বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান

বাংলা সমাধানঃ জব'স পাসওয়ার্ড বই 

১। এককথায় প্রকাশ করুন।

ক। মৃতের মত অবস্থা যার=  মুমূর্ষু

খ। যে বন হিংস্র জন্তুতে পূর্ণ = শ্বাপদসংকুল

গ। যা অতি দীর্ঘ নয় = নাতিদীর্ঘ

২। বাক্য রচনা করুন।

ক। অর্ধচন্দ্র- (গলাধাক্কা দেয়া) - চুরির দায়ে বাড়ির মালিক দারোয়ানকে অর্ধচন্দ্র দিল।

খ। আক্কেল সেলামি -(নির্বুদ্ধিতার দণ্ড) - সুমনের বুদ্ধি শুনে আমাকে ৫০০ টাকা আক্কেল সেলামি দিতে হলো।

গ। শাপে বর - (অনিষ্টে ইষ্ট লাভ) - সুমন চাকরি না পেয়ে উদ্যোক্তা হয়েছে এতে তার শাপে বর হয়েছে।  

৩। তিন দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে কর্তৃপক্ষ বরাবর পত্র লিখুন।

তারিখ: ২৭ - ১১ -২০২০ খ্রি.

বরাবর

প্রধান শিক্ষক

আড়োলা সরকারি উচ্চ বিদ্যালয়

কাহালু, বগুড়া।

বিষয় :  ৩ দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদনপত্র।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষক।  আমার ছোট বোনের বিবাহ আগামী ১ ডিসেম্বর ২০২০। আমাকে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে হবে। তাই আপনার মাধ্যমে আগামী ০১  ডিসেম্বর থেকে  ০৩ ডিসেম্বর পর্যন্ত ছুটি প্রাথনা করছি।

অতএব, মহোদয় উক্ত বিষয় বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে জনাবের মর্জি হয়।

নিবেদক

মো. সুমন আলী সরকার

আড়োলা সরকারি উচ্চ বিদ্যালয়

কাহালু, বগুড়া।

ইংরেজি সমাধানঃ জব'স পাসওয়ার্ড বই+টিম

৪. ইংরেজিতে অনুবাদ করুন।

a) মা শিশুকে খাওয়ায়।  উত্তরঃ Mother feeds the baby.  

b) বাংলাদেশে ক্রিকেটের অনেক ভক্ত আছে। উত্তরঃ There are many cricket fans in Bangladesh.

c) আমি আমার দেশকে অনেক ভালবাসি। উত্তরঃ I love my country very much.

d) আমার ভাই দুইদিন ধরে অসুস্থ। উত্তরঃ My brother has been sick for two days.

e) কঠিন পরিশ্রমের উপর জীবনের সফলতা নির্ভর করে। উত্তরঃ The success of life depends on hard work.

৫. Fill in the blanks.

a) He insisted ............. going home at once. উত্তরঃ on

b) Two and two ------four.  উত্তরঃ makes

c) It has been raining -------morning. উত্তরঃ since

d) He is accused -----theft. উত্তরঃ  of

e) Iron is-------useful than any other metal. উত্তরঃ more

গণিতঃ জব'স পাসওয়ার্ড বই+টিম 

৬. একটি ঘরের দৈর্ঘ্য ১৫ মিটার প্রস্থ ১২ মিটার এবং ঘরের চারপাশে ২ মিটার চওড়া একটি বারান্দা আছে। বারান্দাসহ ঘরের ক্ষেত্রফল কত?

উত্তরঃ ৩০৪ বর্গমিটার।

৭. a-b=8, ab=50 হলে a2 + b2 এর মান কত?

উত্তরঃ 164

৮। নিচের প্রশ্নের উত্তর লিখুন।

ক. বৃত্তের সর্বাপেক্ষা বৃহৎ জ্যা? উত্তরঃ ব্যাস

খ. বর্গের ক্ষেত্রফল কত বাহুর বর্গের সমান? উত্তরঃ ১ টি। ( বর্গের ক্ষেত্রফল=a2)

গ. চতুর্ভুজের কর্ণ কয়টি? উত্তরঃ ২ টি  

সাধারণ জ্ঞানঃ  জব'স পাসওয়ার্ড বই

৯। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন।

ক. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস?  উত্তরঃ  ১০ জানুয়ারি ১৯৭২

খ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

গ. বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কোন পদকে ভূষিত করে? উত্তরঃ জুলিও কুরি পদক (ভূষিত ১০ অক্টোবর ১৯৭২ এবং প্রদান করা হয় ২৩ মে ১৯৭৩)

ঘ. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার? উত্তরঃ ৬১৫০ মিটার (৬.১৫ কিমি)  

ঙ. MOCAT এর পূর্ণরূপ? উত্তরঃ Ministry of Civil Aviation and Tourism

চ. WTO এর পূর্ণরূপ?  উত্তরঃ World Trade Organization

ছ. WWW এর পূর্ণরূপ? উত্তরঃ World Wide Web

জ. বর্তমানকালের মহামারী নোভেল করোনা ভাইরাস সংক্রামন প্রথম কোথায়, কোন দেশে সূচনা হয়েছিল? উত্তরঃ চীনের হুবেই প্রদেশের উহান শহরে।  

ঞ. পানামা খাল কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

চাকরির প্রস্তুতিকে আরো গতিশীল করতে জব'স পাসওয়ার্ড বইটি সংগ্রহ করুন আপনার জেলা শহর  থেকে।

বইটি কেন ব্যতিক্রম? 

  • জব’স পাসওয়ার্ড  বইয়ে সকল বিষয়ের (বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান ও কম্পিউটার) প্রয়োজনীয় সকল তথ্য সংযোজন করা হয়েছে।   
  • জব’স পাসওয়ার্ড বই পড়েই প্রায় সকল সরকারি চাকরির প্রস্তুতি সম্ভব।   
  • পড়ার বিশেষ কৌশল উপস্থাপন এবং সহজ বিশ্লেষণ ও আলোচনা। 
  • রিভিশন কৌশল আলাদা (অনেক কম সময়ে রিভিশন করা সম্ভব)। 
  • প্রতিটা অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয়েছে। 
  • প্রতিটা অধ্যায়ের উপরে গবেষণা করে পরীক্ষায় আসার মত সকল প্রশ্ন সংযোজন করা হয়েছে। 
  • বইটি পড়ে শেষ করার জন্য রুটিন এবং প্রতিদিনের পরীক্ষার ব্যবস্থা। 
  • অনলাইনে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট, প্র্যাকটিস টেস্ট ও ডেইলি টেস্টের ব্যবস্থা করা হয়েছে।  

বইটির ডেমোঃhttps://drive.google.com/file/d/11u9P4tsH25kCkY-JBOacHikQuQXbW_jp/view?usp=sharing

৯০ দিনের পরীক্ষার রুটিনঃ  https://studyonlinebd.com/user/pdf/routing/index/?u=171060&c=11