বাংলা সমাধানঃ
১. নিচের কোন বানান শুদ্ধ নয়- উর্দ্ধ
২. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ
৩. নিচের কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহার হয়েছে? অনাবৃষ্টি
৪. নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? খণ্ডিত
৫. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? ব + ন্ + ধ + ন্
৬. নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে “ণ” ব্যবহার হয়েছে- প্রবণ
৭. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত-একত্রিত
৮. দক্ষিণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি- উত্তর
৯. পর্বত এর সমার্থক শব্দ কোনটি- নগ
১০. যে নারীর পতি নেই , পুত্রও নেই এক কথায় কি বলে- অবীরা
১১. বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা- এটি কোন শ্রেণীর বাক্য-সরল বাক্য
১২. কোনটি নিত্য সমাস-জলমাত্র
১৩. রাজার দুয়ারে হাতি বাধা- দুয়ারে পদটি কোন কারক অধিকরণ
১৪. শৈশব এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি-শিশু + ষ্ণ
১৫. নিদাঘ শব্দে ‘ নি’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে-অতিশয্য
১৬. সচিব কোন ধরনের শব্দ-পারিভাষিক
১৭. দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ-দ্বীপ+অয়ন
১৮. ব্যুৎপত্তিগত ব্যাকরণ শব্দের অর্থ- বিশেষভাবে বিশ্লেষণ
১৯. মা শিশুকে খাওয়াচ্ছেন বাক্যটিতে এম খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ-
২০. সে নাকি আসবে না- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে- সংশয়
গণিত সমাধানঃ
৩৬. ১২ থেকে ৯৬ এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি- ২২
৩৭. টাকায় 3 টি করে লেবু কিনে টাকায় দুটি করে বিক্রি করলে শতকরা লাভ হবে- ৫০%
৩৮. একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট সংখ্যাটি- ৩৪১
৩৯. কতগুলো ঘন্টা একত্রে বাজার পর ১০,১৫,২০ এবং ২৫ সেকেন্ড পরপর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে- ৫মি.
৪০. কোন দ্রব্যের মূল্য৬% বৃদ্ধি পেলে ওই দ্রব্যের ব্যবহার কি পরিমাণ কমালে ওই দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না- ৫.৬৬%
৪১. কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হয় ওই মূলধন তিনগুণ হবে কত বছরে-২০
৪২. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা অংক স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত- ৩৯
৪৩. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১ । এদিক কি পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ঃ১ হবে।- ৪ গ্রাম
৪৪. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়- ১৩/১৭
৪৫. কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব- ৫,৬,৭
৪৬.
৪৭. (a+b)=১২, a-b=২ হলে 2ab=? - ৭০
৪৮. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত- ৭৫
৪৯.
৫০. কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 এর বর্গ হবে- ৩৬