জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয়ের জন্য অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ০২ জন প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১৬ অনুযায়ী ৯৩০০-২২৪৯০/- টাকা বেতন স্কেলে অন্যান্য সুবিধাদিসহ বেতন পাবেন।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ০১/০১/২০২৬ তারিখের মধ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক বরাবর যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
যোগদানকালে প্রার্থীদেরকে নিজ খরচে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বা নিজ জেলার সিভিল সার্জন কর্তৃক মনোনীত মেডিক্যাল অফিসারের নিকট হতে শারীরিক ও মানসিক যোগ্যতার সনদ এবং মাদক পরীক্ষার (ডোপ টেস্ট) সনদ সংগ্রহ করে দাখিল করতে হবে। এছাড়াও সরকারি বিধি মোতাবেক একটি প্রতিশ্রুতিপত্র (আন্ডারটেকিং) জমা দিতে হবে।
চাকরিতে যোগদানের পর প্রত্যেক প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন করা হবে। যোগদানের তারিখ হতে পরবর্তী এক (১) বছর শিক্ষানবিসকাল হিসেবে গণ্য হবে, যা অনধিক ছয় মাসের জন্য বৃদ্ধি করা যেতে পারে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ