আজকের আনসার ভিডিপির পরীক্ষার প্রশ্নের সমাধান
সম্পূর্ণ সমাধান এর কাজ চলিতেছে ,সম্পূর্ণ সমাধান পেতে আমাদের সাথেই থাকুন
পদের নামঃ উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক / প্রশিক্ষিকা
অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
1.শুদ্ধ বানান লিখুন
(ক) মনোজগত= মনোজগৎ
(খ) প্রত্যুপোকার=প্রত্যুপকার
(গ) কটুক্তি= কটূক্তি
(ঘ) বর্ষন= বর্ষণ
(ঙ) মনকষ্ট= মনঃকষ্ট
2.ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখুন:
(ক) বিলাত ফেরত=বিলাত থেকে ফেরত-- পঞ্চমী তৎপুরুষ সমাস
(খ) উপশহর= শহরের সদৃশ--অব্যয়ীভাব
(গ) তোমরা= তুমি ও সে কিংবা তুমি ও তারা ---একশেষ দ্বন্দ্ব
(ঘ) হাতাহাতি=হাতে হাতে যে লড়াই--- ব্যতীহার বহুব্রীহি
(ঙ) ত্রিফলা= তিন ফলের সমহার--- দ্বিগু সয়ামস
3. এক কথায় প্রকাশ করুন
(ক) অন্য গাছের উপর যে গাছ জন্মে= পরগাছা
(খ) পট আঁকে যে= পটুয়া
(গ) জানবার ইচ্ছা=জিজ্ঞাসা
(ঘ) একই মায়ের সন্তান- সহোদর
(ঙ) যে নারীর হাসি সুন্দর=সুচিস্মিতা
4. বাংলাদেশ আনসার ও ভিডিপি সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন।
বাংলাদেশ আনসার ও ভিডিপি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় । বর্তমানে এই বাহিনী তিনটি বাহিনীর সমন্বয়ে গঠিত। সেগুলি যথাক্রমেঃ সাধারন আনসার, ব্যাটালিয়ন আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। এই বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন-১৯৯৫ এবং ব্যাটালিয়ন আনসার আইন ১৯৯৫- দ্বারা, যা সংসদ কর্তৃক গৃহীত হলে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৫ সালে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং ১৬ ফেব্রুয়ারি ১৯৯৫ হতে কার্যকর হয়। সম্প্রতি বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনাল গার্ড করার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে
যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ
ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com
imo- 01710286369
whatsapp-01710286369
যে কোন মাধ্যমে আপনি আমাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন।
পরীক্ষার প্রশ্ন নিচেঃ