Special Daily Exam এর প্রশ্নের মান গতকাল থেকে উন্নত করে হয়েছে । আগের মত আর Special Daily Exam শুধু বিগত সালের প্রশ্ন থেকে পরীক্ষা নেওয়া হবে না । প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে পরীক্ষা নেওয়া হবে। আমরা চাই ৪১তম বিসিএসের MCQ পরীক্ষায় আমাদের Jobs Exam Alert app থেকে অধিক শিক্ষার্থী টিকতে পারে।
প্রশ্নের মান সংক্রান্ত ব্যাখ্যাঃ প্রতিদিনের পড়াকে আরো প্রতিযোগীতামূলক করার জন্য আমরা প্রশ্নের মান উন্নত করেছি । বিসিএস পরীক্ষার্থীকে প্রতিটা অধ্যায় এমন ভাবে পড়তে হবে , যেন সেই অধ্যায় থেকে যেকোন প্রশ্ন হলে উত্তর দিতে পারে । Special Daily Exam এখন থেকে এমন প্রশ্নে পরীক্ষা হবে । যাতে খুব সহজে অধ্যায় ভিত্তিক দূর্বলতা আপনারা ধরতে পারেন। আর প্রতিটা অধ্যায়ের যে প্রশ্ন গুলো জটিল এবং বেশি ভাগ পরীক্ষার্থীর অজানা এবং বিসিএস পরীক্ষায় আসার মত প্রশ্নেই পরীক্ষা নেওয়া হবে । প্রতিটা বিসিএস পরীক্ষায় এই ধরণের প্রশ্ন সব চেয়ে বেশি হয়ে থাকে। তাই যারা প্রকৃত বিসিএস পরীক্ষার্থী তাদের উচিৎ হবে আরো বেশি জানা।
বিসিএস পরীক্ষার জন্য কি প্রয়োজন? বিসিএস পরীক্ষার প্রশ্নে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন জনপ্রিয় কোন বিষয় যা সবার জানা, তার মধ্যে থেকেই জটিল প্রশ্ন হয়ে থাকে । আমরা শুধু জনপ্রিয় সেই বিষয়টা জানি কিন্তু বিস্তারিত না জানার জন্য আমরা পরীক্ষায় উত্তর দিতে পারি না। যারা প্রকৃত বিসিএস পরীক্ষার্থী তাদের এই বিষয় আরো ভালভাবে জানা উচিৎ । শুধু পরীক্ষায় পাশের জন্য পড়তে চাইলে বেশি দূর যেতে পারবেন না , কারণ বিসিএস পরীক্ষায় ধাপ অনেক । প্রতিটা ধাপে প্রতিযোগীতা করেই পার হতে হবে। আর আপনার সময় দিতে হবে কম করে হলেও ২ বছর , তাই পড়াশোনা সিরিয়াসলি নিতে হবে ।
যেমনঃ তিনবিঘা করিডোর , স্থলসীমান্ত চুক্তি ১৯৭৪ এই বিষয় গুলো সবার জানা , এমন কি সবাই কোন না কোন সময় এই বিষয় পড়াশোনা করেছে কিন্তু এখানে আরো বিস্তারিত তথ্য আছে এইটা ৮০% এর অজানা ।
কেন Special Daily Exam দিবেন? আমরা কোন বিষয় যখন পড়াশোনা করি তখন আমাদের কাছে মনে হয় এই বিষয়ে এমন কোন প্রশ্ন নাই আমি পারবো না । এমন কি অনেক সময় বেশি পড়ার পরে আমাদের মনে হতে পারে আমার থেকে বেশি কেউ জানে না । নিজে নিজে এমন ভেবে অথবা একা একা পড়াশোনা করে যদি নিজেকে যাচাই করতেই না পারেন , তাহলে কি ভাবে বুঝবেন আপনার পড়া ঠিক আছে কি না। বিসিএস পরীক্ষার আগেই আপনার প্রতিযোগিদের সাথে যদি প্রতিদিন প্রতিযোগিতা করেন, তাহলে নিজের পড়ার অবস্থান খুব সহজে বুঝতে পারবেন । আপনারা যারা এখনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি , দ্রুত শুরু করুন ।এখানে পরীক্ষা দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ,কলেজের , জেলার অথবা গ্রামের মেধাবী শিক্ষার্থীরা এখানে যদি আপনি প্রতিযোগিতায় টিকতে পারেন তা হলে বিসিএস পরীক্ষায় ও সহজে টিকতে পারবেন । আমাদের লক্ষ্য প্রতিযোগিতাকে আরো উন্নত করা ।
কি ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ? দেখুন ভিডিওঃ
বিসিএস কঠিন প্রশ্নের কাট মার্ক অনুযায়ী গতকাল পাশ করেছেঃ
# | Name | Right | Wrong | Results |
---|---|---|---|---|
1 | Zafor Iqbal | 56 | 4 | 54 |
2 | Abd Mamin | 52 | 4 | 50 |
3 | Shofikul sobuj | 47 | 9 | 42.5 |
4 | Md. Mohsin Hasan | 46 | 11 | 40.5 |
5 | Apu | 44 | 8 | 40 |
6 | Abdullah Bin Muhammad Firdaush Hasan | 43 | 7 | 39.5 |
7 | MD MIRAJ MIA | 45 | 12 | 39 |
8 | MOBAROK HOSSAIN | 44 | 11 | 38.5 |
9 | Akter Hamid | 42 | 9 | 37.5 |
10 | Arpon Bhattacharjee | 41 | 8 | 37 |
11 | Israt Jahan | 40 | 8 | 36 |
12 | Md.Abdul Khaleque | 40 | 8 | 36 |
13 | Md. Mostakim Chowdhury | 40 | 9 | 35.5 |
14 | Md.Shadee Abdullah | 42 | 14 | 35 |
15 | Pritish Mondal | 36 | 3 | 34.5 |
16 | Kabir | 42 | 15 | 34.5 |
17 | FAISAL AHAMNED BHUIYAN | 37 | 8 | 33 |
18 | Forhad islam | 40 | 15 | 32.5 |
19 | MD. ASHRAFUL ISLAM | 39 | 13 | 32.5 |
20 | Sharmin Zahan | 36 | 7 | 32.5 |
21 | Nipa Roy | 36 | 9 | 31.5 |
22 | Motiar Rahman | 36 | 10 | 31 |
23 | Md. Jahirul Haque | 35 | 8 | 31 |
24 | MD. ABU BAKKAR SIDDIQUE | 36 | 12 | 30 |
25 | BOLAKA | 34 | 8 | 30 |
26 | MOHAMMAD SABBIRUL ISLAM | 35 | 10 | 30 |
27 | MD SHOVON | 33 | 7 | 29.5 |
28 | Nur Mohammad Nobin | 35 | 12 | 29 |
29 | Masum Khan | 33 | 8 | 29 |
30 | Abdur Rahman Ripon | 35 | 12 | 29 |
31 | Uttam kumar mondal | 32 | 7 | 28.5 |
32 | Naima Tasnim | 39 | 21 | 28.5 |
33 | zohirul Islam | 37 | 17 | 28.5 |
34 | SHOMPA | 33 | 9 | 28.5 |
35 | Monir Hussion | 32 | 7 | 28.5 |
36 | S.Srabon | 36 | 16 | 28 |
37 | Koly Akther | 32 | 9 | 27.5 |
38 | Md Jahirul Islam | 33 | 11 | 27.5 |
39 | MD. IMTIAZ UDDIN | 33 | 11 | 27.5 |
40 | Shameem ahmmed | 33 | 12 | 27 |
41 | shariful islam | 32 | 10 | 27 |
গতকালের পরীক্ষার প্রশ্ন ও উত্তরঃ