সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক “দেশের ০৮টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন" শীর্ষক প্রকল্পের আওতায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

♦ পদের নাম:

প্রিন্সিপাল মেডিকেল অফিসার-০২ 

সিনিয়র মেডিকেল অফিসার-০৪

সিনিয়র সায়েন্টিফিক অফিসার-০৩ 

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-০৭ 

জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার-০১ 

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-০৩ 

টেকনিশিয়ান-০২ 

একাউন্স অ্যাসিস্ট্যান্ট-০২ 

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট২-০৫ 

টেকনিয়ান২-০৫ 

অফিস অ্যাসিস্ট্যান্ট কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৭

♦ বয়স সংক্রান্ত তথ্য:

  • ২৫/০৩/২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।
  • তবে, ক্রমিক নং ১ (সিনিয়র সায়েন্টিফিক অফিসার) এর ক্ষেত্রে ৩৫ বছর, সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • ক্রমিক নং ২ (সায়েন্টিফিক অফিসার) এর ক্ষেত্রে ৩৬ বছর, সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • ক্রমিক নং ৩ (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) এবং ক্রমিক নং ৪ (টেকনিশিয়ান-১) এর ক্ষেত্রে ৩৫ বছর, সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরানার সন্তানদের কোটা, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কোটা এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা সংরক্ষণ করা হবে।
  • যারা গত ১৬/০২/২০২৩ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই।

♦ আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা টেলিটকের http://baec.teletalk.com.bd অথবা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের http://baec.gov.bd/baec ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি:

  • ক্রমিক নং ০১-০৪ এর জন্য: ২২৩/- টাকা (সার্ভিস চার্জসহ)।
  • ক্রমিক নং ০৫ এর জন্য: ১৬৮/- টাকা (সার্ভিস চার্জসহ)।
  • ক্রমিক নং ০৬-১১ এর জন্য: ১১২/- টাকা (সার্ভিস চার্জসহ)।
  • অনগ্রসর নাগরিকদের জন্য: ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদনপত্র Submit করার ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

♦ আবেদনের সময়সীমা:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:০০টা।
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৫:০০টা।

♦ পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ওয়েবসাইট (www.baec.gov.bd) এবং http://baec.teletalk.com.bd ওয়েবসাইটে পরবর্তীতে জানানো হবে। যোগ্য প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে SMS এর মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত তথ্য প্রেরণ করা হবে।

ঘরে বসেই সকল চাকরির আবেদন করুন Jobs Exam Alert এর মাধ্যমে


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ