সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, খাদ্য অধিদপ্তরের অধীন নন-গেজেটেড ২৪ ক্যাটাগরীতে ১১৬৬টি শূন্য পদ পূরণের লক্ষ্যে জনবল নিয়ােগের নিমিত্তে ১১/০৭/২০১৮ তারিখের ১২২৯ নং স্মারকে নিয়ােগ বিজ্ঞপ্তি জারি করা হয় । সে প্রেক্ষিতে নিয়ােগের দাপ্তরিক কার্যক্রম অব্যাহত আছে। কিন্তু পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত হয়নি। ইতােমধ্যে কতিপয় দুষ্টচক্র ফেসবুকে পরীক্ষা গ্রহণের বিভিন্ন তারিখ প্রচার করছে। এটি কোন প্রকার দুরভিসন্ধি ও প্রতারণার কৌশল হতে পারে । কোন প্রতারকচক্রের অনৈতিক প্রলােভনে বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা যাচ্ছে। উল্লেখ্য যে, পরীক্ষার তারিখ নির্ধারিত হলে আবেদনকারীগণকে সরাসরি মােবাইলে এস.এম.এস এর মাধ্যমে জানানাে হবে এবং খাদ্য অধিদপ্তরের ওয়েব সাইটেও (WWW.dgfood.gov.bd) তা প্রকাশ করা হবে ।

(এ. কে. এম ফজলুর রহমাঠ

পরিচালক (প্রশাসন) খাদ্য অধিদপ্তর, ঢাকা

ফোন-৯৫৮৬২১৩ e-mail: dadm@dgfood.gov.bd

বিস্তারিত নিচেঃ