মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাকরিরর পরীক্ষার প্রশ্ন ও সমাধান

পদের নামঃ অফিস সহায়ক

সম্পূর্ণ সমাধান এর কাজ চলিতেছে, সমাধান পেতে আমাদের সাথে থাকুন

বাংলা অংশ সমাধান

1.’’মুখচোরা’’ বাগধারার অর্থ কি-লাজুক


2.কোনটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ-বসুধা


3.  ঔদ্ধত্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি- বিনয়


4.যা কষ্টে লাভ করা যায় এক কথায় কি হবে

-দুর্লভ

5. কোনটি শুদ্ধ বানান-আনুষঙ্গিক


6. চাতুর্য শব্দের বিশেষণ কোনটি-চতুর


7.  নিত্য পুরুষবাচক শব্দ কোনটি-কবিরাজ


8. যে নারীর স্বামী ও পুত্র নেই- এককথায় কি হবে- অবীরা


9. দরজা কোন ভাষা থেকে আগত শব্দ-ফারসি


10. শুদ্ধ বানান কোনটি-সমীচীন


11.স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে-শামসুর রাহমান


12. বিষাদ সিন্ধু একটি-উপন্যাস


13. কোনটি বাগধারা বুঝায়- শিরে সংক্রান্তি


14. ’’বাঁশি বাজে ঐ মধুর লগনে’’ এটি কোন বাচ্য-কর্মকর্তৃবাচ্য