সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন
Android App: Jobs Exam Alert

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হীড বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ‘শাখা হিসাব রক্ষক’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

শাখা হিসাব রক্ষক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে কমপ‌ক্ষে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডি‌গ্রিধারী হ‌তে হ‌বে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার দক্ষতা আবশ্যক। সময়নিষ্ঠ, সৃষ্টিশীল, পরিশ্রমী হতে হবে।পিকেএসএফ প‌রিচা‌লিত ক্ষুদ্রঋণ কর্মসু‌চির হিসাব প‌রিচালনার অভিজ্ঞতাকে অগ্রা‌ধিকার দেওয়া হ‌বে।অ্যাকাউন্টস/ মাইক্রোফিন্যান্স সংশ্লিষ্ট কাজে নূন্যতম এক বছরেরঅভিজ্ঞতা থাকতে হবে । পিকেএসএফ ফান্ডকৃত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

যোগ্যতা অনুযায়ী বেতন সর্বসাকুল্যে ২২,০০/- থেকে২৪,০০০/- পর্যন্ত (মাসিক)।

কোম্পানির সুযোগ সুবিধাদি

ছয় মাস প্রবেশনারি সময় হবে। প্রবেশনারি সময়কালীন মোবাইল বিল, লাঞ্চ ভাতা, যাতায়াত ভাতা পাবেন।

প্রবেশনারি সময় এর সফল অতিক্রমে উৎসব বোনাস, পিএফ, গ্র্যাচুইটি, ছুটির ভাতা, মোবাইল বিল, দুপুরের খাবার ভাতা, যাতায়াত, ইনসেনটিভ, চিকিৎসা তহবিল, আনুষঙ্গিক বীমা সুবিধা, সার্টিফিকেট সহ দীর্ঘ মেয়াদী সেবা সুবিধা, অক্ষমতা সুবিধা (বিধি মোতাবেক) প্রভৃতি পাবেন।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২ আগস্ট, ২০২২।

সূত্রঃ NTV Online (21-07-2022)