প্রথমেই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য । আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে রেজাল্ট দেখেই বুঝা যাচ্ছে । তবে প্রশ্নের মান কঠিন হওয়ায় অনেকেই হয়তো খারাপ ভাবে নিচ্ছেন । তবে আমাদের উদ্দেশ্য অধ্যায় ভিত্তিক পড়াশোনা ।আমরা দিনে নির্দিষ্ট  টপিকের উপরে পরীক্ষা দিচ্ছি তার পরেও যদি এতো ভুল করি , তাহলে যখন সকল বিষয়ে আমরা পরীক্ষা দিবো তখন কত ভুল হবে?  প্রশ্নের মান উন্নত করার মূল কারণ প্রতিদিনের পড়াকে যাতে আরো সিরিয়াসলি নিতে পারি । আপনি যদি পরীক্ষায় ৬০ এর মধ্যে ৬০পান তাহলে কিন্তু আপনার বেশি পড়ার ইচ্ছে হবে না। যখন আপনি কম মার্ক পাবেন, তখন আপনার পড়ার ইচ্ছে আরো বেশি  হবে । এতো জটিল প্রশ্নেও অনেকেই ৬০+ মার্ক পেয়েছেন  চিন্তা করুন তারা কত পড়াশোনা করেছেন  । আর সবচেয়ে বড় কথা অনেক জটিল প্রশ্নের উত্তর জানা হচ্ছে । আর বেশি ভাগ জটিল প্রশ্ন আমাদের জানা টপিকের মধ্যে থেকেই দেওয়া হচ্ছে , আর সব প্রশ্নই পরীক্ষায় আসার মত । আবারও বলতে চাই আমাদের উদ্দেশ্য আপনাকে ফেল করানো না । আমাদের উদ্দেশ্য আপনি প্রতিদিনের পড়াকে যেন আরো সিরিয়াসলি নিয়ে এমন ভাবে পড়েন যেন,  সেই অধ্যায়ের যে কোন প্রশ্ন আসলে আপনি ১০০% উত্তর দিতে পারেন । বিসিএস পরীক্ষায়ও সিলেবাসের মধ্যেই প্রশ্ন হয়ে থাকে তারপরেও দেখা যায় ৬০-৭০% প্রশ্নই নতুন এবং  কার্ট মার্ক ১০০-১২০ থাকে।এখান থেকেই আমরা শিক্ষা নিয়ে বিসিএস  প্যাটানে প্রশ্ন করার চেষ্টা করতেছি। যাতে আপনারা একটা নিদিষ্ট টপিকের সকল প্রশ্নের উত্তর করতে পারেন এবং টপিক বিষয়ে স্পষ্ট ধারণা থাকে । এতে আপনি বিসিএস পরীক্ষায়  সিলেবাসের মধ্যে যে প্রশ্নই  পরীক্ষায় আসুক না কেন, আপনি উত্তর করে আসতে পারেন। 

তাই যারা প্রকৃত বিসিএস পরীক্ষার্থী তাদের উচিৎ নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করা ।আর পরীক্ষাকে প্রতিযোগিতা হিসেবে নেওয়া । আপনারা যারা এখনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন না , তারা দ্রুত অংশগ্রহণ করুন । তা হলে দেখতে পাবেন আপনার পড়ার গতি  বাড়বে সাথেই প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে যাচাই করার সুযোগ পাবেন । 

অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিবেন কি ভাবে?  দেখুন ভিডিওতেঃ

  

গতকালের পরীক্ষার  কিছু  প্রশ্নের ব্যাখ্যাঃ

১। বর্তমানে বিশ্বের দ্রুততম কম্পিউটার তৈরি করে - জাপান 

ব্যাখ্যাঃ গত ২২/০৭/২০২০ তারিখের পরীক্ষায় প্রশ্নের উত্তর আমাদের ভুলছিল । বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল সুপার কম্পিউটার জাপানের ফুকাগুর কম্পিউটার । ২য় সামিট(USA) , ৩য় চীনের (সানওয়ে তাইহু লাইট ) ।  

২। ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?-POP3

যদি বলা হয় ইমেইল প্রদানের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত ইন্টারনেট প্রটোকল-SMTP 

৩। অভ্র কী-বোর্ড এই প্রশ্নেও বেশি ভাগ ভুল করেছেন । অভ্র কী-বোর্ড  একটা গুরুত্বপূর্ণ বিষয় যা বাংলাদেশে অনেক জনপ্রিয় । এই বিষয়ে বিস্তারিত জানা উচিৎ । অভ্রতে অন্তর্ভুক্ত বাংলা লেআউট কোনটি -

ব্যাখ্যাঃ লেআউট সমূহঃ

  • প্রভাত
  • মুনির অপটিমা
  • অভ্র ইজি (ওমিক্রন ল্যাব প্রকাশিত সহজ একটি লেআউট)
  • বর্ণনা
  • জাতীয়

**** ইউনিবজয় লেআউটের জন্য মোস্তাফা জব্বার কপিরাইট অফিসে অভিযোগ করেছিল । পরে এই লেআউট বাদ দেওয়া হয়েছে  । 

৪। দেশের ২৪তম স্থলবন্দর কোথায় অবস্তিত-ভোলাগঞ্জ

ব্যাখ্যাঃ  এইটাই সর্বশেষ স্থলবন্দর । 

৫। বর্তমানে বাংলাদেশে নদী বন্দর আছে-৩৪টি

ব্যাখাঃ সর্বশেষ মিরসরাই-রাসমনি নদীবন্দর (চট্টগ্রাম) . সূত্রঃ নৌ পরিবহন মন্ত্রণালয় 

গতকালের পরীক্ষার টপ ৪৩ পরীক্ষার্থীর ফলাফলঃ

#NameRightWrongResults
1Abd Mamin891183.5
2Abdullah Bin Muhammad Firdaush Hasan851577.5
3Mahabubur rahman841477
4Apu811673
5Arpon Bhattacharjee761270
6Sakib al Hasan781968.5
7Md.Delwar Husain72868
8Nazmul Hasan721564.5
9Zohir Uddin671062
10Ayesha Siddika681461
11Md. Faizul Islam691661
12NIR♦♦712160.5
13srizon zaman691860
14Sudiptee chowdhury64959.5
15Md. Jahirul Haque691959.5
16Nipa Roy631058
17MD:FEROZ -AL- MAHAMUD702458
18Asif Jival712857
19Md.Rasel Mia661956.5
20Pinky akhter662056
21Chinmoy641755.5
22Md. Mostakim Chowdhury651955.5
23Habib641755.5
24Md. Nurunnabi Islam631655
25Nusrat Bijoya631655
26FAISAL AHAMNED BHUIYAN641855
27Zulfikar Ali Akash652055
28SHOMPA631754.5
29Zahid631854
30imran hossain631854
31Forhad islam672654
32Md.Abdul Khaleque611454
33Nazmul Islam Rakib642054
34Mst.Humaira631953.5
35MEHEDI HASSAN601453
36MD MIRAJ MIA581053
37MD SHAH JAMAL KABIR591352.5
38Koly Akther581152.5
39Motiar Rahman611852
40Muhammad Shahariar Shajol622052
41Mahbuba Khanom612150.5
42Pritish Mondal571450
43SSS591850