বাংলা অংশ সমাধানঃ

সঠিক বানান চিহ্নিত করুনঃ

১. উত্তরঃ অতিথি

২. উত্তরঃ সমীচীন

৩. উত্তরঃ নৃশংস

৪. উত্তরঃ শারীরিক

৫. উত্তরঃ প্রবীণ

সন্ধি বিচ্ছেদ করুনঃ

৬. নব + অন্ন = নবান্ন

৭. ইতি + আদি = ইত্যাদি

শব্দের অর্থ নির্ণয় করুনঃ

৮. নিঝুম= উত্তরঃ নীরব

৯. সংকল্প= উত্তরঃ প্রতিজ্ঞা

১০. বিহঙ্গ= উত্তরঃ পাখি

১১. অবলা= উত্তরঃ নিরীহ

১২. দামিনী= উত্তরঃ বিদ্যুৎ

১৩. সাদৃশ্য= উত্তরঃ মিল

বাগধারার অর্থ নির্ণয় করুনঃ

১৪. ব্যাঙের আধুলি= উত্তরঃ সামান্য অর্থ

১৫. ননীর পুতুল= উত্তরঃ শ্রম বিমুখ

১৬. কাক ভুশণ্ডী= উত্তরঃ দীর্ঘজীবী  

১৭. দুধে ভাতে থাকা= উত্তরঃ সুখে থাকা

১৮. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’- এখানে ‘মুখ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ ক্ষমতা  

১৯. কোন শব্দটির অর্থ ‘প্রবল আগ্রহী’? উত্তরঃ উদগ্রীব

২০. এক কথায় প্রকাশঃ এক মায়ের সন্তান যারা= উত্তরঃ সহোদর

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

২১. বরেন্দ্র জাদুঘর কোন জেলায় অবস্থিত? উত্তরঃ রাজশাহী

২২. কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশী? উত্তরঃ চীন

২৩. মিয়ানমারের মুদ্রার নাম কি? উত্তরঃ কিয়াট

২৪. আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকার কে? উত্তরঃ আলতাফ মাহমুদ

২৫. রানীক্ষেত রোগ কোন প্রাণীর সাথে সম্পর্কিত? উত্তরঃ মুরগী

২৬. আয়নাতে কাঁচের পেছনে কোন ধাতু ব্যবহৃত হয়? উত্তরঃ পারদ

২৭. বাকিংহাম প্রাসাদ কোন দেশে অবস্থিত? উত্তরঃ যুক্তরাজ্য

২৮. বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? উত্তরঃ ১৪ ডিসেম্বর

২৯. আমার সোনার বাংলা’ কবিতার কয়টি চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে? উত্তরঃ ১০ লাইন

৩০. বলধা গার্ডেন কোন জেলায় অবস্থিত? উত্তরঃ ঢাকা

৩১. অলিম্পিক গেমস কত বছর পর পর হয়? উত্তরঃ ৪ বছর

৩২. নিচের কোন উপাদান হাড় মজবুত করতে সাহায্য করে? উত্তরঃ ক্যালসিয়াম

৩৩. সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তরঃ বৃহস্পতি

৩৪. বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? উত্তরঃ আম গাছ

৩৫. পহেলা বৈশাখ ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী কবে পালিত হয়? উত্তরঃ ১৪ এপ্রিল

৩৬. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? উত্তরঃ তাজউদ্দীন আহমেদ

৩৭. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তরঃ শেরপুর ( এছাড়া ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলায় এর কিছু অংশ আছে)

৩৮. ভুটানের রাজধানীর নাম কী? উত্তরঃ থিম্পু

৩৯. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? উত্তরঃ ২ টি

৪০. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? উত্তরঃ ৫ঃ৩

ইংরেজী অংশ সমাধানঃ

Find the meaning of the English word:

৪১. Calm= উত্তরঃ শান্ত

৪২. Incredible= উত্তরঃ অবিশ্বাস্য

৪৩. Delight= উত্তরঃ আনন্দ

৪৪. Obvious= উত্তরঃ সুস্পষ্ট

৪৫. Relevant= উত্তরঃ প্রাসঙ্গিক

Identify the correctly spelt word:

৪৬. উত্তরঃ Knives

৪৭. উত্তরঃ Pollution

৪৮. উত্তরঃ Separate

৪৯. উত্তরঃ Athlete

৫০. উত্তরঃ Gender

Fill in the gaps:

৫১. Grandma is always —when she receives a letter. Ans: happy

৫২. My father —-newspaper after getting up. Ans: reads

৫৩. They—— to Sylhet next year. Ans: are going

৫৪. They travelled to savar—foot. Ans: on

৫৫. Be—–! The street is slippery. Ans: careful

৫৬. I usually —–the Television in the evening. Ans: watch

৫৭. The girl —wearing red dress is my sister. Ans: who

৫৮. How —- rice is there? Ans: much

৫৯. He —-before the party began. Ans: had left

৬০. Your performance is—–than it was a month ago. Ans: worse

গণিত অংশ সমাধানঃ

প্রশ্নের ছবি  ক্লিয়ার না পাওয়ায় সমাধান করা সম্ভব হল না।

Post Name: Office assistant cum computer typist

বাংলা অংশ সমাধানঃ

সন্ধি বিচ্ছেদ করুনঃ

১. নব + অন্ন = নবান্ন

২. ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত

৩. জন + এক = জনৈক

বানান শুদ্ধ করুনঃ

১. পরোপকার

২. দুর্বিনীত

৩. তেজস্ক্রিয়তা

এক কথায় প্রকাশ করুনঃ

উপকারীর অপকার  করে যে- কৃতঘ্ন

বলিবার ইচ্ছা- বিবক্ষা