মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর একটি রিটেইল চেইন শপ Fresh Super Mart-এ যেখানে ফ্রেশ ব্র্যান্ডের প্রোডাক্ট সহ অন্যান্য পণ্যসামগ্রী ও বিক্রয় করা হয়, সেখানে নিম্নলিখিত পদসমূহে যোগদানের জন্য আগ্রহী ও অভিজ্ঞ ব্যক্তিদের জরুরি ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে।
মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমজিআই-এর আওতাধীন প্রতিষ্ঠান)-এ অবস্থিত ফ্রেশ সুপারমার্টে একটি ফার্মেসি অচিরেই যুক্ত হতে যাচ্ছে।
কর্মস্থল: সোনারগাঁও, নারায়ণগঞ্জ
পদসমূহ:
| ক্রমিক | পদবি | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা ও অন্যান্য |
| ১ | ফার্মাসিস্ট | ফার্মেসী বিষয়ে ডিপ্লোমা। | কম্পিউটার দক্ষতা এবং স্বতন্ত্রভাবে ফার্মেসী পরিচালনায় ৪-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। |
| ২ | বিক্রয় সহকারী | ন্যূনতম এসএসসি পাস এবং ফার্মেসী সার্টিফিকেট কোর্স। | কম্পিউটার দক্ষতা এবং ফার্মেসী সার্টিফিকেট কোর্স। ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। |
আবেদন পদ্ধতি:আগ্রহী প্রার্থীদের ১) জীবন বৃত্তান্ত, ২) এক কপি পাসপোর্ট সাইজ ছবি, ৩) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের ফটোকপি, ৪) সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি এবং ৫) অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি (যদি থাকে) সহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আগামী ১৫ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট, ২০২৫।
ঠিকানা:হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রধান কার্যালয়, ফ্রেশ ভিলা, বাড়ি নং- ১৬, রোড নং- ০৪, গুলশান-১, ঢাকা। অথবা ই-মেইল: career@mgi.org