বিসিএস পরীক্ষার জন্য গ্রুত্বপূর্ণ একটা অধ্যায় । প্রতিটা বিসিএস পরীক্ষায় ২-৫টা প্রশ্ন হয়েছে এই অধ্যায় থেকে কম্পিউটার বিষয়ে মোট মার্ক ১০ এর মধ্যে এই অধ্যায় থেকেই ২-৫টা পর্যন্ত প্রশ্ন হয়ে থাকে। এই অধ্যায় কম করে হলেও দুই -তিনটা বই থেকে পড়েন । বই ক্রয় করতে সমস্যা হলে বন্ধুদের থেকে কপি করে নেন অথবা অনালাইনে সার্চ করলে পিডিএফ ভার্সন বই পাবেন।  এই বিষয়ে আমরাও একটা লেকচার প্রকাশ করবো । 

কি ভাবে পেইড মেম্বার হতে পারবেন নিচের ভিডিওতে দেখতে পাবেনঃ 


৪০তম বিসিএসঃ

নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে- Touch sreen  

মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়- OCR

৩৮তম বিসিএসঃ

ডিক্স প্রাগমেন্টেশন ব্যবহৃত হয়- ডিস্কের ফাইলগুলোকে  পূর্ণবিন্যস্ত করতে

ROM  ভিত্তিক প্রোগ্রামের নাম কি- Firmware

কোন ধরনের Bus ব্যবহৃত হয় না- input reader bus

৩৭তম বিসিএসঃ

নিচের কোনটি ইনপুট ডিভাইস- OMR

কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করেন- ALU

৩৬তম বিসিএসঃ

মোবাইল ফোনের কোনটি ইনপুট ডিভাইস নয়-  power supply

Plotter কোন ধরনের ডিভাইস- আউটপুট

নিচের কোন মেমোরি টি non-volatile - Rom

নিচের কোনটি সঠিক-  ১কিলোবাইট= ১০২৪  বাইক

 নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি- RAM

৩৫তম বিসিএস-

কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র-  ইনপুট

কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে-  সিলিকন

কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলেন- Read

MICR এর পূর্ণরূপ কি- Magnetic Ink Character Reader

প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে- RAM


এই অধ্যায়ে জন্য গ্রুত্বপূর্ণ বিষয়ঃ 

১। ইনপুট ও আউটপুট ডিভাইজ 

২।  কী-বোর্ড মাউস,ওসিআর 

৩। সিপিউয় ,এএলইউ , হার্ডডিস্ক 

৪। কম্পিউটারের অঙ্গসংগঠনঃ সফটওয়্যার , RAM , ROM,  হার্ড ডিক্স