পদের নামঃ উপ সহকারী পরিচালক ও পরিদর্শক
পরীক্ষা হয়েছিলঃ ০৫-১২-২০২০ তারিখে
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৬ মার্কের মধ্যে সরাসরি ৫ টা প্রশ্ন কমন এসেছে । ৮৪% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে । বাকি দুইটা সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়েছে।
১. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? উত্তরঃ ১১ টি (সাব-সেক্টর ৬৪ টি) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২. নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে? উত্তরঃ ৬.১৫ কি.মি (৬১৫০ মিটার) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
৩. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তরঃ ১৯৭৪ সালে (১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ১৩৬ তম দেশ হিসেবে যোগদান করে বাংলাদেশ) (নাই)
৪. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? উত্তরঃ কাতার (সাম্প্রতিক প্রশ্ন- জব'স পাসওয়ার্ড বইয়ে কোন সাম্প্রতিক প্রশ্ন নাই)
৫. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? উত্তরঃ মহেশখালী (কক্সবাজার) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
৬. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? উত্তরঃ ভোলা (এটি দক্ষিণ শাহবাজপুর নামেও পরিচিত যার আয়তন ১২২১ বর্গ কিলোমিটার।) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
৭. পাটের জন্মরহস্য উদ্ভাবনে গবেষণা করেন কে? উত্তরঃ ড. মাকসুদুল আলম (২০১০ সালে তিনি এটি উদ্ভাবন করেন) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
৮. Joe Biden Jr. (জো বাইডেন জুনিয়র) মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন? উত্তরঃ ৪৬ তম (সাম্প্রতিক প্রশ্ন- জব'স পাসওয়ার্ড বইয়ে কোন সাম্প্রতিক প্রশ্ন নাই)
গণিত অংশ সমাধানঃ
৮ মার্কের মধ্যে সরাসরি ৭ টা প্রশ্ন কমন এসেছে । ৮৮% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে ।
৯. ০.২×০.০২×০.০০২×০.০০০২=কত? উত্তরঃ ০.০০০০০০০০১৬ (জব'স পাসওয়ার্ড বইয়ে এই নিয়মের অঙ্ক আছে)
১০. - ২ + (-২) - {-(২)} - ২ এর মান কত? উত্তরঃ -৪ (নাই)
১১ একটি পণ্য ২০% ক্ষতিতে ৫৫২ টাকায় বিক্রয় করা হয়, পণ্যটির ক্রয় মূল্য কত টাকা? উত্তরঃ৬৯০ টাকা (জব'স পাসওয়ার্ড বইয়ে এই নিয়মের অঙ্ক আছে)
১২. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
উত্তরঃ ১৮ বছর (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
১৩. কোন সংখ্যাটি বৃহত্তম? উত্তরঃ .৯০ (জব'স পাসওয়ার্ড বইয়ে এই নিয়মের অঙ্ক আছে)
১৪. ৬টি সংখ্যা পরপর দেয়া আছে। যদি প্রথম ৩টি সংখ্যার যোগফল ১৮৩ হয় তবে শেষ ৩ টি সংখ্যার যোগফল কত? উত্তরঃ ১৯২ (জব'স পাসওয়ার্ড বইয়ে এই নিয়মের অঙ্ক আছে)
১৫. ২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাপ কত? উত্তরঃ ১৫২ ডিগ্রি (জব'স পাসওয়ার্ড বইয়ে এই নিয়মের অঙ্ক আছে)
১৬. একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ১৪ বেশি হলে সংখ্যাটি কত? উত্তরঃ ৪ (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
বাংলা অংশ সমাধানঃ
৮ মার্কের মধ্যে সরাসরি ৬টা প্রশ্ন কমন এসেছে । ৭৫% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে ।
১৭. ”সকলের জন্য প্রযোজ্য” এক কথায় কি হবে? উত্তরঃ সর্বজনীন (এককথায় সর্বজনীন মানে সর্বসাধারণের জন্য। যেমনঃ সর্বজনীন অনুষ্ঠান। আর সার্বজনীন মানে সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ। যেমনঃ সভায় সুমন সাহেব সার্বজনীন ব্যক্তি ছিলো।) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
১৮. "খুব বিপদ “এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? উত্তরঃ অকুল পাথার (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
১৯. ”মৌমাছি” কোন সমাস? উত্তরঃ কর্মধারয় (মৌমাছি=মৌ সংগ্রহকারি মাছি= মধ্যপদলোপী কর্মধারয়) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২০. সারেং বৌ উপন্যাসটির রচয়িতা কে? উত্তরঃ শহীদুল্লা কায়সার (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২১. ”সংশয়” শব্দটির বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ নিশ্চয় (প্রত্যয়) (নাই)
২২. কোন শব্দটি সঠিক? উত্তরঃ স্থায়িত্ব (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২৩. ”শুক” শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তরঃ সারী (শুক অর্থ পাখি) (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২৪. “বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা” এখানে ”বিনে” কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ ব্যতিরেকে (নাই)
ইংরেজী অংশ সমাধানঃ
ইংরেজি প্রশ্নের ক্ষেত্রে সরাসরি কমন পাওয়া সম্ভব হয়না। তবে নিয়মের মধ্যেই আছে সকল প্রশ্ন।
২৫. Can you guess………...her age? উত্তরঃ at (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২৬. The synonym for the word “reduce” is? উত্তরঃ lessen (জব'স পাসওয়ার্ড বইয়ে reduce আছে)
২৭. Which word has correct spelling? উত্তরঃ Commission (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)
২৮. The noun of the word “add” is? উত্তরঃ addition
২৯. The meaning of the underlined phrase in the sentence please ”look into” the matter? উত্তরঃ investigate (জব'স পাসওয়ার্ড বইয়ে look into আছে)
৩০. Jane: are you going to the dance on Friday? Mary no I am not, I…………. School dances; they are loud, hot and crowded. উত্তরঃ don't enjoy
৩১. I have……………….. problems. উত্তরঃ a lot of
৩২. The Lion is the beast of prey এর সঠিক বাংলা কোনটি? উত্তরঃ সিংহ শিকারী পশু
প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, মন্ত্রণালয় ও অধিদপ্তর সহ সকল সরকারি চাকরির প্রস্তুতি নিন একসাথে ।
জব'স পাসওয়ার্ড বইটির মূল্যঃ ৩৫০ টাকা। সেই সাথে প্রতিটা মেম্বারের জন্য আলাদা ৯০ দিনের পরীক্ষার রুটিন পরিকল্পনা করা হয়েছে । আপনি যে দিন বইটি ক্রয় করবেন এবং পরীক্ষার রুটিন ডাউনলোড দিবেন, সেই দিন থেকে আপনার জন্য ৯০ দিনের পরীক্ষার রুটিন তৈরি হবে এবং আপনি ৯০ দিনে বইটি শেষ করতে পারবেন।
জব’স পাসওয়ার্ড বইটি বিগত সকল বছরের প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, মন্ত্রণালয়, অধিদপ্তর সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ (Analysis) করে রচিত। সরকারি চাকরির পরীক্ষায় সর্বোচ্চ কমনের জন্য এবং প্রতিটা অধ্যায়ের কোন অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বইটিতে আলোচনা করা হয়েছে। বইটিকে পেজে বড় করার জন্য কোন আজেবাজে তথ্য যোগ করা থেকে বিরত থাকা হয়েছে। প্রতিটা চাকরির পরীক্ষার জন্য যা প্রয়োজন তা শুধু যোগ করা হয়েছে।
বাজারে প্রচলিত অনেক বই থেকে আমরা ব্যতিক্রম কেন?
প্রচলিত প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি বই ১২০০ পেজের + শিক্ষক নিবন্ধনের (স্কুল+কলেজ) = ১২০০+ ১২০০ পেজের, মন্ত্রণালয় অধিদপ্তরের প্রতিটি পদের জন্য আলাদা আলাদা প্রায় ১২০০ পেজের বই। দেখা যায় প্রায় ৩৬০০ থেকে ৪৮০০ পেজের বই পড়তে হচ্ছে ৩ ধরণের চাকরির পরীক্ষার জন্য যা কোন পরীক্ষার্থীর পক্ষে পড়া কি সম্ভব ?? একবার পড়ার পরে রিভিশন দিতে চাইলে চাকরির বয়স শেষ হয়ে যাবে প্রায়। অতিরিক্ত ও আজেবাজে তথ্য এবং বিশাল বিশাল বই চাকরির প্রার্থীদের ব্যর্থ হওয়ার প্রধান ও অন্যতম কারণ। প্রতিটি চাকরির পরীক্ষার জন্য বেসিক কিছু তথ্য প্রয়োজন যা থেকেই সর্বনিম্ন ৭০%+ কমন আসে। আর সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই জব'স পাসওয়ার্ড বইটি রচনা করা হয়েছে।সাথেই আছে পড়ার জন্য কৌশল এবং কিভাবে সহজে ভাল ফলাফল করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা। কোন চাকরির প্রার্থী যদি জব'স পাসওয়ার্ড বইটি ভালভাবে পড়ে আমাদের দেয়া ৯০ দিনের রুটিন শেষ করতে পারে তাহলে বেশি ভাগ পরীক্ষায় ভাল করতে পারবে। তা ছাড়াও চাকরির পরীক্ষার জন্য যা কিছু প্রয়োজন সকল তথ্য আমরা আপডেট দিবো। সাথেই প্রতিবছর চাকরির পরীক্ষায় কিছু কমন প্রশ্ন হয়ে থাকে সেই বিষয়ে এবং প্রশ্ন প্যাটার্ন বিষয়ে বিস্তারিত আমরা পোস্ট করে জানিয়ে দিবো।
বইটির ডেমোঃ https://drive.google.com/file/d/11u9P4tsH25kCkY-JBOacHikQuQXbW_jp/view?usp=sharing
আপনার জেলা শহরের লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।
আপনার জেলা শহরে কোন কোন লাইব্রেরিতে "জব'স পাসওয়ার্ড" বইটি পাবেনঃ Click Here
৮০ দিনে মন্ত্রণালয় ও অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু আগামী ১০ তারিখ থেকেঃ
পরীক্ষার রুটিনঃ https://drive.google.com/file/d/13hjctmjLVJ-OCKmh3iMf_GENg6hcCgE_/view?usp=sharing