সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

নিয়োগ বিজ্ঞপ্তি

আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিমক্তো দুটি পদে জনবল নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে।

পদের নাম: আরএসএম (RSM) / জেডএম (ZM)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

  • যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী (উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ অগ্রাধিকারযোগ্য)।
  • যেকোনো স্বনামধন্য ফার্মা কোম্পানিতে একই পদে ন্যূনতম ৩-৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: এরিয়া ম্যানেজার (Area Manager)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

  • যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।
  • বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • যেকোনো স্বনামধন্য ফার্মা কোম্পানিতে একই পদে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

  • আরএসএম/জেডএম: ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, পাবনা।
  • এরিয়া ম্যানেজার: ময়মনসিংহ, পাবনা, মিরপুর, মেহেরপুর, বগুড়া, রাজশাহী, কুড়িগ্রাম, লালমনিরহাট, সাভার, নওগাঁ, জয়পুরহাট, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, বি.বাড়িয়া, ফেনী, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, উত্তরা, মোহাম্মদপুর, গাজীপুর, খুলনা, বাগেরহাট।

বেतन ও अन्य সুবিধা

  • আকর্ষণীয় বেতন প্যাকেজ।
  • কোম্পানির নীতি অনুযায়ী ভ্রমণ ও দৈনিক भत्ता।
  • প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাچুইটি, चिकित्सा सुविधा এবং উৎসব বোনাস।

আবেদনের নিয়মাবলী

আগ্রহী ও  প্রার্থীদের একটি লিখিত আবেদনপত্র, আপডেটেড জীবনবৃত্তান্ত (CV) এবং একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী ১৭ই নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে নিচের ই-মেইল অথবা ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

(অনুগ্রহ করে ই-মেইলের সাবজেক্ট লাইনে অথবা খামের উপর পদের নাম এবং কর্মস্থল উল্লেখ করুন।)

আবেদন পাঠানোর ঠিকানা:

ই-মেইল: info@addinpharma.com

অথবা

বরাবর,
** корпоратив অফিস**
আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড
২, বড় মগবাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৭।

সূত্রঃ প্রথম আলো-০৭-১১-২০২৫ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ