পদের নাম: ওয়াসার ম্যান/ আয়রন ম্যান/ নার্স/ রেকর্ড কিপার/ ডার্করুম সহকারি/ ফিটার এটেনডেন্ট/বার্তাবাহক/ অফিস সহায়ক
বাংলা অংশ সমাধানঃ
১. এক কথায় প্রকাশ করুন।
ক. যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না। উত্তরঃ অজ্ঞাতকুলশীল
খ. বিশ্বজনের হিতকর। উত্তরঃ বিশ্বজনীন
গ. যা দমন করা কষ্টকর । উত্তরঃ দুর্দমনীয়
ঘ. যার বিশেষ খ্যাতি আছে। উত্তরঃ বিখ্যাত
ঙ. যা সর্বস্ব হারিয়ে গেছে। উত্তরঃ সর্বহারা/ হৃতসর্বস্ব
২. বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন।
ক. আঠারো মাসে বছর উত্তরঃ (দীর্ঘসূত্রিতা) – সাত দিনের মধ্যে সে কিছতেই একাজ সম্পন্ন কতে পারবে না- তার তো আঠার মাসে বছর।
খ. অক্কা পাওয়া উত্তরঃ (মারা যাওয়া)- ছেলেটি মাত্র ১০ বছরে অক্কা পেল।
গ. আষাঢ়ে গল্প উত্তরঃ (বানানো কথা/আজগুবি কথা) -সময়মত কাজে আসোনি, তার জন্য আষাঢ়ে গল্প বলার দরকার কি?
ঘ. কেঁচে গন্ডুস উত্তরঃ (পুনরায় আরম্ভ) - শুরুতে ভুল করেছো আবার কেঁচে গন্ডূষ করতে হবে
ঙ. কাঁঠালের আমসত্ত্ব উত্তরঃ (অসম্ভব বস্তু) - তুমি চাকরি পেয়েছো এ যেন কাঁঠালের আমসত্ত্ব।
৩. বিভিন্ন কারকে সপ্তমী বা এ বিভক্তির একটি করে বাক্য লিখুন।
উত্তরঃ
পাগলে কী না বলে -কর্তৃকারক
গুরুজনে কর নতি-কর্ম কারক
টাকায় কীনা হয় – করণ কারক
দীনে দয়া কর -সম্পাদান কারক
পাপে বিরত রও –অপাদান কারক
তিলে তৈল আছে-অধিকরণ কারক
ইংরেজি অংশ সমাধানঃ
৪. বাংলা অনুবাদ করুন:
a) It has been raining since morning. উত্তরঃ সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
b) I was a football player in my boyhood. উত্তরঃ আমি শৈশবে একজন ফুটবল খেলোয়াড় ছিল
c) He comes here every now and then. উত্তরঃ তিনি এখানে মাঝেমাঝে আসেন।
d) I like bread with butter. উত্তরঃ আমি মাখনের সাথে রুটি পছন্দ করি/ আমি মাখন দিয়ে রুটি খেতে পছন্দ করি।
e) Natore is 30 miles from Rajshahi. উত্তরঃ নাটোর রাজশাহী থেকে ৩০ মাইলে দূরে অবস্থিত।
৫. Fill in the blanks with appropriate preposition.
a) We started------- Dhaka. উত্তরঃ for
b) He saw me-------- lunch. উত্তরঃ at
c) Soap is made------ coconut oil. উত্তরঃ from
d) It has been raining----- two hours. উত্তরঃ for
e) She quarreled---- her mother. উত্তরঃ with
৬. Make sentences with the following
a) hard and fast উত্তরঃ (ধরাবাঁধা) - There is no hard and fast rules to admit to this school.
d) part and parcel উত্তরঃ (অবিচ্ছেদ্য অংশ)- Quaran is our part and parcel in our life.
গণিত অংশ সমাধানঃ
৭. ক, খ, গ এর মধ্য ২৬০ টাকা এরুপে ভাগ করে দিন যেন ক এর অংশের ২ গুন, খ এর অংশের ৩ গুণ এবং গ এর অংশের ৪ গুণ পরস্পর সমান হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করুন?
উত্তরঃ
ক এর অংশ = 120 টাকা।
খ এর অংশ = 80 টাকা।
গ এর অংশ = 60 টাকা।
৮. x-y=10 এবং xy=30 হলে x^3-y^3 এ মান নির্ণয় করুন।
উত্তরঃ 1900
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৯. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন।
ক. মুজিবনগর সরকার কবে গঠিত হয় এবং কবে শপথ গ্রহণ করে? উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ এবং ১৭ এপ্রিল ১৯৭১
খ. মাননীয় প্রধানমন্ত্রী কি কি পুরস্কার লাভ করেছেন?
উত্তরঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উল্লেখযোগ্য পুরষ্কার নিচে তুলে ধরা হলোঃ
১. চ্যাম্পিয়ন অব স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কার
২. ভ্যাকসিন হিরো’ পুরস্কার
৩. ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯
৪. আইপিএস ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
৫. স্পেশাল ডিসটিংশন অ্যাওয়ার্ড ফর লিডারশিপ অ্যাওয়ার্ড
৬. লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড
৭. গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড
৮. হুপে-বোয়ানি’ শান্তি পুরস্কার
৯. ‘ট্রি অব পিস’
১০. চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার
এখন পর্যন্ত প্রায় ৩৯ টি পুরষ্কার পেয়েছে।
গ. বাংলাদেশে বিভাগের সংখ্যা কত এবং কি কি? উত্তরঃ বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসাবে অভিহিত করা হয়।
বাংলাদেশের বিভাগ বিভাগ বিভাগসমূহের তালিকাঃ
১. ঢাকা বিভাগ
২. চট্টগ্রাম বিভাগ
৩. রাজশাহী বিভাগ
৪. খুলনা বিভাগ
৫. বরিশাল বিভাগ
৬. সিলেট বিভাগ
৭. রংপুর বিভাগ
৮. ময়মনসিংহ বিভাগ
ঘ. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয় ধরনের বীরত্বপূর্ণ খেতাব দেয়া হয়, লিখুন? উত্তরঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ৪ ধরনের বীরত্বপূর্ণ খেতাব দেয়া হয়। যথাঃ
১. বীরশ্রেষ্ঠ (৭ জন)
২. বীর উত্তম (৬৯ জন)
৩. বীর বিক্রম (১৭৫ জন)
৪. বীর প্রতীক (৪২৬ জন)
ঙ. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জাতিসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউইয়র্ক এ অবস্থিত।
চাকরির প্রস্তুতিকে আরো গতিশীল করতে জব'স পাসওয়ার্ড বইটি সংগ্রহ করুন আপনার জেলা শহর থেকে।
বইটি কেন ব্যতিক্রম?
বইটির ডেমোঃhttps://drive.google.com/file/d/11u9P4tsH25kCkY-JBOacHikQuQXbW_jp/view?usp=sharing
৯০ দিনের পরীক্ষার রুটিনঃ https://drive.google.com/file/d/1zCbwfZ8bUVlRcMUuanx9AUhseKMhBWjq/view?usp=sharing