সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম, সংখ্যা ও যোগ্যতা/অভিজ্ঞতা

মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, হাসনাবাদ ও যাত্রাবাড়ী-ফুলবাড়ী কলেজ শাখার জন্য নিম্নোক্ত পদসমূহে নিয়োগ দেওয়া হবে।

১. প্রভাষক:* কৃষিশিক্ষা-১, উদ্ভিদবিজ্ঞান-১, ব্যবস্থাপনা-১* শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:* সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রি। * স্মার্ট বোর্ড/মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিতে সক্ষম হতে হবে। * সকল ক্ষেত্রে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১ম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার।

২. সহকারী শিক্ষক:* বাংলা-২, ইংরেজি-২, গণিত-১, আবাসিক-১, শারীরিক শিক্ষা-১* শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:* শিক্ষক নিবন্ধন, বিএড/এমএড ডিগ্রি, ইংরেজি ভার্সনে পাঠদানে সক্ষম এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।

৩. প্রশাসনিক কর্মকর্তা (পুরুষ):* ১ জন* শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কলেজ শাখায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে ১-ম হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানে সক্ষম হতে হবে।

৪. সিকিউরিটি গার্ড:* ০১ জন

৫. পিয়ন (পুরুষ):* ০১ জন* শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইংরেজি শিক্ষকদের ক্যামব্রিজ ও ব্রিটিশ কারিকুলামে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপিসহ আবেদনপত্র ই-মেইল করুন: jobs@cambrianbd.com এ।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুলাই ২০২৫

সূত্রঃ প্রথমআলো- ০৪-০৭-২০২৫ তারিখ