❐❐ এনটিআরসিএতে নতুন সুপারিশেও যোগ দিতে না পারা শিক্ষকদের আবেদন ১৫ মার্চের মধ্যেঃ
- নিয়োগ সুপারিশ পেয়েও এমপিওবঞ্চিত ১ হাজার ২৮৪ জনকে নতুন করে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কিন্তু নতুন সুপারিশ পেয়েও অনেকে আবারও শূন্যপদের ভুল তথ্যের জন্য যোগ দিতে পারছেন না।
- নতুন করে নিজ স্থায়ী ঠিকানার কাছের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সুপারিশ পেয়েও যাঁরা যোগ দিতে পারেননি, তাদের ১৫ মার্চের মধ্যে আবেদন করতে বলেছে এনটিআরসিএ। এ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
- যাঁরা ইতিমধ্যে যোগ দিতে না পেরে এনটিআরসিএতে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ১৫ মার্চের পর কোনো আবেদন করার সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।