বিসিএস পরীক্ষার জন্য গ্রুত্বপূর্ণ একটা অধ্যায় । প্রতিটা বিসিএস পরীক্ষায় ১-২টা প্রশ্ন হয়েছে এই অধ্যায় থেকে গ্ণিত বিষয়ে মোট মার্ক ১৫ এর মধ্যে এই অধ্যায় থেকেই ১-২টা প্রশ্ন হয়ে থাকে। যে কোন একটা গণিত বই থেকে এই অধ্যায়ের পড়াশুনা করলেই আপনি প্রশ্ন কমন পাবেন।
বিসিএস বাংলাদেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষা । ৪০তম বিসিএস পরীক্ষায় পরীক্ষার্থী ছিল প্রায় ৪ লাখ । সেই হিসেবে ৪১ তম পরীক্ষায় ৫লাখ হতে পারে। এতো চাকরির পরীক্ষার্থীর মধ্যে আমাদের Android app: Jobs Exam Alert এর ব্যবহারকারী ৪১ তম পরীক্ষায় পরীক্ষার্থী কম করে হলেও ২লাখ হবে । এই পরীক্ষার্থীদের জন্য আমাদের ৯০ দিনের আয়োজন । আপনার মধ্যে ৩মাসের ধৈর্য্য এবং পড়ার ইচ্ছে থাকলে আপনি আমাদের সাথে পরীক্ষা দিতে পারেন। তবে প্রতিটা পরীক্ষায় আপনাকে টার্গেট করতে কবে ৮০%+ মার্ক । ৪১ তম বিসিএস পরীক্ষার জন্য আপনাদের সকল সহযোগিতা করা হবে। এখানে আপনি ফ্রি এবং পেইড মেম্বার হয়ে পরীক্ষা দিতে পারেন। দুইটা পরীক্ষা হবে একই রুটিন দিয়ে তবে ফ্রি পরীক্ষা হবে ৩০মার্কের এবং পেইড মেম্বারদের পরীক্ষা হবে ৬০মার্কের ।
গণিত: শতকরা
পরীক্ষার তারিখঃ 10-12-2019
পরীক্ষা দিতে পারবেনwww.studyonlinebd.comঅথবা Android app: Jobs Exam Alertএর মাধ্যমে
কি ভাবে পেইড মেম্বার হতে পারবেন নিচের ভিডিওতে দেখতে পাবেনঃ
৪০তম বিসিএসঃ ১টা
একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো । যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো , তাহলে ৮% লাভ হতো । মটর সাইকেল এর ক্রয়মূল্য- ৬০০০ টাকা
৩৯তম বিসিএসঃ ১টা
কটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
৩৮তম বিসিএসঃ ২টা
মি: রেজা তার সম্পদের ১২% স্রী কে, ৫৪% ছেলেকে এবং অবশিষ্ট ৭২০০০০ টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদ??
৮৮% & ১১০% পার্থক্য = ?
৩৭তম বিসিএসঃ ১টা
১০০টাকায় ১০টি ডিম কিনে ১০০টাকায় ৪টা ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? -২৫%
৩৬তম বিসিএসঃ ২টা
৩৫০টাকা মানিরুলদরে ৩কেজি মিষ্টি কিনে ৪টাকা হারে ভ্যাট দিবে? - ৪২টাকা
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? - ২০%
৩৫তম বিসিএসঃ ১ টা
কলার দাম ২০% কমে যাওয়ায়১২টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? - ১.২টাকা