সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান লীরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এ নিম্নোক্ত পদসমূহে নিয়োগ দেওয়া হবে।

ক্রমিক নংপদের নামপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতা/বেতন
সিকিউরিটি গার্ড১০ জনন্যূনতম অষ্টম শ্রেণি পাসসংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, অষ্টম শ্রেণি পাস। বয়স: ২৫-৪৫ বছর। ডিউটি: ১২ ঘণ্টা। বেতন: ৯,০০০/- + অন্যান্য সুবিধা।
অপারেটর/সহকারী অপারেটর০৮ জনন্যূনতম অষ্টম শ্রেণি পাসথার্মোফর্মিং ও ইনজেকশন মোল্ডিং মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ২ থেকে ৩ বছর। আমাদের প্রতিটি মেশিন হাই স্পিড ও হাইব্রিড ইনজেকশন মোল্ডিং মেশিন। প্রতিটি মেশিন রোবোটিক পরিচালিত হয়। যাতায়াত হাই স্পিড ইনজেকশন মোল্ডিং মেশিনের অপারেটরদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে।

বিশেষ দ্রষ্টব্য:

  • উপরে উল্লিখিত যোগ্যতা ব্যতীত কারো সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার প্রয়োজন নাই।
  • আগ্রহী প্রার্থীদের আগামী ০৬/০৮/২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ে সকাল ০৯:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত (পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, বায়োডাটা ও জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ) নিম্নোক্ত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হওয়ার অনুরোধ করা যাচ্ছে।
  • থাকা-খাওয়া সম্পূর্ণ নিজের। মাসিক হাজিরা বোনাসের সুযোগ্য ব্যবস্থা। বিক্রয়ের সুব্যবস্থা। জীবন বীমার সুব্যবস্থা।

যোগাযোগের ঠিকানা: লীরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিঃ ঠিকানা: ৮২, টিসি পি/এ, মিলগেট, টঙ্গী-গাজীপুর, নিটোল টাটা (সি এন জি পাম্প) এর বিপরীত পার্শ্বে মোবাইল: ০১৮৯৩৪৬২২২৩, ০১৮৯৩৬২৮০৬৬

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন