তীব্র লড়াইয়ের পর তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার গড়তে যাচ্ছে। রোববার চূড়ান্ত ভোট গণনায় মমতার তৃণমূল ১৯১ আসন পেয়ে ক্ষমতায় বসছে। 

ভারতের পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন ধরে চলা বিধানসভা নির্বাচনযজ্ঞের ফল ঘোষণা করা হবে আজ রোববার (২ মে)। ভোট গণনা শুরু হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে পোস্টাল ব্যালট এবং সকাল ৮টা থেকে শুরু হয় ইভিএম’র ভোটগণনা।

বেশ কয়েকদিন ধরে সবার নজর পশ্চিমবঙ্গে ২৯২টি বিধানসভা আসনে। ২০১১ বিধানসভায় রাজ্যে পালাবদলের পর থেকে মমতার তৃণমূল সরকার রয়েছে ক্ষমতায়।


বিবিসি বাংলা জানিয়েছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ১৯১ টি আসনে এবং বিজেপি ৮২ টি আসনে এগিয়ে রয়েছে।  ২৭৭ আসনের ভোট গণনা হয়েছে তখন পর্যন্ত ।