বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী মডেল স্কুল  সম্প্রতি অস্থায়ীভাবে  ৬ টি পদে মোট ৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। পদগুলোর জন্য আবেদন শুরু ১২-০২-২০১৯ থেকে । আবেদন করা যাবে ৭-০৩-২০১৯ পর্যন্ত। 

পদের নাম ও পদসংখ্যা

 


সহকারী শিক্ষক বাংলা- ১ জন

সহকারী শিক্ষক গণিত- ১ জন

সহকারী শিক্ষক কৃষি শিক্ষা- ১ জন

সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান- ১ জন

সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা- ১ জন

সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা- ১ জন



আবেদনের যোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে । 

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ৭-০৩-২০১৯ তারিখে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী ৭-০৩-২০১৯ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন ।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:


চাকরির আবেদন ফরমঃ





    ৫´৫   সে.মি
   ছবি (সম্প্রতি তোলা চার কপি) 




চাকরির আবেদন ফরম





১.পদের নাম :
২.বিজ্ঞপ্তি নম্বর :তারিখ:দিমা








৩.প্রার্থীর নামবাংলা:
ইংরেজীতে ( বড় অক্ষরে) :
৪.জাতীয় পরিচয় পত্র নম্বর:






















(যে কোন একটি)
জন্ম নিবন্ধন নম্বর:






















৫.জন্ম তারিখ:দিমা৬. জন্ম স্থান (জেলা):








৭.বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে প্রার্থীর বয়স:বছরমাস দিন
৮.মাতার নাম:
৯. পিতার   নাম:
১০.ঠিকানা :বর্তমানস্থায়ী
বাসা ও সড়ক (নাম/নম্বর):

গ্রাম/পাড়া/মহল্লা:

ইউনিয়ন/ওয়ার্ড:

ডাকঘর:

পোস্টকোড নম্বর:

উপজেলা:

জেলা:

১১.যোগাযোগ:মোবাইল/টেলিফোন নম্বর:ই-মেইল (যদি থাকে):
১২.জাতীয়তা:১৩.জেন্ডারঃ
১৪.ধর্ম :১৫.পেশা
১৬.শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নামবিষয়শিক্ষা প্রতিষ্ঠান  পাসের   সনবোর্ড/বিশ্ববিদ্যালয়গ্রেড/শ্রেণি/বিভাগ






























১৭.অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে):
১৮.অভিজ্ঞতার বিবরণ ( প্রযোজ্য ক্ষেত্রে):
১৯.কোটা (টিক দিন):মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের   পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র কন্যাএতিম/শারীরিক প্রতিবন্ধী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীআনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যঅন্যান্য (উল্লেখ্য করুন):
২০.চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর:তারিখ:








ব্যাংক ও শাখার নামঃ






























































২১.    বিভাগীয় প্রার্থী কিনা ( টিক দিন) :হ্যাঁনাপ্রযোজ্য নয়
আমি এ মর্মে   অঙ্গীকার করছি যে, ওপরে বর্ণিত তথ্যাবলি সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার   সময় উল্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন   করব। কোন তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকব।

তারিখঃ







প্রার্থীর স্বাক্ষর