বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
post name: Estimator/ Sub Assistant Engineer (Civil)
ইংরেজি অংশ সমাধানঃ
From each of the following sentences identify the missing word.
১. Before Mamun left Bangladesh, his father had gone to the airport to see him. উত্তরঃ
২. Tum the oven I want to bake a cake. উত্তরঃ on
৩. Please do exactly your doctor says. উত্তরঃ as
৪. No Sooner had Kashem left karim came. উত্তরঃ than
৫. It’s no use talking with you. উত্তরঃ to
For each question, Select the word that appropriately filled in the gap.
৬. Since the poor father--------- money, he could not afford the educational expenses of his son. উত্তরঃ had very little
৭. Each of the players of our National Cricket Team-------Practicing for years after years. উত্তরঃ has been
৮. Karam’s hobbies include reading books, watching TV and--------Mountains. উত্তরঃ climbing
৯. I reached the bus stand after the bus-----. উত্তরঃ had left
১০. Jalil cannot sing’ his brother--------. উত্তরঃ can't either
Find out the meaning of the underlined word/phrase from the options given.
১১. The students were heavily “reprimanded” by the principal for their acts. উত্তরঃ rebuked
১২. It is inhuman not only to kill but also to purchase the “migratory” birds. উত্তরঃ mobile
১৩. Many of the party men did not expect the nomination and victory of “a Dark Horse” like him. উত্তরঃ an unknown person
১৪. Why do you “loot your own horn”. উত্তরঃ boast
১৫. Raj and Taj have never seen “eye to eye” on politics. উত্তরঃ sharing the same view
বাংলা অংশ সমাধানঃ
১৬. বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন? উত্তরঃ আব্দুল হাকিম
১৭. কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ প্রভা
১৮. আড়চোখে শব্দের ”আড়” উপসর্গ কি কি অর্থ প্রকাশ করছে? উত্তরঃ বক্র
১৯. আবার আসিব ফিরে কবিতাটি কার লেখা? উত্তরঃ কোনটিই নয় (সঠিক উত্তর জীবনানন্দ দাশ)
২০. পুটি মাছের প্রাণ- বাগধারার অর্থ কি? উত্তরঃ ক্ষীণজীবী
২১. বিচ্ছেদ- শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ বি + ছেদ
২২. নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ? উত্তরঃ একাদশ
২৩. নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তরঃ ফুলবাবু
২৪. “অনেকের মধ্যে এক” এর সঠিক বাক্য সংকোচন কোনটি? উত্তরঃ অন্যতম
২৫. নিচের কোন শব্দটি শুদ্ধ? উত্তরঃ কোনটিই নয় (সঠিক রূপ ঊর্ধ্ব, অত্যন্ত, উচিত )
গণিত অংশ সমাধানঃ
২৬. একটি সমান্তর ধারার পঞ্চম পদ ১৩ এবং সপ্তম পদ ১৯ হলে ধারাটির প্রথম ১০ টি পদের সমষ্টি কত? উত্তরঃ ১৪৫
২৭. মুরাদ মাসুম একত্রে একটি কাজ ৬ দিনে করতে পারে । মাসুম একা কাজটি ১৫ দিনে করতে পারে । কাজটির অর্ধেক একা করতে মুরাদের কতদিন লাগবে? উত্তরঃ ৫ দিন
২৮. দুটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের গসাগু ৭ হলে সংখ্যা দুটি কত? উত্তরঃ ২১ ও ২৮
২৯. একটু স্কুলের ৬০% ছাত্র বাংলায় ও ৭০% ছাত্র গণিতে পাস করে । ২০% ছাত্র উভয় বিষয়ে ফেল করলে এবং ২৫০ জন ছাত্র উভয় বিষয়ে পাশ করলে মোট কতজন ছাত্র শুধু বাংলায় ফেল করেছে? উত্তরঃ ১০০
৩০. শতকরা বার্ষিক কত হার সরল সুদে ১ বছরে সুদে-আসলের এক-চতুর্থাংশ হবে? উত্তরঃ ২৫%
৩১. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫। সংখ্যাটি থেকে ৯ বিয়োগ করলে এর অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? উত্তরঃ ৮৭
৩২. রুবেল ঘণ্টায় ৪০ মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লা গিয়ে ঘন্টায় ৬০বেগে আবার ঢাকা ফিরে আসলে ঘন্টায় তার গড় গতিবেগ কত মাইল? উত্তরঃ ৪৮ মাইল
৩৩. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪২, ৬৯ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৬, ৯ ভাগশেষ থাকবে? উত্তরঃ ১২
৩৪. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে ৩০মিটার ও ২০ মিটার। বাগানের চারদিকে যদি ৫ মিটার চওড়া রাস্তা থাকে তবে রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার? উত্তরঃ ৪০০ বর্গমিটার
৩৫. কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য ২০ মিটার হলে কেন্দ্র হতে ৮ মিটার দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত মিটার হবে? উত্তরঃ ১২
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৩৬. বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়েছে? উত্তরঃ ভুটান
৩৭. করোনার ভ্যাকসিন প্রস্তুতকারক সিনোভাক বায়োটেক কোন দেশের প্রতিষ্ঠান? উত্তরঃ চীন
৩৮. দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দর টি কোথায় নির্মাণ করা হবে? উত্তরঃ কক্সবাজার (মাতারবাড়ি)
৩৯. কতজন মার্কিন প্রেসিডেন্ট টানা দুই মেয়াদে পূর্ণ সময় প্রেসিডেন্ট ছিলেন? উত্তরঃ ১১ ( তারা হলেন ১. থমাস জেফারসন ২. জেম্স মেডিসন ৩. জেম্স মনরো ৪. অ্যান্ড্রু জ্যাকসন ৫. ইউলিসিস এস গ্রান্ট ৬. গ্রোভার ক্লিভল্যান্ড ৭. উড্রো উইলসন ৮. ডোয়াইট ডি আইসেনহাওয়ার ৯. রোনাল্ড রিগান ১০. বিল ক্লিন্টন ১১. জর্জ ডব্লিউ বুশ।
৪০. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত? উত্তরঃ রাঙামাটি
৪১. গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন অনুযায়ী মাথাপিছু জিডিপির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি? উত্তরঃ কাতার
৪২. জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সম্প্রতি কোন দেশটি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে? উত্তরঃ যুক্তরাষ্ট্র
৪৩. দক্ষিণ চীন সাগর নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? উত্তরঃ চীন এবং ভিয়েতনাম
৪৪. নিচের কোন দেশটি আজারবাইজান- আর্মেনিয়ার যুদ্ধে বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? উত্তরঃ রাশিয়া
৪৫. নিচের কোন দেশটি প্রাচীন নাম দ্য গল? উত্তরঃ ফ্রান্স
৪৬. বাংলাদেশের জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন এর জন্য নির্মিত প্রথম আশ্রয় কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তরঃ কক্সবাজার
৪৭. নিচের কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে? উত্তরঃ নিঝুম দ্বীপ
৪৮. নিচের কোন দেশটিতে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে? উত্তরঃ বাংলাদেশ
৪৯. জাতিসংঘ কর্তৃক ঘোষিত ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে ২০২০ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? উত্তরঃ ১১৯
৫০. সশস্ত্র বাহিনী দিবস প্রতিবছর কত তারিখে পালিত হয়? উত্তরঃ ২১ নভেম্বর
বিষয়ভিত্তিক অংশ সমাধানঃ
৫১. ASTM no-4 size seive এর Opening কত মিমি? উত্তরঃ ৪.৭৫ মিমি
৫২. নিচের কোন উপাদানটি কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে? উত্তরঃ সিলিকা
৫৩. সিমেন্টের স্পেসিফিক গ্রাভিটি কত? উত্তরঃ ৩.১৫
৫৪. সিমেন্ট এর গুনাগুন নির্ণয়ের জন্য কয়টি পরীক্ষা করা হয়? উত্তরঃ ৫ টি
৫৫. রডে কার্বনের পরিমাণ বেশি হওয়ার ফলাফল কোনটি? উত্তরঃ A, B,C সবগুলি
৫৬. Steel এর unit weight কত? উত্তরঃ ৪৯০ পাউন্ড/ঘনফুট
৫৭. ট্রাভার্স বা ঘের কত প্রকার? উত্তরঃ ২ প্রকার (যথাঃ- (ক) খোলা ঘের (খ) বদ্ধ ঘের।)
৫৮. ডেন্টাম পৃষ্ঠের R.L কত? উত্তরঃ শূন্য (০)
৫৯. জরিপ কনটুর (Contour) ম্যাপ তৈরিতে কোন যন্ত্রটি অপরিহার্য? উত্তরঃ থিওডোলাইট (theodolite)
৬০. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে? উত্তরঃ 360°