এই পোস্ট দেওয়ার উদ্দেশ্য জব'স পাসওয়ার্ড বই থেকেই শুধু কমন এসেছে এমন না । প্রতিটা চাকরির প্রার্থীকে প্রথমে বেসিক বিষয়ে গুরুত্ব দিতে হবে এটা বুঝানোর জন্য পোস্টটা দেওয়া হয়েছে। এই বেসিক বিষয় থেকেই সর্বনিম্ন ৭০% প্রশ্ন কমন পাওয়া সম্ভব। তাই আপনার লক্ষ্য যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, মন্ত্রণালয় ও অধিদপ্তর হয় তাহলে এই বেসিক বিষয়গুলোকে গুরুত্ব দেন তাহলে দ্রুত চাকরি হবে ইনশাআল্লাহ্‌। যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে সাফল্য আসবে কিন্তু যদি নামেমাত্র ধরে থাকেন দেখবেন কাজের কাজ কিছুই হচ্ছে। কারণ ১০০ পেজ পড়ার পরে যদি ১০ টা প্রশ্ন কমন আসে আর  ১০ পেজ পড়ার পরে যদি ৮ টা প্রশ্ন কমন আসে কোনটা ভাল হবে? ১০০ পেজে মধ্যে যে ১০টা প্রশ্ন কমন পাবেন দেখবেন তার মধ্যে অনেক ভুল করবেন আর যে ১০ পেজ পড়বে সে কম ভুল করবে। আপনার লক্ষ্য যদি একটা সরকারি চাকরি হয় আমাদের ওয়েবসাইট ও অ্যাপে (Jobs Exam Alert) নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং জব'স পাসওয়ার্ড বই টিমের সাথেই থাকুন।     


২০ নভেম্বরের সমাজসেবার বিভিন্ন পদের বাংলা এবং সাধারণ জ্ঞান প্রশ্নে জব'স পাসওয়ার্ড বইয়ের কমন বিশ্লেষণঃ

পদের নাম: ওয়াসার ম্যান/ আয়রন ম্যান/ নার্স/ রেকর্ড কিপার/ ডার্করুম সহকারি/ ফিটার এটেনডেন্ট/বার্তাবাহক/ অফিস সহায়ক

১৫ মার্কের মধ্যে সরাসরি ১২টা প্রশ্ন কমন এসেছে । ৮০% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে ।

বাংলা অংশ সমাধানঃ  

১. এক কথায় প্রকাশ করুন।

ক. যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না। উত্তরঃ অজ্ঞাতকুলশীল (নাই)

খ. বিশ্বজনের হিতকর। উত্তরঃ বিশ্বজনীন(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

গ. যা দমন করা কষ্টকর । উত্তরঃ দুর্দমনীয়(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঘ. যার বিশেষ খ্যাতি আছে। উত্তরঃ বিখ্যাত(নাই)

ঙ.  যা সর্বস্ব হারিয়ে গেছে। উত্তরঃ সর্বহারা/ হৃতসর্বস্ব(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

২. বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন।

ক. আঠারো মাসে বছর উত্তরঃ (দীর্ঘসূত্রিতা) – সাত দিনের মধ্যে সে কিছতেই একাজ সম্পন্ন কতে পারবে না- তার তো আঠার মাসে বছর।(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

খ. অক্কা পাওয়া উত্তরঃ (মারা যাওয়া)- ছেলেটি মাত্র ১০ বছরে অক্কা পেল।(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

গ.  আষাঢ়ে গল্প উত্তরঃ (বানানো কথা/আজগুবি কথা) -সময়মত কাজে আসোনি, তার জন্য আষাঢ়ে গল্প বলার দরকার কি?  (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঘ.  কেঁচে গন্ডুস উত্তরঃ (পুনরায় আরম্ভ) - শুরুতে ভুল করেছো আবার কেঁচে গন্ডূষ করতে হবে(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঙ.  কাঁঠালের আমসত্ত্ব উত্তরঃ (অসম্ভব বস্তু) - তুমি চাকরি পেয়েছো এ যেন কাঁঠালের আমসত্ত্ব।(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

৩. বিভিন্ন কারকে সপ্তমী বা এ  বিভক্তির একটি করে বাক্য লিখুন।

উত্তরঃ

পাগলে কী না বলে(ক্রিয়া কে/ কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কর্তৃকারক।  )-কর্তৃকারক (নিয়মে আছে সরাসরি নাই ।)

গুরুজনে কর নতি-কর্ম কারক(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

টাকায় কীনা হয় – করণ কারক(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

দীনে দয়া কর(‘অন্ধজনে দয়া কর’)  -সম্পাদান কারক(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

পাপে বিরত রও –অপাদান কারক(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

তিলে তৈল আছে-অধিকরণ কারক(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

পদের নাম:  গাড়ী চালক/নিরাপত্তা প্রহরী/ পরিচ্ছন্নতাকর্মী/বাবুর্চি স্থায়ী / বাবুর্চি অস্থায়ী

১০ মার্কের মধ্যে সরাসরি ৯টা প্রশ্ন কমন এসেছে । ৯০% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে ।

বাংলা অংশ সমাধানঃ(জব'স পাসওয়ার্ড বই)

২১. ”আদর্শ ছেলে “ কবিতার কবির নাম কি? উত্তরঃ  কুসুমকুমারী দাশ  (নাই)

২২. ”অমৃত” এর বিপরীত শব্দ কি? উত্তরঃ  গরল (বিষ)(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

২৩. এক কথায় প্রকাশ করুন: ময়ূরের ডাক? উত্তরঃ কেকা(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

২৪. এক কথায় প্রকাশ করুন: হরিণের চামড়া (হরিণের চর্ম ) উত্তরঃ অজিন (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

২৫. গীতাঞ্জলি কাব্যের রচয়িতা কে? উত্তরঃ  রবীন্দ্রনাথ ঠাকুর (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

২৬. গুণবান এর স্ত্রী লিঙ্গ লিঙ্গ লিখুন। উত্তরঃ গুণবতী (এরূপ রূপবান-রূপবতী, শ্রীমান-শ্রীমতি, বুদ্ধিমান-বুদ্ধিমতী)(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

২৭. আধুনিক নাগরিক কবি কাকে বলা হয়? উত্তরঃ  সমর সেন (প্রথম নাগরিক কবি - ভারত চন্দ্র ( রায় গুনাকর) নাগরিক কবি - শামসুর রহমান আধুনিক যুগের নাগরিক কবি - সমর সেন)(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

২৮. ইসলামী রেনেসাঁর কবি কাকে বলা হয়? উত্তরঃ ফররুখ আহমদ(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

২৯. সন্ধি বিচ্ছেদ করুন:  বিদ্যালয় উত্তরঃ  বিদ্যা + আলয়(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

৩০. ”ভিক্ষুককে ভিক্ষা দাও”- কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ সম্প্রদানে ৪র্থী(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)


পদের নামঃ হাউজ প্যারেন্ট কাম টিচার/ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

২০ মার্কের মধ্যে সরাসরি ১৯টা প্রশ্ন কমন এসেছে । ৯৫% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে ।

বাংলা অংশ সমাধানঃ

অর্থসহ বাক্য লিখুন:

ক.আক্কেল সেলামি= উত্তরঃ বোকামির দন্ড (বাজার না বুঝে পিঁয়াজ মজুদ করে আমাকে আক্কেল সেলামি ১ লাখ টাকা দিতে হলো।(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

খ. একাদশে বৃহস্পতি= উত্তরঃ সৌভাগ্যের বিষয় (সুমনের এখন একাদশে বৃহস্পতি যেটা ধরে সেটাই সোনা হয়)  (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

গ. গড্ডালিকা প্রবাহ= উত্তরঃ অন্ধ অনুকরণ (বিত্তের মোহে সমাজের অনেক লোক গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়)(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঘ. জিলাপির প্যাঁচ= উত্তরঃ কুটিল বুদ্ধি (সুমনের মাথায় শুধু জিলাপির প্যাঁচ  ভাল কাজের কোন নাম নাই)(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঙ. গোঁফ খেজুরে=উত্তরঃ নিতান্ত অলস (সুমনের মত গোঁফ খেজুরে লোক খুবই কম আছে)(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

২. এককথায় প্রকাশ করুন:

ক. ইষৎ  আমিষ গন্ধ  যার=উত্তরঃ আঁষটে(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

খ.  যে পুরুষ বিয়ে করেছে= উত্তরঃ কৃতদার(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

গ.   যে মেয়ের বিয়ে হয়নি= উত্তরঃ অনূঢ়া (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঘ.   যে ক্রমাগত রোদন করছে= উত্তরঃ রোরুদ্যমান (নাই)

ঙ.  যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে=(অগ্র পশ্চাৎ বিবেচনা করে না যে ) উত্তরঃ অবিমৃষ্যকারী (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

 

কারক ও বিভক্তি নির্ণয় করুন:

ক. ডাক্তার ডাক।  উত্তরঃ কর্মকারকে শূন্য বিভক্তি (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

খ.  তিলে তৈল আছে। উত্তরঃ অধিকরণে ৭মী বিভক্তি  (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

গ.  বিপদে মোরে করিবে  ত্রাণ এ নহে মোর প্রার্থনা। উত্তরঃ অপাদানে সপ্তমী বিভক্তি (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঘ.  আকাশে চাঁদ উঠেছে। উত্তরঃ অধিকরণে সপ্তমী বিভক্তি  (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঙ.   মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। উত্তরঃ  প্রযোজক কর্তা কারকে শূন্য বিভক্তি (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)


সন্ধি বিচ্ছেদ করুন:

ক. অত্যুক্তি=উত্তরঃ অতি+উক্তি (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

খ.  গবেষণা= উত্তরঃ গো + এষণা (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

গ.   স্বাগত= উত্তরঃ সু + আগত (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঘ.  সংলাপ= উত্তরঃ সম্‌ + লাপ (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঙ.   পদ্ধতি= উত্তরঃ পদ্‌ + হতি (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

সাধারণ জ্ঞানঃ

পদের নাম:  গাড়ী চালক/নিরাপত্তা প্রহরী/ পরিচ্ছন্নতাকর্মী/বাবুর্চি স্থায়ী / বাবুর্চি অস্থায়ী

৯ মার্কের মধ্যে সরাসরি ৮ টা প্রশ্ন কমন এসেছে । ৮৯% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে ।

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ  (জব'স পাসওয়ার্ড বই)  

১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

২. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? উত্তরঃ ৫০ টি(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

৩. বাংলাদেশের শহীদ দিবস কবে? উত্তরঃ ২১ ফেব্রুয়ারি  (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

৪. বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? উত্তরঃ চট্টগ্রাম বিভাগ (চট্টগ্রাম বিভাগের আয়তন ৩৩,৭৭১ বর্গ. কিমি)(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

৫. মুজিবনগর সরকার কবে গঠিত হয়? উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

৬. জাতিসংঘের Champion of the Earth খেতাবপ্রাপ্ত কে? উত্তরঃ শেখ হাসিনা (২০১৫ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বোচ্চ পুরস্কার 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' খেতাবে ভূষিত হন শেখ হাসিনা)(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

৭. মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? উত্তরঃ জো বাইডেন (Joseph Robinette Biden Jr. হলেন আমেরিকার ৪৬ প্রেসিডেন্ট) (সাম্প্রতিক এইটা)

৮. বাংলাদেশের জাতীয় কবির নাম কি? উত্তরঃ কাজী নজরুল ইসলাম(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

৯. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তরঃ সৈয়দ মাইনুল হোসেন(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

১০. সব কটা জানালা খুলে দাও না” গানটির গীতিকার কে? উত্তরঃ নজরুল ইসলাম বাবু (নাই)


পদের নামঃ হাউজ প্যারেন্ট কাম টিচার/ সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর  

৪ মার্কের মধ্যে সরাসরি ৩ টা প্রশ্ন কমন এসেছে । ৮০% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে ।

১৩. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন।

ক. ”যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।” উক্তিটি কার?

উত্তরঃ কবি অন্নদাশঙ্কর রায় (১৯০৪-২০০২)

খ. একুশে ফেব্রুয়ারি কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে?  উত্তরঃ ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর (জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

গ. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরঙ্গনা উপাধি প্রাপ্ত হন কতজন নারী? উত্তরঃ ৩৩৯ জন (সাম্প্রতিক নতুন  গেজেট প্রকাশ)

ঘ. জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? উত্তরঃ জহির রায়হান(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঙ. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী এর উদ্দেশ্য কি ছিল? উত্তরঃ  ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান (১৯৭৩ সালে)(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

পদের নাম: ওয়াসার ম্যান/ আয়রন ম্যান/ নার্স/ রেকর্ড কিপার/ ডার্করুম সহকারি/ ফিটার এটেনডেন্ট/বার্তাবাহক/ অফিস সহায়ক

৫ মার্কের মধ্যে সরাসরি ৪ টা প্রশ্ন কমন এসেছে । ৮০% কমন জব'স পাসওয়ার্ড বই থেকে ।

ক. মুজিবনগর সরকার কবে গঠিত হয় এবং কবে শপথ গ্রহণ করে? উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ এবং ১৭ এপ্রিল ১৯৭১(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

খ.  মাননীয় প্রধানমন্ত্রী কি কি পুরস্কার লাভ করেছেন? (নাই)

গ.  বাংলাদেশে বিভাগের সংখ্যা কত এবং কি কি? উত্তরঃ বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসাবে অভিহিত করা হয়।(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঘ.  বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয় ধরনের বীরত্বপূর্ণ খেতাব দেয়া হয়, লিখুন? উত্তরঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ৪  ধরনের বীরত্বপূর্ণ খেতাব দেয়া হয়। যথাঃ(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ঙ. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ জাতিসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর  নিউইয়র্ক এ অবস্থিত।(জব'স পাসওয়ার্ড বইয়ে আছে)

ইংরেজি ও গণিত আগামীকাল দেওয়া হবে যদিও এই গুলো সরাসরি কোন প্রশ্ন না হয়ে নিয়মের মধ্যে হয়ে থাকে।

চাকরির প্রস্তুতিকে আরো গতিশীল করতে জব'স পাসওয়ার্ড বইটি সংগ্রহ করুন আপনার জেলা শহর  থেকে।

বইটি কেন ব্যতিক্রম? 

  • জব’স পাসওয়ার্ড  বইয়ে সকল বিষয়ের (বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান ও কম্পিউটার) প্রয়োজনীয় সকল তথ্য সংযোজন করা হয়েছে।   
  • জব’স পাসওয়ার্ড বই পড়েই প্রায় সকল সরকারি চাকরির প্রস্তুতি সম্ভব।   
  • পড়ার বিশেষ কৌশল উপস্থাপন এবং সহজ বিশ্লেষণ ও আলোচনা। 
  • রিভিশন কৌশল আলাদা (অনেক কম সময়ে রিভিশন করা সম্ভব)। 
  • প্রতিটা অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয়েছে। 
  • প্রতিটা অধ্যায়ের উপরে গবেষণা করে পরীক্ষায় আসার মত সকল প্রশ্ন সংযোজন করা হয়েছে। 
  • বইটি পড়ে শেষ করার জন্য রুটিন এবং প্রতিদিনের পরীক্ষার ব্যবস্থা। 
  • অনলাইনে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট, প্র্যাকটিস টেস্ট ও ডেইলি টেস্টের ব্যবস্থা করা হয়েছে।  

বইটির ডেমোঃhttps://drive.google.com/file/d/11u9P4tsH25kCkY-JBOacHikQuQXbW_jp/view?usp=sharing

৯০ দিনের পরীক্ষার রুটিনঃ  https://drive.google.com/file/d/1zCbwfZ8bUVlRcMUuanx9AUhseKMhBWjq/view?usp=sharing