প্রথমেই সবার কাছে ক্ষমা প্রার্থী আমাদের ব্যাখ্যায় ভুল হওয়ার জন্য । সেই সাথে ধন্যবাদ জানাই রনি ও ফাইজুল কবির ভাই  কে । আমাদের ভুল ধরে দেওয়ার জন্য । 

আমরা তিনিটা বিষয়ে কথা বলেছি কিন্তু একটা বিষয় আমাদের দৃষ্টিতে আসে নাই। আর বিশেষ করে আমরা অতীতের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ব্যাখ্যা দেওয়ায়  আমাদের ব্যাখ্যায় ভুল হয়েছে । বর্তমানের নিয়োগ বিজ্ঞপ্তিতে ১নং পদ দেখার পরে আমরা আমাদের ব্যাখ্যার ভুল ধরতে পারেছি । অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী । 

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদের শিক্ষাগত যোগ্যতার সাথে বিষয় উল্লেখ আছে সেইটা বিষয় বুঝিয়েছে । (১ নং  পদে বিষয়েই অনার্স পাশ অথবা সমমানের যোগ্যতা থাকতে হবে ।  ২. পরিসংখ্যান সহকারী-১৩১  ৩.জুনিয়র পরিসংখ্যান সহকারী-১৪২ নং পদে  পরিসংখ্যান , অর্থনীতি ও গণিতসহ  দ্বারা বুঝিয়েছে । এই পদগুলোতে সবাই আবেদন করতে পারবেন , তবে অনার্স বা সমমানের কোর্সে এই বিষয়ের যে কোন একটা পড়তে হবে ।  এককথায় অনার্সের ৪ বছরের পড়ার সময় যদি আপনি এই তিনটির (পরিসংখ্যান , অর্থনীতি ও গণিত)  যে কোন একটা পড়ে থাকেন আপনি আবেদন করতে পারবেন ।

সবাইকে অসংখ্যা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।