বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি ২৯  টি পদে মোট ৩২৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৭-০৪-২০১৯ থেকে । আবেদন করা যাবে ২৭-০৫-২০১৯ পর্যন্ত। 

পদের নাম ও পদসংখ্যা

১.ফার্মাসিস্ট-০৩

২. কম্পিউটার অপারেটর-০১

৩. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০১

৪. বিজ্ঞাপন সরকারি-০১

৫. থানা/ উপজেলা  প্রশিক্ষক-১০৬

৬.  থানা/ উপজেলা   প্রশিক্ষিকা-৩৬

৭. মাস্টার/ নৌযান চালক-০৩

৮. সারেং/ ড্রাইভার-০৩

৯. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৪০

১০.নার্সিং সরকারি-১৫

১১.  কম্পাউন্ডার-০১

১২. সিইউইং, নিটিং এন্ড স্টিচিং ইন্সট্রাক্টর-০১

১৩. আউট বোর্ড মোটর ড্রাইভার-০৭

১৪. ইলেকট্রিশিয়ান-০১

১৫. মহিলা আনসার-২২

১৬. সিগন্যাল অপারেটর-০২

১৭. ইলেকট্রিশিয়ান( মোটরযান)-০১

১৮. পেইন্টার-০২

১৯.  গার্ড সিপাই-০৪

২০. আমুনিশন(এনসিও)-০১

২১.আর্মেোয়ার-২৩

২২.কোয়াটার মাস্টার-০৩

২৩. ব্যান্ডস্ ম্যান-০৪

২৪.মহিলা ব্যান্ড-২২

২৫. সুকানি-০৪

২৬. লস্কর-০১

২৭. আয়েলম্যান-০২

২৮. নিরাপত্তা প্রহরী-০৪

২৯. অফিস সহায়ক-১১

আবেদনের যোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে । 

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৭-০৫-২০১৯  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২  বছর     

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://www.ansarvdp.gov.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৭-০৫-২০১৯ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন ।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: