সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), এম আর এ সনদ নং ০১৭৮১-০০০০৪৮-০০১০৩, তাদের চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী, মাদারীপুর, বরিশাল এবং বাগেরহাট অঞ্চলের ১৩৭টি শাখার অধীনে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করছে।

পদের নাম ও সংখ্যা: ক্রেডেট অফিসার-

বেতন ও ভাতাদি: প্রথম মাসে ১৪,০০০/-, পরবর্তী মাস থেকে ১৭,০০০/- টাকা প্রদান করা হবে। শিক্ষানবীশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন সর্বসাকুল্যে ২৮,০৮০/- টাকা (নগদ প্রাপ্য ২৫,৪০০/-) হবে। এছাড়া কর্ম ব্যবহারের আলোকে জ্বালানী ভাতা এবং ঋণ স্থিতি, ও.টি.-আর., পার এর আলোকে নির্ধারিত হারে প্রণোদনা ভাতাও প্রদান করা হবে।

শিক্ষানবীশকাল ও অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে দুই (০২) বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবীশকাল ছয় (০৬) মাসের পরিবর্তে তিন (০৩) মাস বিবেচিত হবে।

শিক্ষাগত যোগ্যতা ও পদোন্নতি: অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীরা চাকুরীর এক (০১) বছর পর এবং স্নাতক ডিগ্রীধারী প্রার্থীরা তিন (০৩) বছর পর উপ শাখা ব্যবস্থাপক/শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগ পাবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন অনাত্তবীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদনপত্র এবং জীবনবৃত্তান্ত সহ নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
নির্বাহী পরিচালক
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)
কোডেক ভবন, প্লট # ২, রোড # ২, লেক ভ্যালী আ/এ
হাজী জাফর আলী রোড, ফয়েজলেক, চট্টগ্রাম-৪২০২

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ