কোরিয়া প্রজাতন্ত্রে (দক্ষিণ কোরিয়া) চাকরির অনলাইন রেজিস্ট্রেশন।

কোরিয়া প্রজাতন্ত্রে (দক্ষিণ কোরিয়া) চাকরির জন্য সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানাে যাচ্ছে যে, কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত যােগ্যতা ও শর্তপূরণ সাপেক্ষে আগামী ১১ মার্চ সকাল ১০ টা থেকে ১২ মার্চ ২০১৯ খ্রি. তারিখ বিকাল ৫টা পর্যন্ত বােয়েসেলের রেজিস্ট্রেশন ওয়েবসাইট eps.boesl.gov.bd-এ সরাসরি প্রাথমিক রেজিস্ট্রেশন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বােয়েসেল ওয়েবসাইটে পাওয়া যাবে । আবেদনের যােগ্যতা ও নিয়মাবলি: ১। আবেদনকারীর জন্মতারিখ ২৫ মার্চ, ১৯৭৯ খ্রি. থেকে ২৪ মার্চ ২০০১ খ্রিস্টাব্দের মধ্যে হতে হবে। ২। রাষ্ট্রের কোন আদালত কর্তৃক সাজা প্রাপ্ত নন এবং ইতােপূর্বে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন কর্তৃক ভিসা/সিসিভিআই বাতিল হয়নি। ৩। পূর্বে দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান বা কোরিয়া থেকে ফেরত পাঠানাে হয়নি। ৪। দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে কারাদণ্ড, শাস্তি বা জরিমানা হয়নি। ৫। ই-৯/১০ ভিসায় দক্ষিণ কোরিয়ায় সর্বমােট ৫ বছরের বেশি অবস্থান করেনি। ৬। যাদের উপর বিদেশ যাত্রায় বাংলাদেশ সরকারের কোনাে নিষেধাজ্ঞা নেই। ৭। কোরীয় ভাষায় দক্ষতাসম্পন্ন এবং যাদের কালার ব্লাইন্ডনেস ও কালার উইকনেস নেই ।

বিস্তারিত জানতে নিচের পিডিএফ ফাইলট

DOWNLOAD PDF FILE: CLICK HERE