প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি পরীক্ষার প্রশ্ন গুলো একটু বেশি কঠিন হওয়ার জন্য। পরীক্ষার ফলাফল দেখেই আমরা বুঝতে পারছি আপনাদের জন্য পরীক্ষার প্রশ্ন অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। আগামী কালকের পরীক্ষা থেকে আমরা নতুন প্যাটানে প্রশ্ন করবো যাতে সহজ ,কঠিন সব মিলিয়ে থাকে।তবে আপনাদের আরো বেশি পড়াশুনায় মন দিতে হবে । আপনারা এক অধ্যায় ২য় বার পড়ার জন্য সময় পাবেন না। সারা দিনে ২অধ্যায় পড়ার পরে পরীক্ষা দিয়ে যদি -৬,-৭ মার্ক পান তা হলে আপনার অবস্থা অনেক খারাপ  । আপনাকে ফেল করানোর ইচ্ছে আমাদের নাই।  আমরা চাই আপনাদের অবস্থান বুঝতে পারেন এবং পড়াশুনায় আরো বেশি মনোযোগী হন। মাত্র ৫০০-৬০০ জন পরীক্ষার্থীদের মধ্যে আপনার অবস্থান যদি এতো দূর হয় , তা হলে ৪-৫ লাখ পরীক্ষার্থীদের মধ্যে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে।  আমরা আপনাদের ভালোর জন্য কাজ করে যাচ্ছি। যাতে আপনারা নিজের ভুল বুঝতে পারেন । বিসিএস এতো সহজ না। অনেকে আপনাকে জ্ঞান দিতে পারে অতীতে বিসিএস পরীক্ষায় এতো কঠিন প্রশ্ন আসে নাই । আপনি হয়তো সেই প্রশ্ন গুলো দেখে মনে করতে পারেন এইগুলো তো অনেক সহজ ছিল  কিন্তু বাস্তবে যখন বিসিএস পরীক্ষা হয়েছে তখনও সেই প্রশ্ন গুলো অনেক অনেক কঠিন ছিল । এমন কি আজ যে বইগুলোতে  প্রশ্ন দেখছেন তখন সেই বইগুলোতে খুজে পাওয়া যেতো না। আর আপনাদের সব চেয়ে বড় ভুল , চিন্তা করেন অতীতের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এমন প্রশ্নে বিসিএস দিবে কিন্তু এইটা খুব কম হয়ে থাকে তবে বিসিএস পরীক্ষায় এসেছে সেই প্রশ্ন  গুলো অন্য পরীক্ষাতে দিয়েছে এইটা ৯৯% হয়ে থাকে। বিগত সালের প্রশ্ন পড়ে বিসিএস হবে না। তাই বইয়ের ভিতরে বিস্তারিত পড়েন । গত বিসিএস পরীক্ষায় কার্ট মার্ক দেখলেই বুঝতে পারবেন । ২০০ মার্কের মধ্যে প্রায় ১১০ মার্ক পেয়ে টিকেছে । প্রায় ৪লাখ  পরীক্ষার্থী  তার মধ্যে মাত্র ১১০ মার্ক পেয়ে কেউ টিকলে তা হলে বুঝেন প্রশ্ন কেমন কঠিন হয়েছিল । তাই দয়া করে আরো বেশি পড়েন সব কিছু বাদ দিয়ে ৩ মাস কাজে লাগান জীবনে অন্য চাকরির ক্ষেত্রেও কাজে দিবে । আমরা চাই ৪১তম বিসিএস পরীক্ষায় আমাদের Jobs Exam Alert app থেকে অধিক পরীক্ষার্থী টিকে । তার পরেও আমাদের কথায় আপনারা কষ্ট পেলে ক্ষমা সুন্দর  দৃষ্টিতে দেখবেন ।  

আগামীকালের পরীক্ষা সংক্রান্ত তথ্যঃ

বাংলা: উপাধি ও ছদ্মনাম ,কবি সাহিত্যকদের জন্ম ও মৃত্যু-   এই অধ্যায় থেকে খুব কম প্রশ্ন হয়ে থাকে এবং অধ্যায় দুইটা অনেক ছোট মোট ৫পেজের মত তাই এই অধ্যায়ের পাশা পাশি ৫তারিখের গণিত: বাস্তব সংখ্যা অধ্যায় ও পড়াশুনা করবেন কারণ গণিত একদিনে শেষ হবে না।