ওয়াক-ইন ইন্টারভিউ (Walk-in Interview) - OSL Pharma Limited
OSL Pharma Limited একটি দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তারা মেডিকেল প্রোমোশন অফিসার (MPO) পদে লোক খুঁজছে।
✨ মূল তথ্য
- পদের নাম: মেডিকেল প্রোমোশন অফিসার (MPO)
- কোম্পানির নাম: OSL Pharma Limited
- চিকিৎসা ক্ষেত্র: ইলেক্ট্রোলাইট ও নিউট্রিয়েন্ট, প্যারেন্টেরাল নিউট্রিশন, ইরিগেশন, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-আলসারেন্ট, NSAIDs, কম্বিনেশন, অ্যান্টিমাইগ্রেন, অ্যান্টিহিস্টামিন, ভিটামিন ও সাপ্লিমেন্ট, ইত্যাদি।
- বয়স সীমা:
৩৩ বছর
✅ প্রাক-যোগ্যতা (Pre-requisites)
- যেকোনো বিষয়ে স্নাতক (বিজ্ঞান/SSC/HSC থাকলে অগ্রাধিকার)।
- স্ব-প্রণোদিত ও কঠোর পরিশ্রমী।
- কথা বলা ও লেখায় পারদর্শী (ইংরেজি ও বাংলা উভয়ই)।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।
- বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে।
???? মূল দায়িত্বাবলী (Key Responsibilities)
- দেশের মেডিকেল প্রফেশনালদের সাথে যোগাযোগ স্থাপন করা।
- কোম্পানির প্রেসক্রিপশন লক্ষ্য অর্জনের জন্য মেডিকেল তথ্য কার্যকরভাবে বিনিময় করা।
- কোম্পানির বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
???? প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents)
ওয়াক-ইন ইন্টারভিউয়ের সময় নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে:
- হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-কে উদ্দেশ করে হাতে লেখা আবেদনপত্র।
- সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (CV)।
- পাসপোর্ট সাইজের ৩ কপি সাম্প্রতিক ছবি।
- সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিটের ফটোকপি।
- জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের ফটোকপি।
- ওয়ার্ড কমিশনার/চেয়ারম্যান প্রদত্ত চারিত্রিক সার্টিফিকেটের ফটোকপি।
???? দ্রষ্টব্য: OSL Pharma একটি চমৎকার কাজের পরিবেশ, ব্যতিক্রমী প্রশিক্ষণ, আকর্ষণীয় ক্ষতিপূরণ প্যাকেজ এবং কর্মজীবনের উন্নতি (Career Progression) অফার করে।
???? ওয়াক-ইন ইন্টারভিউয়ের সময়সূচি
| তারিখ | সময় |
| শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ | সকাল ১০:০০টা - দুপুর ০১:০০টা
|
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ