গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা/২০১৭
সময় ১ঘন্টা পূর্ণমানঃ ৪০
ইংরেজি অংশ সমাধানঃ
১. Fill in the blank:
a) Fahima learnt .......... to repair the computer. উত্তরঃ how
b) Rahim is good .......... English. উত্তরঃ at
c) Every rose has .......... thorns. উত্তরঃ its
d) She has been suffering from fever....... Monday. উত্তরঃ since
e) I turn ........ the television. উত্তরঃ on
২. Make Sentences with meaning.
a) Slow coach = কুঁড়ে লোক [You cannot expect much from a slow coach like him.]
b) Out of date = সেকেলে/অপ্রচলিত [This history book is out of date now.]
c) Time and again = প্রায়ই/বরাবর [This story is played in my school time and again]
d) Make out = খুঁজে পাওয়া/বুঝতে পারা [I can not make out the problem.]
e) Black and blue = নিদারূণভাবে/উত্তম-মধ্যম [Zaman was beaten up black and blue for his crime.]
৩. Correct the following sentences.
a) Bamboo is a kind of grass. উত্তরঃ Bamboo is a type of grass.
b) Don't hide away the law. উত্তরঃ Don't hide away from the law.
c) He can play piano. উত্তরঃ He can play the piano.
d) This table is made by wood. উত্তরঃ This table is made of wood.
e) His talent is not limited of one field. উত্তরঃ His talent is not limited to one field.
বাংলা অংশ সমাধানঃ
৪. বাংলা অর্থসহ বাক্য রচনা করুন।
ক) গরু মেরে জুতাে দান = বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ [সুমন মার্জিয়ার বিরুদ্ধে মামলা করে সান্ত্বনা দিতে এসেছে এ যেন গরু মেরে জুতাে দান]
খ) পেটে ক্ষিধে চোখে লজ্জা = সংকোচ [অনেক মানুষই বিভিন্ন ক্ষেত্রে পেটে ক্ষিধে চোখে লজ্জা অবস্থায় পড়ে যায়]
গ) যথা ধর্ম তথা জয় = ন্যায়ের পথেই সাফল্য আসে [ আমাদের সবার উচিৎ যথা ধর্ম তথা জয় এই বিশ্বাসে কাজ করা]
ঘ) রথ দেখা ও কলা বেচা = উভয়কর্ম সাধন [ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে সুমনের বাড়িতে দাওয়াত খেয়ে আসলাম এ যেন রথ দেখা ও কলা বেচার মত]
ঙ) সাত ঘাটের জল খাওয়া = নাজেহাল হওয়া [সরকারি অফিসে পেনশনের টাকা তুলতে গিয়ে সাত ঘাটের জল খাওয়া অবস্থার মধ্যে পড়ে গেলাম]
৫. এক কথায় প্রকাশ করুন।
ক) অন্য কোন গতি নেই যার = অনন্যগতি
খ) উল্লেখ করা হয় না যা = উহ্য
গ) বিধিকে অতিক্রম না করে = যথাবিধি
ঘ) যার নাম পরিচয় জানা নেই = অজ্ঞাতকুলশীল
ঙ) মরে না যে = অবিনশ্বর/অমর
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৬. সংক্ষেপে উত্তর লিখুন।
ক) কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? উত্তরঃ হামিদুর রহমান
খ) “তেইশ নম্বর তৈলচিত্র" উপন্যাসের রচয়িতা কে? উত্তরঃ আলাউদ্দিন আল আজাদ [এটি আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস যা ১৯৬০ সালে প্রকাশ হয়]
গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম লিখুন। উত্তরঃ বনফুল
ঘ) বাংলা সাহিত্যের আদিগ্রন্থ কোনটি? উত্তরঃ চর্যাপদ
ঙ) বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল লিখুন। উত্তরঃ ১২০১ থেকে ১৩৫০ সাল
গণিত অংশ সমাধানঃ
৭. ক) মান নির্ণয় করুন: a+1/a=7 হলে a3+1/a3 এর মান কত?
উত্তরঃ 28
খ) উৎপাদকে বিশ্লেষণ করুন: 9x2-9x-4
উত্তরঃ (3x + 1) (3x - 4)
৮. টাকায় ৪টি এবং টাকায় ৬টি দরে সমান সংখ্যক আমড়া কিনে এক ব্যক্তি টাকায় ৫টি করে বিক্রয় করলে তার লাভ ক্ষতির পরিমান কত?
উত্তরঃ ক্ষতি ৪%