সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

কলেজ অব বিজনেস সায়েন্স এন্ড টেকনোলজি (সিবিএসটি)ঠিকানা: ১৭/২, পন্ডিত পাড়া, ময়মনসিংহ-২২০০পরিচালনায়: অ্যাডভান্সড ফাউন্ডেশন বাংলাদেশ

এই প্রতিষ্ঠানটি ময়মনসিংহে সরকারী/জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বিভিন্ন পদে স্থায়ী যোগদানের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করছে।

অবশ্যই! আপনি যে নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি দিয়েছেন, তার তথ্যগুলো নিচে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো:

???? নিয়োগ বিজ্ঞপ্তি

কলেজ অব বিজনেস সায়েন্স এন্ড টেকনোলজি (সিবিএসটি) ঠিকানা: ১৭/২, পন্ডিত পাড়া, ময়মনসিংহ-২২০০ পরিচালনায়: অ্যাডভান্সড ফাউন্ডেশন বাংলাদেশ

এই প্রতিষ্ঠানটি ময়মনসিংহে সরকারী/জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বিভিন্ন পদে স্থায়ী যোগদানের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করছে।

???? শূন্য পদের বিবরণ

ক্রমিক নংপদের নামবিষয়
০১প্রভাষক - ৭জনবি.এসসি (অনার্স) ইন টেক্সটাইল সায়েন্স এন্ড টেকনোলজি
০২প্রভাষক - ১২জনবি.বি.এ (অনার্স) ইন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট
০৩প্রভাষক - ৭জনবায়োকেমিস্ট্রি
০৪প্রভাষক - ০৯জনএলএলবি
০৫প্রভাষক - ১২জনডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স
০৬প্রভাষক - ১২জনবিএড
০৭প্রভাষক - ০৯জনপোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী।

???? শর্তাবলী

১. আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে পূর্ণ বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ও নম্বর পত্রের সত্যায়িত অনুলিপি এবং সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। 

২. আবেদনের সময়সীমা: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে ২২ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্য। 

৩. পরীক্ষার তথ্য: পরীক্ষার তারিখ ও সময় ডাকযোগে, মোবাইল ফোন বা অন্যান্য মাধ্যমে জানানো হবে। 

৪. টিএ/ডিএ: পরীক্ষার অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 

৫. অন্যান্য: নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৮-১২-২০২৫ তারিখ 


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ