NRBC ব্যাংকের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান

Post Name:

1. Trainee Junior Officer

2. Trainee Assistant Officer

3. Probationary Officer

Exam Date: 01 January 2021

Exam Time: 10.00 AM


বাংলা অংশের সমাধানঃ

১. নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? উত্তরঃ সেতার

২. বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে ? উত্তরঃ প্রমথ চৌধুরী

৩. জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ স্থাবর

৪. বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যের “বুলবুলিতে” কোন কারক ও বিভক্তি রয়েছে? উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী বিভক্তি

৫. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? উত্তরঃ ব্রাক্ষী লিপি

৬. কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? উত্তরঃ ময়মনসিংহ গীতিকা

৭. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে? উত্তরঃ সৈয়দ আলী আহসান

৮. ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। গানটির রচিয়তা কে? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

৯. নিচের কোনটি ওলন্দাজ শব্দ? উত্তরঃ হরতন ও রুইতন

১০. চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়? উত্তরঃ সবুজপত্র (১৯১৪)

১১. কোনটি শুদ্ধ বাক্য? উত্তরঃ নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল।

১২. 'আগে প্রতি বছর এখানে মেলা হতো'। এ বাক্যে কোন ধরণের অতীত কালের প্রয়োগ দেখা যায়? উত্তরঃ নিত্যবৃত্ত অতীত

১৩. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? উত্তরঃ চাল কুমড়া (চালে আশ্রিত কুমড়া)

১৪. তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে ”ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণে সপ্তমী

১৫. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান? উত্তরঃ আষাঢ়

১৬. মাছের মা বাগধারাটির অর্থ কি? উত্তরঃ নিষ্ঠুর

Solved by https://studyonlinebd.com/

সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ….

ইংরেজি অংশের সমাধানঃ

১৭. The party boss shrewdly shifted party lines; hence, he was able to -------any voting bloc out of---------------.

উত্তরঃ gerrymander, Existence

১৮. The restaurant itself was beautiful and the service was excellent, but the food was------.

উত্তরঃ inedible (খাওয়ার অযোগ্য)

১৯. He was the chief ----------------of his uncle's will, in short, he was left with an of $200,000.

উত্তরঃ beneficiaries, inheritance

২০. When his temperature -------above 104 degree F Then he became agitated an------.

উত্তরঃ climbed, delirious

২১. Although he was never at the scene of the crime ,his complicity was uncovered; he had------- and -----the robbery by disposing of the stolen property.

উত্তরঃ aided, abetted

২২. The offender then prostrated themselves and----------for  mercy.

উত্তরঃ petitioned

২৩. If you find peeling  potatoes to be ------then perhaps you would ------scrubbing the floors.

উত্তরঃ onerous, prefer

২৪. The film was completely devoid of any plot or character development it was merely a-------- of striking images.

উত্তরঃ montage

২৫. Each year it seems to get harder to pay for a college education because a college education costs so much and (it has been difficult to get scholarship).

উত্তরঃ Scholarships are difficult to get.

২৬. Although it has been estimated that many people are deprived of much needed medical care in the country especially flow-up of visits and preservative medication.

উত্তরঃ it

২৭. According to some (sources nearly) one-third of all Americans had been go to bed hungry is night, Despite social welfare programs design to combat hunger.

উত্তরঃ sources,  nearly

২৮. College financial aid officers claim the money would also be used if applications look (more thorough) for funds.

উত্তরঃ more thoroughly

২৯. A new industry has sprung up that (used computers to locate) parents who fail to pay child  support for their children.

উত্তরঃ uses computer to locate

৩০. Confirming our conservation of march 17, the shipment of books and magazines that you ordered will be deprived first thing Friday morning.

উত্তরঃ As I stated in our conservation of March 17.

৩১. During a thunderstorm people who are inside should not talk on the telephone, Stand near any open Windows or using large appliances.

উত্তরঃ use large appliances

৩২. Of all the movies ever made the godfather has been recognized as one of America's greater movies.

উত্তরঃ greatest movies

৩৩. Most people who drink coffee do not know where it comes from it is actually the fruit of a evergreen tree.

উত্তরঃ from, it is

৩৪. Antonym of DUCTILE?

উত্তরঃ stiff

৩৫. Synonym of incredulous?

উত্তরঃ unreliable

৩৬. Antonym of Deviant?

উত্তরঃ Regular

৩৭. Synonym of embezzle?

উত্তরঃ misappropriate

৩৮. Find the correctly spelt word.

উত্তরঃ Affidavit

৩৯. Mala fide means?

উত্তরঃ bad intention  

৪০. Rule of thumb means?

উত্তরঃ a rough estimate

গণিত অংশের সমাধানঃ

৪১. উত্তরঃ 3

৪২. উত্তরঃ 72

৪৩. উত্তরঃ x +8

৪৪.'উত্তরঃ 10

৪৫. উত্তরঃ 192

৪৬. উত্তরঃ 8:1

৪৭. উত্তরঃ 10

৪৮. উত্তরঃ 0.8

৪৯. উত্তরঃ 3

৫০. উত্তরঃ 8000

৫১. উত্তরঃ 4

৫২. উত্তরঃ 2

৫৩. উত্তরঃ 3.5

৫৪. উত্তরঃ 9

৫৫. উত্তরঃ 28

৫৬. উত্তরঃ 64

৫৭. উত্তরঃ 125

৫৮. উত্তরঃ 8

৫৯. উত্তরঃ 25:2

৬০. উত্তরঃ 16

৬১. উত্তরঃ 59.5

৬২. উত্তরঃ 8

৬৩. উত্তরঃ 3

৬৪. উত্তরঃ 20%


সমাধানের কপি কেউ শেয়ার করলে কার্টেসী দিবেন প্লিজ….

সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশের সমাধানঃ

৬৫. Which Language is Assembly language? উত্তরঃ low level programing language

 

৬৬. What is the full form of ALU?  উত্তরঃ Arithmetic Logic Unit

 

৬৭. What is the period of coverage of 8th Five Year Plan of Bangladesh? উত্তরঃ FY 2021- FY 2025 (প্রশ্নে সঠিক উত্তর নেই)

 

৬৮. The place where bankers meet and settle their mutual claims and accounts is known as? উত্তরঃ clearing House

 

৬৯. What is the name of Russian developed corona vaccine? উত্তরঃ Sputnik

 

৭০. How much of the current foreign exchange reserve? উত্তরঃ 43,017 million (43.17 billion)

 

৭১. What is the Cash Reserve Ratio (CRR) for scheduled commercial banks? উত্তরঃ 4%

 

৭২. An unwanted repetitious messages, such as unsolicited bulk e-mail is known as? উত্তরঃ spam

 

৭৩. Who won nobel prize in Economics in 2020? উত্তরঃ Paul Robert Milgrom

 

৭৪. Devaluation of Taka is likely to increase? উত্তরঃ export

 

৭৫. Who is the promoter of Chinese one belt one road initiative? উত্তরঃ Xi Jinping (China President)

 

৭৬. Currency swap facility has been extended by the Government for which international body's members? উত্তরঃ SAARC

 

৭৭. Freetown is the capital of? উত্তরঃ Sierra Leone

 

৭৮. What is the inflation rate in November 2020 in Bangladesh? উত্তরঃ 5.52%

 

৭৯. Which one of the following is not a platform for google? উত্তরঃ One Drive (Microsoft)

 

৮০. Which one of the following is currency of Myanmar? উত্তরঃ Kyat