অনেকেই ফেসবুকে দেখি পোস্ট করতিছে তারা আবেদন করেছে, কিন্তু কোন এসএমএস আসে নি। তারা বুঝতেও পারছে না, তার আবেদন সম্পূর্ণ হয়েছে কি না?? অনেকে দোকানদার এর সাথে এই বিষয়ে কথাও বলতে পারছে না। তবে আমার মনে হয় নিজের কাজ নিজে দেখায় ভাল। অনেক সহজে আপনারা বুঝতে পারবেন আপনার টাকা পেইড হয়েছে কি না?
প্রথমে আপনাকে যেতে হবে আবেদনের ওয়েবসাইটে যেমন আমরা দেখাবো সমাজসেবা অধিদপ্তরের। প্রথমে আপনাকে http://dss.teletalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে। তার পরে দেখতে পাবেন Payment Status লেখা আছে । এখানে ক্লিক করলে আপনার user id চাইবে , এখন user id দিয়ে Submit করলে আপনাকে দেখাবে টাকা পেইড হয়েছে কি না????
নিচে থেকে আপনারা দেখে নিতে পারেনঃ সমাজসেবা অধিদপ্তরের এবং নিচে থেকে দেখতে পাবেন খাদ্য অধিদপ্তরের
খাদ্য অধিদপ্তরের