সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)(বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর অধীন অনুমোদিত, UGC অনুমোদিত)

UITS-এর বিভিন্ন অনুষদ/বিভাগে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও বিভাগ:

১. ডেপুটি লাইব্রেরিয়ান

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
    • ই-লাইব্রেরি ম্যানেজমেন্ট-এ অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
    • প্রার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী লাইব্রেরিয়ান পদে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

২. সহকারী রেজিস্ট্রার (মানব সম্পদ)

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ০৪ বছরের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
    • প্রার্থীকে এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে।
    • প্রার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেকশন অফিসার/সমমানের পদে ন্যূনতম ০২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

৩. সেকশন অফিসার

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ০৪ বছরের সম্মানসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
    • প্রার্থীকে এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে।
    • বিশ্ববিদ্যালয় পর্যায়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪. আইটি অফিসার

  • Educational Qualifications:
    • BSc Engineering in CSE/ICE/ICT/SE or relevant disciplines from any recognized University.
  • Key Responsibilities:
    • Customize Laravel (PHP) website themes.
    • Develop admin panel features.
    • Design and integrate MySQL/PostgreSQL databases.
    • Build responsive front-end (HTML, CSS, JavaScript, jQuery) and backend services.
    • Deploy website to live server.
    • Configure hosting and SSL.
    • Perform testing and post-launch support.
  • Eligibility:
    • Minimum 1 year experience preferred.
    • Freshers are also encouraged to apply.

৫. ল্যাব ডেমোনস্ট্রেটর (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছরের সম্মানসহ স্নাতক ডিগ্রি।
    • প্রার্থীকে ব্যবহারিক ক্লাস পরিচালনা ও যন্ত্রপাতি ব্যবহারে ন্যূনতম ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    • IoT and Robotics, Electrical and Electronics, Computer Networking, AI and Machine Learning, Software Development, Cybersecurity-এ অভিজ্ঞতা থাকতে হবে।

৬. ল্যাব ডেমোনস্ট্রেটর (সিভিল ইঞ্জিনিয়ারিং)

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছরের সম্মানসহ স্নাতক/সমমানের অথবা বেসরকারি প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ডিগ্রিধারী।
    • সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক ক্লাস পরিচালনা ও যন্ত্রপাতি ব্যবহারে ন্যূনতম ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭. ল্যাব ডেমোনস্ট্রেটর (ফার্মেসী)

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছরের সম্মানসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী।

আবেদন প্রক্রিয়া:আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা ০৬ আগস্ট ২০২৫ ইং তারিখের মধ্যে www.career.uits.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।