১. ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করেন – লুকা মডরিচ ( ক্রোয়েশিয়া)

২. ফিফা বিশ্বকাপ ২০১৮ তে সেরা গোল রক্ষকের পুরস্কার পান – থিবো কোর্তোয়া ( বেলজিয়াম)

৩. ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮ তে সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হন – কিলিয়ান এমবাপ্পে ( ফ্রান্স)

৪. ২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে – ২১ নভেম্বর -১৮ ডিসেম্বর ২০২২, কাতারে।

৫. ১৯ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে -১০-২৫ সেপ্টেম্বর, ২০১৮, হাংঝু, চীনে

৬. ২০ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে – ১৮ সেপ্টেম্বর -৩ অক্টোবর ২০১৮, নাগোয়া, জাপান

৭. ২০২০-২০২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় – ৬ জুলাই ২০১৮

৮. বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধণী জাতাীয় সংসদে পাস – ৮ জুলাই ২০১৮

৯. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা – ৫৮ টি

১০. দেশের ৫৮ তম তফসিলিভুক্ত ব্যাংকের নাম – প্রবাসী কল্যাণ ব্যাংক

১১.  বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা – ৯ টি

১২. ২০১৮ সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান – ১১৫ তম

১৩. ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি – ৫.৮১%

১৪.  ২০১৭-১৮ অর্থ বছরে সর্বাধিক রপ্তানি করা হয় – যুক্তরাষ্ট্রে

১৫. ২০১৭-১৮ অর্থবছরের পণ্য রপ্তানি আয়ে শীর্ষ খাত – তৈরি পোশাক

১৯. ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮ তে যে বল দিয়ে খেলা হয় সেটার নাম – টেলস্টার ১৮

২০.  বর্তমান বিশ্বের ব্যয়বহুল শহর – হংকং

২১. বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ – যুক্তরাষ্ট্র, ২য় চীন,৩য়- জাপান

২২. অভ্যন্তরীন মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ – ৩য়

২৩. চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ – ৫ম

২৪. হলি আর্টিজানে নিহিত পুলিশ সদস্যদের স্মরনে গুলশান পুরনো মডেল থানার সামনে নির্মিত ভাস্কর্যের নাম – “ দৃপ্ত শপথ, ভাস্কর – মৃণাল হক

২৫. “ বিহঙ্গ দ্বীপ “ অবস্থিত – বলেশ্বর নদের বুকে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় , ১৫০ কি.মি

২৬. সংবিধানের ১৭ তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে – ২৫ বছর

২৭. ৫৯ তম আন্তর্জাদিক গনিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো সোনা জয় করেন – আহমেদ জাওয়াদ চৌধুরী

২৮. ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র – হালদা

২৯. বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো টি ২০ সিরিজ জিতে – আয়ারল্যান্ডের বিরুদ্ধে

৩০. ৭ম নারী এশিয়া কাপ টি ২০ ক্রিকেট চ্যাম্পিয়ন – বাংলাদেশ

৩১.  ২০১৮ সালের প্রোডাক্ট অব দ্য ইয়ার – ঔষধ

৩২.  বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৬ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র – “ অজ্ঞাতনামা”

৩৩. বর্তমানে দেশে সেবা খাত রয়েছে – ২১ টি

৩৪.  নারী আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাটট্রিক করেন – ফাহিমা খাতুন

৩৫. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয় – ১৭৫২ মা.ডলার

৩৬. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ – স্টিভ রোডস ( ইংল্যান্ড)

৩৭. যুক্তরাষ্ট্র চীনের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ হয় – ৬ জুলাই ২০১৮ সালে

৩৮. ট্রাম্প পুতিন ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় – ১৬ জুলাই ২০১৮, হেলসিঙ্কি, ফিনল্যান্ডে।

৩৯. বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি করে জাপান ইইউ – ১৭ জুলাই ২০১৮

৪০. শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয় – ২৭ জুলাই ২০১৮

৪১. ৪র্থ BIMSTEC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – কাঠমান্ডু, নেপালে, ৩০ -৩১ আগস্ট, ২০১৮

৪২. ২০১৮ সালের গোল্ডেন ম্যান বুকার পুরস্কার লাভ করেন – মাইকেল ওন্দাৎজ। তিনি “ The English Patient “ উপন্যাসের জন্য এই পুরস্কার পান।

৪৩. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় – ফ্রান্স

৪৪. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করেন – হ্যারি কেন ( ইংল্যান্ড)

৪৫. বিশ্বব্যাংকের  হিসেবে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ – সুইজারল্যান্ড, ৮০, ৫০০ মার্কিন ডলার।

৪৬. বিশ্ব বাঘ দিবস – ২৮ জুলাই

৪৭. পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা – ২৭০ টি

৪৮. নতুন DMP থানা হাতিরঝিল দিয়ে মোট DMP থানার সংখ্যা-৫০ টি।

৪৯. OPEC (অপেক) এর বর্তমান সদস্য-১৫ টি (সর্বশেষ- কঙ্গো প্রজাতন্ত্র)

৫০. জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থাকবে – আরো ২৫ বছর


Fatal error: Uncaught TypeError: sizeof(): Argument #1 ($value) must be of type Countable|array, null given in /home/nahid34/public_html/user/jobs-exam-date-details.php:104 Stack trace: #0 {main} thrown in /home/nahid34/public_html/user/jobs-exam-date-details.php on line 104