পদের নামঃ  অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -১৬৫

পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলঃ ০৪-০৯-২০২১ 

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ 

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

ইংরেজি অংশ সমাধানঃ

১.  What is the verb form of Office? উত্তরঃ officiate

২. This book is yours, There `This’ is an-----. উত্তরঃ Pronoun

৩. Elegy is----------? উত্তরঃ Song of Lamentation

৪. Identify the singular number? উত্তরঃ formula

৫. Which is correct? উত্তরঃ Guarantee

৬. The world is infected ------ Corona Virus. উত্তরঃ with

৭. A serious play with a sad ending is called a --------. উত্তরঃ tragedy

৮. Which one of the following is not written by Shakespeare? উত্তরঃ Doctor Faustus

৯. The antonym of the plaintiff is -------. উত্তরঃ defendant

১০. Attach the CV ---- your application. উত্তরঃ to

১১. Identify the masculine gender? উত্তরঃ The sun

১২. She has ----- her hair a beautiful shade of brown. উত্তরঃ dyed

১৩. The profession of teaching is known as ------. উত্তরঃ Pedagogy

১৪. A rolling stone gathers no moss. Here `rolling is ------. উত্তরঃ Adjective

১৫. Your conduct admits ----- no excuse. উত্তরঃ of

১৬. Which of the following words can be used as a verb? উত্তরঃ master

১৭. Gitanjali of Rabindranath Tagore was translated by ------. উত্তরঃ W. B. Yeats (William Butler Yeats)

১৮. Water is changed ----- vapour. উত্তরঃ into

১৯.  A building to keep grains ------. উত্তরঃ Granary

২০. 'Smell a Rat' Means --------. উত্তরঃ Suspect something  




বাংলা অংশ সমাধানঃ

২১. ত্রয়োদশ শতকের সাহিত্য কর্ম কোনটি? উত্তরঃ শূন্যপুরাণ [চন্দ্রাবতী ষোড়শ শতকের]

২২. ত্বরা এর বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ  বিলম্ব  

২৩. নিচের কোনটি শুদ্ধ বানান? উত্তরঃ টানাপোড়েন [বাগধারাটির অর্থ - বিরক্তিকর যাতায়াত]  [শুদ্ধঃ কঙ্কণ, ম্রিয়মাণ, দুর্নিরীক্ষ্য]    

২৪. মেছো শব্দের প্রকৃতি কি? উত্তরঃ মাছ + উয়া > ও

২৫. চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? উত্তরঃ ধর্ম চর্চা

২৬. শূণ্যপুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? উত্তরঃ ৫১ টি অধ্যায়  

২৭. 'ফেরারী ডায়েরী’ কোন পটভুমিকায় রচিত? উত্তরঃ মুক্তিযুদ্ধের

২৮. কোনটি বিদেশি প্রত্যেয়যুক্ত শব্দ নয়? উত্তরঃ জমিদারি

২৯. ‘গালিচা’ কোন ভাষার শব্দ? উত্তরঃ ফারসি

৩০. ‘দ্বেষ’ এর বিশেষণ ‍রূপ কী? উত্তরঃ দ্বেষী

৩১. ‘ঝিনুক’ এর সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ সুক্তি

৩২. ‘লাইলী মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের? উত্তরঃ ইরান

৩৩. রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ? উত্তরঃ কাব্যগ্রন্থ

৩৪. কোনটি ব্যাতিহারিক সর্বনাম? উত্তরঃ নিজে নিজে

৩৫. ‘বিচিত্র চিন্তা’ কী জাতীয় রচনা? উত্তরঃ প্রবন্ধ

৩৬. ‘নবীন মাধব’ কোন উপন্যাসের চরিত্র? উত্তরঃ নীলদর্পণ

৩৭. ‘নকিব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তরঃ আরবি

৩৮. কোনটি যোগরূঢ় শব্দ? উত্তরঃ মহাযাত্রা

৩৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন? উত্তরঃ ১৯০১  

৪০. শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি? উত্তরঃ কালের ধুলোয় লেখা

 

গণিত অংশ সমাধানঃ

৪১. ভাজক ভাগফলের দশগুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত? উত্তরঃ ০.০২৫

৪২. ১২৫ এর ১২৫% = কত? উত্তরঃ ১৫৬.২৫

৪৩. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ঃ২ । ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? উত্তরঃ ১১৩ঃ ১৩

৪৪. বার্ষিক শতকরা মুনাফার হার ১২ টাকা হলে ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত? উত্তরঃ ১২০০ টাকা

৪৫. একই মুনাফা হারে কোন আসল ৬ বছরের মুনাফা- আসলে দ্বিগুন হলে কত বছরে তা মুনাফা-আসলে তিন গুন হবে? উত্তরঃ ১২ বছরে  

৪৬. নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তরঃ ৫৯

৪৭. ২০ এর ২০% = কত? উত্তরঃ ৪

৪৮. বৃত্তস্থ সামন্তরিক একটি ------------? উত্তরঃ আয়তক্ষেত্র

৪৯. গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজির বর্তমান মূল্য কত? উত্তরঃ ৯ টাকা  

৫০. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? উত্তরঃ ৭৮৬

৫১. ২৫০ টাকার শতকরা কত সমান ১০ টাকা? উত্তরঃ ৪%

৫২. দু’টি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ। সংখ্যা দু’টির অনুপাত কত? উত্তরঃ ২ : ১

৫৩. বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ আসলে ৫৫৮ টাকা হবে? উত্তরঃ ৪ বছরে

৫৪. x ও y উভয় বিজোড় সংখ্যা হলে জোড় সংখ্যা কোনটি? উত্তরঃ x +y

৫৫.বৃত্তস্থ চতুর্ভূজের বিপরীত কোনদ্বয়ের যোগফল কত? উত্তরঃ ১৮০ ডিগ্রি

৫৬. 2x=3y+5 হলে 4x-6y= কত? উত্তরঃ 10

৫৭. 3y+3z= 90 হলে x,y,z এর গড় মান কত?  উত্তরঃ 10  

৫৮. ৩টি সংখ্যার গড় ৩৩, দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত? উত্তরঃ ৩৩

৫৯. A + b =5 এবং a - b = 3 হলে ab এর মান কত? উত্তরঃ 4

৬০. ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? উত্তরঃ ৯ টি





৬১. সরকার ঘোষিত ‘ঐতিহাসিক দিবস’ কোনটি? উত্তরঃ ৭ মার্চ

৬২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তরঃ  এম. এ. জি. ওসমানী

৬৩. বাংলাদেশের সরকার ব্যবস্থা কি ধরণের? উত্তরঃ সংসদীয় গণতন্ত্র

৬৪. ২০২১ সালে কোন শিক্ষা প্রতিষ্ঠানটির শতবর্ষ পালিত হয়? উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় [১৯২১ থেকে ২০২১]

৬৫. জীবন বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৭৩ সালে

৬৬. বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? উত্তরঃ ২ টি [মিয়ানমার, ভারত]  

৬৭. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? উত্তরঃ ১৩ টি

৬৮. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? উত্তরঃ ১০:৬

৬৯. বাংলাদেশের সরকার প্রধান কে? উত্তরঃ প্রধানমন্ত্রী [রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি; সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী]

৭০. বাংলাদেশের প্রধানমন্ত্রী কে নিয়োগ দেন? উত্তরঃ রাষ্ট্রপতি

৭১. সম্প্রতি ভয়াবহ দাবানলের সম্মুখীন দেশ------. উত্তরঃ অস্ট্রেলিয়া

৭২. ২০২১ সালে এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্টিত হবে? উত্তরঃ শ্রীলঙ্কা [অনুষ্ঠিত হবে ২০২৩ সালে]

৭৩. করোনা ভাইরাস প্রতিরোধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়? উত্তরঃ সৌদি আরব

৭৪. আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? উত্তরঃ চীন [ চীনের ৯৩,২৬,৪১০ বর্গ কি. মি.]

৭৫. HDI ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন? উত্তরঃ UNDP

৭৬. ব্লু ইকোনমি (Bule Economy) কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? উত্তরঃ সমুদ্র অর্থনীতি

৭৭. বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয় ---------------. উত্তরঃ ২৯ জুলাই

৭৮. কমনওয়েলথ এর প্রধান কে? উত্তরঃ রানী ২য় এলিজাবেথ

৭৯. বিশ্বে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ চীন

৮০. কোপেনহোগেন কোন দেশের রাজধানী? উত্তরঃ ডেনমার্ক


আজকের পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করেছেন Safat Mia ভাই।ধন্যবাদ আপনাকে আমাদের পাশে থাকার জন্য।