টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টরের অধীনে টিএমএসএস মেডিকেল কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্‌ কমিউনিটি হাসপাতাল এবং টিএমএসএস নার্সিং কলেজ, বগুড়ার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৮৮টি পদে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদসমূহ ও পদসংখ্যা:

  • অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক (বিভিন্ন বিভাগে): ১৬ জন
  • প্রভাষক (মেডিকেল): ০৩ জন
  • শিক্ষক/প্রভাষক (বায়োকেমিস্ট্রি): ০১ জন
  • আর পি/আর এস: ০৪ জন
  • রেজিস্ট্রার: ০৮ জন
  • রেসিডেন্ট মেডিকেল অফিসার: ০৫ জন
  • ইনডোর মেডিকেল অফিসার: ১৯ জন
  • আউটডোর মেডিকেল অফিসার: ০১ জন
  • মেডিকেল অফিসার: ০৬ জন
  • ফার্মাসিস্ট: ০২ জন
  • উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রোমেডিকেল): ০২ জন
  • ইলেকট্রোমেডিকেল টেকনিশিয়ান: ০২ জন
  • ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার এ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলার অফিসার: ০১ জন
  • প্লান্ট অপারেটর: ০২ জন
  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ০২ জন
  • প্রভাষক (ডেন্টাল বিভিন্ন বিভাগ): ০৯ জন
  • ডেন্টাল টেকনোলজিস্ট: ০১ জন
  • ল্যাবরেটরী টেকনিশিয়ান: ০১ জন

বয়সসীমা:

  • ফার্মাসিস্ট, ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার এ্যান্ড কোয়ালিটি কন্ট্রোলার অফিসার, প্লান্ট অপারেটর এবং সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর। অন্যান্য পদের জন্য বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ই-মেইল এ্যাড্রেস, সক্রিয় মোবাইল নম্বরসহ, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার পদ্ধতি:

  • ১-৯, ১৭ ও ১৮ নং পদের জন্য: টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ ঠিকানায় অথবা ই-মেইলে (jobs@tmss.org / tmsshr@gmail.com) প্রেরণ করতে হবে। আবেদনের সাথে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)-এর হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংযুক্ত করতে হবে।
  • ১০-১৬ এবং ১৯-২০ নং পদের জন্য: ডাক/কুরিয়ার/সরাসরি টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০ ঠিকানায় পৌঁছাতে হবে। এই পদগুলোর জন্য ই-মেইলে আবেদন গ্রহণ করা হবে না।

খামের উপর অথবা ই-মেইলের Subject-এ আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৫।

নিয়োগ পরীক্ষার তথ্য:

নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/ই-মেইল/মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে। তাই আবেদনে সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ