সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড(প্রতিষ্ঠিত: ১৯৮৬)

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা সেবাদাতা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অত্যন্ত যোগ্য ও পেশাদার কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল দ্বারা জীবন বীমা পরিষেবা প্রদান করে। তারা নিম্নলিখিত পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে:

১. মিড লেভেল এক্সিকিউটিভস ফর মার্কেটিং ডিপার্টমেন্ট

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। (মার্কেটিং/বিজনেস স্টাডিজকে অগ্রাধিকার দেওয়া হবে)।
  • অভিজ্ঞতা ও দক্ষতা: যেকোনো আর্থিক প্রতিষ্ঠান/বহুজাতিক কোম্পানি/এফএমসিজি/টেলকো/এনজিওতে ন্যূনতম ১২ বছরের কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে ৫ বছর হেড অব ডিপার্টমেন্ট/টিম লিডার/এনএসএম/আরএম হিসাবে কাজের অভিজ্ঞতা।
  • কাজের বিবরণ:
    • কোম্পানির মার্কেটিং পার্সোনেলকে নেতৃত্ব দেওয়া।
    • ব্যবসার বৃদ্ধি ঘটানোর জন্য সেট-আপ মার্কেটিং কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের সার্বিক দায়িত্ব নেওয়া।
    • সময়োপযোগী ও কার্যকর মার্কেটিং কৌশল পরিকল্পনা করা।
    • পণ্য ও পরিষেবার প্রচার।
    • লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন মার্কেটিং দলের মধ্যে সহযোগিতা স্থাপন।
    • যোগাযোগের কৌশল তৈরি করা।
  • বয়স সীমা: ৪৫ বছরের বেশি নয় (অত্যন্ত অভিজ্ঞ কর্মীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হতে পারে)।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।

২. ডেভেলপমেন্ট ম্যানেজার

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি। (মার্কেটিং/বিজনেস স্টাডিজকে অগ্রাধিকার দেওয়া হবে)।
  • অভিজ্ঞতা ও দক্ষতা: যেকোনো আর্থিক প্রতিষ্ঠান/বহুজাতিক কোম্পানি/এফএমসিজি/টেলকো/এনজিওতে ন্যূনতম ০৫ বছরের কাজের অভিজ্ঞতা।
  • কাজের বিবরণ:
    • কোম্পানির মার্কেটিং পার্সোনেলকে নেতৃত্ব দেওয়া।
    • এজেন্টদের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তাদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা।
    • ব্যবসা তৈরি এবং বিক্রয় লক্ষ্য অর্জনের জন্য এজেন্টদের সহায়তা করা।
    • জীবন বীমা পণ্যের জন্য বাজারের পরিস্থিতি ও সম্ভাবনা চিহ্নিত করা।
    • সুষ্ঠু কার্যক্রম এবং গ্রাহক পরিষেবা নিশ্চিত করতে শাখা অফিসগুলোর সাথে সমন্বয় করা।
  • বয়স সীমা: ৩৫ বছরের বেশি নয় (অত্যন্ত অভিজ্ঞ কর্মীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হতে পারে)।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।
  • দ্রষ্টব্য: বীমা কোম্পানিগুলোর কর্মীরা আবেদন করার প্রয়োজন নেই।

ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা:

চাকরি পাওয়ার পর নিয়োগকর্তা কর্তৃক প্রদেয় ভবিষ্য তহবিল (Contributory provident fund), গ্র্যাচুইটি (gratuity), গ্রুপ ও স্বাস্থ্য বীমা (group and health insurance), উৎসব ভাতা (festival) এবং ইনসেনটিভ বোনাস (incentive bonus) পাওয়া যাবে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের তাদের সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (Full Resume), শিক্ষাগত যোগ্যতার সকল সনদের অনুলিপি (৩টি কপি) এবং সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের (৩টি কপি) ছবি সহ নিম্নলিখিত ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে:

ঠিকানা:হেড অব হিউম্যান রিসোর্সেস ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডেল্টা লাইফ টাওয়ার, প্লট # ৩৭, রোড # ৯০, গুলশান সার্কেল - ২, ঢাকা – ১২১২

অথবাই-মেইল: jobs@deltalife.org

আবেদনপত্র অবশ্যই অক্টোবর ৩০, ২০২৫ তারিখের মধ্যে উপরের ঠিকানা বা ই-মেইলের মাধ্যমে পৌঁছাতে হবে। খামের উপরে বা ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। জীবনবৃত্তান্তে প্রত্যাশিত বেতন উল্লেখ করতে অনুরোধ করা হচ্ছে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

সূত্রঃ সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২২-১০-২০২৫ তারিখ

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ