বাংলা অংশ সমাধানঃ

১। অর্থসহ বাক্য লিখুন।

টনক নড়া = সজাগ হওয়া। [মোটর সাইকেল চুরি হওয়ার পর বাড়ির মালিকের নিরাপত্তার বিষয়ে টনক নড়েছে]

চাঁদের হাট = প্রিয়জন সমাগম [ঈদের সময় প্রতিটি পরিবারে চাঁদের হাট বসে]

অমাবস্যার চাঁদ = দুর্লভ ব্যক্তি বা বস্তু [আমাদের অনেক বাল্যবন্ধু চাকরি পেয়ে যেন অমাবস্যার চাঁদ হয়ে গেছে]

২। বিপরীত শব্দ লিখুন।

গুপ্ত =  ব্যক্ত/প্রকাশিত

সুজন = কুজন

৩। সন্ধি বিচ্ছেদ করুন।

মনীষা = মনস্+ঈষা

স্বেচ্ছা = স্ব + ইচ্ছা

৪। যথাসময়ে প্রস্তুতি নিলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেক কম হয় এ বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন (অনূর্ধ্ব ৫ বাক্যের মধ্যে)

উত্তর: প্রাণহানি কমানো, দুর্যোগ মোকাবেলার একটি কাঠামোবদ্ধ মডেল প্রস্তুত করে যথাসময়ে প্রস্তুতি নিতে হবে। ঘূর্ণিঝড় আমফানসহ সাম্প্রতিক দুর্যোগ মোকাবেলায় সুশাসনের অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করে প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি অনেক কম হবে। “দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সুনাম অর্জন করেছে এবং অনেক ক্ষেত্রে কোন কোন দেশ আমাদের মডেল অনুসরণও করছে। কিন্তু ব্যাপক অগ্রগতি স্বত্ত্বেও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকার, জাতীয় আইন, নীতিমালা এবং আদেশাবলী প্রতিপালনে এখনো উল্লেখযোগ্য পরিমাণ ঘাটতি রয়ে গেছে। পাশাপাশ বিদ্যমান গবেষণায় সুশাসনের প্রতিটি নির্দেশকেই ব্যাপক ঘাটতি  দেখা গেছে।

ইংরেজি অংশের সমাধানঃ

৫। Translate into English.  

১. বঙ্গবন্ধু বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার পথিকৃৎ।

উত্তর: Bangabandhu is the pioneer of the disaster management in Bangladesh.

২. বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ।

উত্তর: Bangladesh is a disaster-prone country.

৩. দুর্যোগের প্রস্তুতি ভবিষ্যতের বিনিয়োগ।

উত্তর: Disaster preparedness is a future investment.

৫. বাংলাদেশ এখন দুর্যোগ ব্যবস্থাপনার মডেল।

উত্তর: Now Bangladesh is the model of disaster management.

৬. পরিবেশ রক্ষা করা আমাদের কর্তব্য।

উত্তর: To save the environment is our responsibility.

or,  It is our duty to save the environment.

৬. Identify the correct sentence.  

উত্তর: He is miserly.  

৭. Choose the correct preposition.

The table is ___ the middle ___ the room. উত্তর: in, of

৮. Fill in the blank.

I ——- here since 1980.  উত্তর: have been

৯. Write the name of four major natural disasters of Bangladesh.

উত্তর:

১. Flood (বন্যা)

২. Earthquake (ভূমিকম্প)

৩. Cyclone (ঘূর্ণিঝড়)

৪. Drought (খরা)

গণিত অংশ সমাধানঃ

১০। ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২ টাকা আয় করলে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে?

উত্তর: ৪ দিন

১১। ধার্যমূল্যের উপর ১০% কমিশন দিলে ২০% লাভ হয়, ১৫% কমিশন দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

উত্তর: ১৩.৩৩%

১২. ১ হতে ১০০ অবধি বিজোড় সংখ্যাগুলির গড় কত?

উত্তর: ৫০

১৩। ঘণ্টায় a কি.মি. বেগে b দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?

উত্তর: b/a

১৪। কোনটি ৩৫º কোণের পূরক কোণ?

উত্তর: ৫৫º

১৫। দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে?

উত্তর: কখনোই ছেদ করবে না

১৬। একটি পঞ্চভুজের সমষ্টি কত?

উত্তর: ৫৪০º [ ৬ সমকোণ]

১৭. সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

১। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ লিখুন।

উত্তর: ১০ জানুয়ারি

২। বাংলাদেশে কবে সর্ব প্রথম করোনা রোগী সনাক্ত হয়?

উত্তর: ৮ মার্চ ২০২০

৩। করোনা টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশনের অ্যাপটির নাম কী?

উত্তর: সুরক্ষা [ আর ওয়েবসাইট https://surokkha.gov.bd]

৪। টোকিও অলিম্পিকে মোট কতটি দেশ অংশগ্রহণ করে?

উত্তর: ২০৫

৫। মুজিবনগর সরকার কোন সালের কত তারিখে গঠিত  হয়?

উত্তর: ১০ এপ্রিল ১৯৭১

৬। মুজিববর্ষের থিম সঙ্গীতের রচয়িতা কে?

উত্তর: কবি কামাল চৌধুরী  [সুরারোপ করেছেন নকীব খান]

৭। “Bangladesh is our best teacher in climate change adaptation.” এটি কার উক্তি?

উত্তর:  Ban Ki-moon [বান কি-মুন]

৮। সিডর ঘূর্ণিঝড় কত  তারিখে বাংলাদেশে আঘাত হানে?

উত্তর: ১৫ নভেম্বর ২০০৭

৯। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কত লোক মারা যায়?

উত্তর: ১,৩৮,০০০ লোক

১০। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উত্তর: ১১ টি সেক্টর

১১। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি?

উত্তর: একনেক [ECNEC = Executive Committee of the National Economic Council]

১২। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কবে?

উত্তর: ১০ মার্চ

১৩। বাংলাদেশেল ভূমিকম্পে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা কোনটি?

উত্তর: সিলেট

১৪। বাংলাদেশে ভূমিধস ঝুঁকিপ্রবণ জেলা কোনটি?

উত্তর: রাঙামাটি

১৫। বাংলাদেশে বন্যাপ্রবণ জেলা কোনটি?

উত্তর: জামালপুর

১৬।বাংলাদেশে ঘূর্ণিঝড় ঝুঁকিপূর্ণ উপজেলা কোনটি?

উত্তর: শ্যামনগর [সাতক্ষীরা]

১৭। বাংলাদেশের গড়ে সবচেয়ে বেশী বৃষ্টিপাত কোন বিভাগে হয়?

উত্তর: সিলেট বিভাগে

১৮। বাংলাদেশের শীতপ্রবণ জেলা কোনটি?

উত্তর: ঠাকুরগাঁ

পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করেছেন M. Amirul Islam (Alahi)। ধন্যবাদ আপনাকে আমাদের হেল্প করার জন্য।