মেরিন সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি
কোম্পানির নাম: কেএসআরএম (KSRM SHIPPING), যা 'Brave Royal' (স্বপ্ন জুড়ে সমুদ্র) এর একটি উদ্বেগ।
???? পদের নাম
মেরিন সুপারিনটেনডেন্ট (MARINE SUPERINTENDENT)
???? প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
- যেকোনো স্বনামধন্য কোম্পানিতে সি-গোয়িং ভেসেলসে (sea going vessels) মাস্টার হিসেবে কাজ করার অভিজ্ঞতাসহ ক্লাস ১ মাস্টার মেরিনার সিওসি (COC) থাকতে হবে।
- প্রার্থীদের মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে জাহাজে গিয়ে পরিদর্শনের (vessel inspection) জন্য বা অন্য যেকোনো প্রয়োজনে অন-বোর্ড ভিজিট করার জন্য।
- চট্টগ্রামে বসবাসকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
????️ আবেদনের শেষ তারিখ
১০/১১/২০২৫ (১০ নভেম্বর, ২০২৫)
???? আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের তাদের সিভি (CV) এবং সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নিম্নলিখিত ইমেইল ঠিকানায় বা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হচ্ছে:
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা (ডাকযোগে):হেড অফ হিউম্যান রিসোর্সেস কেএসআরএম, কবির মঞ্জিল, এসকে মুজিব রোড আগ্রাবাদ, চট্টগ্রাম
- ইমেইল:hr_sea@brsml.co
সূত্রঃ প্রথম আলো-৩১-১০-২০২৫ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ