই শেষ সময়ে এই অংশগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

সংখ্যার ধারণা

এই অধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে এই অধ্যায় থেকে প্রায় ১৫টি প্রশ্ন এসেছে এবং ২০২২ সালে প্রায় ১৮টি প্রশ্ন এসেছে—যা ৩ ধাপ মিলিয়ে প্রায় একটি পরীক্ষার গণিত অংশের সমান।

এই অধ্যায়ের জন্য “জব’স পাসওয়ার্ড (All in One)” অথবা জব’স পাসওয়ার্ডের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন পড়তে পারেন।
২০২৪ সালে জব’স পাসওয়ার্ডের শর্ট সাজেশন থেকে ১৩টির মধ্যে ১২টি প্রশ্ন কমন ছিল।
২০২২ সালে ১৮টির মধ্যে ১৫টি প্রশ্ন কমন ছিল।

বীজগণিতীয় সূত্রাবলি

এই অধ্যায় থেকেও গড়ে ২–৩ মার্ক কমন পাওয়া যায়। ২০২৪ সালে ২টি এবং ২০২২ সালে ৩টি প্রশ্ন এসেছিল।
২০২২ সালে জব’স পাসওয়ার্ডের শর্ট সাজেশন ও মডেল টেস্ট বই থেকে ৩টির মধ্যে ৩টি প্রশ্ন কমন ছিল এবং ২০২৪ সালে ২টি প্রশ্ন কমন ছিল।

বৃত্ত

বৃত্ত অংশ থেকে সাধারণত ২–৩টি প্রশ্ন আসে। ২০২৪ সালে ৪টি এবং ২০২২ সালে ২টি প্রশ্ন এসেছিল।
২০২৪ সালের ৪টি প্রশ্নের মধ্যে ৩টি প্রশ্ন জব’স পাসওয়ার্ডের শর্ট সাজেশন ও মডেল টেস্ট বই থেকে কমন ছিল। ২০২২ সালের সাজেশনে এই অধ্যায় ছিল না; দ্বিতীয় সংস্করণে যুক্ত করা হয়েছে

সাধারণ জ্ঞান অংশঃ ২০ মার্ক

এই ২০ মার্কের মধ্যে ১৯৫২ থেকে ১৯৭১—অর্থাৎ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত অংশ থেকে ২০১৬–২০২২ সালের পরীক্ষায় গড়ে ৭+ মার্ক কমন এসেছিল। যদিও ২০২৪ সালে মাত্র ১ মার্ক এসেছিল, তবুও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অবস্থান ,ভূপ্রকৃতি অধ্যায়ের বাংলাদেশের ভৌগলিক অবস্থান, নদী সংক্রান্ত যত তথ্য আছে কোন ভাবেই এইটা মিস করা যাবে না। 

এছাড়া সংস্থা ও সংগঠন থেকে গড়ে ২ মার্ক কমন থাকে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন জাতিসংঘ , সার্ক, বিভিন্ন  সংস্থার সদর দপ্তর। আপনার কাছে জব’স পাসওয়ার্ডের শর্ট সাজেশন ও মডেল টেস্ট বই থাকলে এই অধ্যায়ের শেষে দেওয়া ছকটি কোনোভাবেই মিস করা যাবে না

বিজ্ঞান ও কম্পিউটারঃ ৫ মার্ক

এই ৫ মার্কের জন্য সম্পূর্ণ বিজ্ঞান ও কম্পিউটার পড়তে গেলে সময় শেষ হয়ে যাবে। তাই বেসিক বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে

কম্পিউটারে গুরুত্বপূর্ণ— পূর্ণরূপ, ইনপুট–আউটপুট ডিভাইস, RAM, ROM

সাধারণ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো— নবায়নযোগ্য শক্তি, অভাবজনিত রোগ, বিভিন্ন খাদ্যে বিদ্যমান অ্যাসিড/উপাদান। মোটামুটি ১–২ পৃষ্ঠা, ভাগ্য ভালো থাকলে ১–২ মার্ক পাওয়া সম্ভব

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

যদিও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান খুব বেশি আসে না, তবুও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে রাখা ভালো। কারণ ৯০% ক্ষেত্রে এই বিষয়গুলো থেকেই প্রশ্ন হয়। যেমন—
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪, ২০২৬ সালের নির্বাচন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ, ২১ নভেম্বর ২০২৫-এর ভূমিকম্প, ইসরায়েল ও ইরানের যুদ্ধ,  শরিফ ওসমান  হাদি

ইংরেজি অংশঃ ২৫ মার্ক

ইংরেজি অংশ স্বাভাবিকভাবেই অনেক বড় এবং ৯০% পরীক্ষার্থীর কাছে কঠিন। অন্য বিষয়ের মতো নির্দিষ্ট কিছু নিয়ম মেনে পড়লেই সব করা যায়—এমন নয়।

তবে প্রশ্ন বেশি কমন আসে Interchange of Parts of Speech, Synonyms & Antonyms, Phrases & Idioms, Word Meaning, Appropriate Preposition থেকে। ২৫ মার্কের মধ্যে এখান থেকেই ১০+ মার্ক কমন আসে। গ্রামার অংশের জন্য Fill in the Blanks পড়বেন । এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। 

যেহেতু এবার ইংরেজি ২৫ মার্ক করা হয়েছে, তাই সাহিত্য অংশে গুরুত্ব দিতে হবে। সাহিত্য অংশ থেকে ৫–৭ মার্ক থাকতে পারে। যদি ৪–৫ পৃষ্ঠার সাহিত্য শেষ করা যায়, তাহলে এখান থেকেও ভালো পরিমাণ কমন পাওয়ার আশা করা যায়।

এই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ তথ্য জব’স পাসওয়ার্ডের “প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট” বইয়ে রয়েছে। ইংরেজি শর্ট সাজেশন অংশ ৫৯ পৃষ্ঠা, যা শেষ সময়ে কাজে দেবে।