কোম্পানির নাম: এপেক্স ফার্মা লিমিটেড (Apex Pharma Limited)
(সৈয়দ মঞ্জুর এলাহী এন্টারপ্রাইজের একটি অঙ্গপ্রতিষ্ঠান)
নিয়োগের ধরন: ওয়াক-ইন-ইন্টারভিউ (সরাসরি সাক্ষাৎকার)
পদের নাম ও বিবরণ:
১. মেডিকেল প্রমোশন অফিসার (Medical Promotion Officer)
- দায়িত্ব: মেডিকেল প্রফেশনালদের কাছে পণ্যের তথ্য তুলে ধরা এবং প্রেসক্রিপশন জেনারেশনের মাধ্যমে বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা।
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
- অভিজ্ঞতা: নতুন বা অভিজ্ঞ (৬ মাস বা ততোধিক) উভয়ই আবেদন করতে পারবেন।
২. এরিয়া ম্যানেজার (Area Manager)
- দায়িত্ব: এমপিও (MPO)-দের গাইড ও মনিটরিংয়ের মাধ্যমে এরিয়া সেলস টার্গেট পূরণ করা এবং কোম্পানির কৌশল অনুযায়ী ডাক্তারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
- যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: এরিয়া ম্যানেজার হিসেবে অন্তত ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সুযোগ-সুবিধাসমূহ:
- আকর্ষণীয় বেতন প্যাকেজ (ব্যাংকের মাধ্যমে প্রদান)।
- স্ট্যান্ডার্ড টিএ/ডিএ (TA/DA)।
- মোবাইল বিল।
- আকর্ষণীয় ইনসেনটিভ।
- বিদেশ ভ্রমণের সুযোগ।
- ২টি উৎসব বোনাস।
- প্রভিডেন্ট ফান্ড এবং ক্যারিয়ার গ্রোথসহ অন্যান্য সুবিধা।
ইন্টারভিউয়ের সময় ও তারিখ:
- তারিখ: ১৭ ও ১৮ ডিসেম্বর, ২০২৫।
- সময়: সকাল ১০:০০টা থেকে বিকেল ০৪:০০টা পর্যন্ত।
- কাজের স্থান: বাংলাদেশের যেকোনো জেলায়।
ইন্টারভিউয়ের সময় যা সঙ্গে আনতে হবে:
- আবেদনপত্র ও আপডেটেড সিভি (CV)।
- ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
- জাতীয় পরিচয়পত্র (NID)।
- অভিজ্ঞ প্রফেশনালদের ক্ষেত্রে পূর্ববর্তী কোম্পানির ছাড়পত্র বা অভিজ্ঞতার সনদ।
জরুরি যোগাযোগ: ০১৭৫৫ ৫৭০ ৬৩৭
ওয়েবসাইট: www.apexpharmabd.com
সূত্রঃ প্রথম আলো-১২-১২-২০২৫ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ