১. The intellectual cannot live — the margins of society. -beyond
২. Correct the sentence: She disliked to be questioned that how old she was.
৩. He said to me, ”who are you and what do you want here now” indirect speech- He asked me who I am and what I want there then.
৪. Would that I could fly in the sky (Make it assertive)- I wish I could fly in the sky.
৫. আনিস ছাড়া আর কেউ ঘরে প্রবেশ করেনি এর অনুবাদ- None but Anis enter into the room.
৬. দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল এর ইংরেজি অনুবাদ -Better an empty house than a bad tenant.
৭. Who is the writer of crime and punishment- Fyodor Dostoyevsky
৮. Who is the father of English poetry- Geoffrey Chaucer
৯. Comparative and superlative degree of fore- Ans: Fore (Positive), Further (Comparative), Foremost, First, Furthest (Superlative) And Comparative and superlative degree of in- inner and innest.
১০. Who is calling me passive voice- By whom am I being called
১১. Die in harness এর বাংলা অনুবাদ- কর্মরত অবস্থায় মারা যাওয়া
১২. Embroiled synonym- involve, entangle, ensnare
১৩. Supercilious antonym- humble, modest
১৪. Opposite number of Oasis- Oases and opposite number of vertex- vertices
১৫. feminine gender of bullock and signor- Cow and Signor
১৬. কবিতায় আর কি লিখব? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ।” উল্লেখিত কবিতাংশটি কোন কবিতার অংশ ও কবির নাম কি? – শহীদ স্মরণে ও মোহাম্মদ মনিরুজ্জামান
১৭. সুরঙ্গ ও মাফিয়া কোন ভাষার শব্দ- গ্রিক ও ইতালি শব্দ
১৮. নদ্যুপকন্ঠ এর সন্ধি বিচ্ছেদ- নদ্যুপকন্ঠ- নদী + উপকন্ঠ, ‘বসুন্ধরা’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো- বসুম+ধরা
১৯. ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়- বিপত্নীক – বিগত পত্নী যার — বহুব্রীহি , উড়োজাহাজ- উড়ে যে জাহাজ- কর্মধারয়
২০. কারক ও বিভক্তি নির্ণয় করুন- ঘোড়ায় চড়িয়া মর্দ, হাঁটিয়া চলিল। — অধিকরণে সপ্তমী
২১. বাক্য সংকোচন করুন- সবকিছু সহ্য করে যে- সর্বংসহ, যিনি ভুত, ভবিষ্যৎ ও বর্তমান কালের বৃত্তান্ত জানেন- ত্রিকালজ্ঞ
২২. বাগধারার অর্থ লিখুন-ষোল কড়াই কানা= সম্পূর্ণ বিনষ্ট, শিরে সংক্রান্তি – আসন্ন বিপদ
২৩. চিত্রগুপ্ত কোন কবির ছদ্মনাম- সতীনাথ ভাদুড়ী
২৪. নিষিদ্ধ লোবান এর উপজীব্য ও রচিয়তা কে? – বিলকিস নামের এক নারীর আবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে দেখা। লেখকঃ সৈয়দ শামসুল হক
২৫. জয় বাংলা বাংলার জয় গানটির রচিয়তা ও সুরকার কে?- কথাঃ গাজী মাজহারুল আনোয়ার সুরঃ আনোয়ার পারভেজ
২৬. 1^2+2^2+3^2+…+40^2=? কত? উত্তরঃ ২২১৪০
২৭. a3-21a-20 রাশিটির উৎপাদক-(a+1) ((a+4)(a-5)
২৮. 3.2^x – 4.2^x-2=কত? উত্তরঃ 2^x+1
২৯. প্রবৃদ্ধ কোণ কি- দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। অর্থাৎ 360 > x > 180 হলে x একটি প্রবৃদ্ধ কোণ।
৩০. একজন ব্যক্তি ৭.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো, তাহলে তার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রমূল্য কত? উত্তর- ২০০ টাকা
৩১. এক ব্যক্তির মাসিক বেতন 2x^2-1 টাকা হলে তার x-3 মাসের বেতন কত?- 2x^3-6x^2-x+3
৩২. দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ৬ এবং এদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা দুটির যোগফল হবে- উত্তর- ১৮
৩৩. একটি সমবাহু ত্রিভু্জের প্রত্যক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমাবাহু ত্রিভু্জের ক্ষেত্রফল কত? উত্তর- √3
৩৪. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য অনুপাত হবে? উত্তর- ৪ঃ১
৩৫. দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত ৩ঃ২ হলে তাদের আয়তনের অনুপাত কত হবে?- উত্তরঃ ৯ঃ৪
৩৬. একটি ঘুড়ি ভূমি থেকে ৫৫ মিটার ওপর উড়ছে, যার সুতা ভুমির সঙ্গে ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। সুতার দৈর্ঘ্য কত? উত্তর- ৬৩.৫ মিটার
৩৭. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? উত্তরঃ ৯ গুণ
৩৮. ৮৪০, ১২০, ২০, ৪, ১ (?) জিজ্ঞাসা (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? উত্তরঃ ১/৩
৩৯. ৪% লবণ রয়েছে এমন ৬ লিটার সমুদ্রজল থেকে ১ লিটার পানি বাষ্পীভূত করলে তার লবণাক্তক কত শতাংশ হবে? উত্তরঃ ৪.৮%
৪০. ১ কাঠা কত বর্গমিটার- উত্তরঃ . ১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার, ১ শতক সমান কত বর্গফুট? উত্তরঃ ১ শতক = ৪৩৫.৬০ বর্গফুট
৪১. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? উত্তরঃ রেনিন
৪২. সূর্য পৃষ্ঠের উত্তাপ কত ডিগ্রি ফারেনহাইট-২০২৮০০ ডিগ্রি ফারেনহাইট।
৪৩. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়- ৬ ঘণ্টা ১৩ মিনিট
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
৪৪. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত- ১৮ ইঞ্চি (প্রায়)
৪৫. আঙ্গুরে কোন এসিড পাওয়া যায়- টারটারিক এসিড
৪৬. কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে- ভিটামিন কে (K)
৪৭. নিউক্লিয়াসে অবস্থিত চার্জ নিরপেক্ষ নিউট্রন আবিষ্কার করেন কে ও কত সালে- জেমস্ চ্যাডউইক, ১৯৩২ সালে
৪৮. ফাইলেরিয়া রোগের বাহক – কিউলেক্স মশা
৪৯. গাছের পাতা ফুল ও ফল ঝরে যায় কিসের অভাবে- ফসফরাসের (ফসফেট)
৫০. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি- ফ্যাদোমিটার
৫১. ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে ? উত্তরঃ ৭ নং
৫২. মুক্তিযুদ্ধের সময় গঠিত ১০ নং সেক্টর কোন এলাকা নিয়ে গঠিত?-কোনো আঞ্চলিক সীমানা নেই। ৫১৫ জন নৌবাহিনীর কমান্ডো অধীনস্হ। শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে পাঠানো হত।
৫৩. এলিফ্যান্ট পয়েন্ট কোন জেলায় অবস্থিত- কক্সবাজার জেলায়
৫৪. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়- ১০ এপ্রিল, ১৯৭১
৫৫. সোনার বাংলা ভাস্কর্যের স্থপতি কে ও কোথায় অবস্থিত- শ্যামল চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহ।
৫৬. লাওস এর রাজধানী ও মুদ্রার নাম কি- ভিয়েনতিয়েন, লাওকিপ
৫৭. ডোভার প্রণালী যুক্তরাজ্যের সাথে ফ্রান্সকে সংযুক্ত করেছে আর ইংলিশ চ্যানেল ও উত্তর মহাসাগরকে সংযোগ করেছে।
৫৮. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর ফাইনাল খেলা যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়- লুঝনিকি স্টেডিয়াম, মস্কো, রাশিয়া।
৫৯. ডেনমার্কের পার্লামেন্টের ও জাতীয় প্রতীক এর নাম কি- ফোকেটিং ও সমুদ্র সৈকত
৬০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশী বীর প্রতীক কে ও কোন দেশের অধিবাসী- উইলিয়াম এ এস ঔডারল্যান্ড, হল্যান্ড ।