বিজ্ঞপ্তি
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, “The Non-Cadre Gazetted officer and NonGazetted Employee (Directorate General of Food) Recruitement Rules, 1983” Faferata gantes খাদ্য অধিদপ্তরের ২৬/১০/২০১৪ তারিখের ১৩.০১.০০০০.০৩১.১১.০০৬.১৪.১৫২৩ নং স্মারকে ৩য় শ্রেণির ১৫ ক্যাটাগরির ৫৯৯ টি পদে ও ০৯/০২/২০১৪ তারিখের ১৩.০১.০০০০.০৩১.১১.০০১.১২.১৮৭ নং স্মারক এবং ২৫/০৩/২০১৫ তারিখের ১৩.০১.০০০০.০৩১.১১.০০১.১৪.৪৫৫ নং স্মারকে ৪র্থ শ্রেণির ৪ (চার) ক্যাটাগরির ২৭৬ টি পদে কর্মচারী নিয়ােগের নিমিত্ত নিয়ােগ বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সিভিল আপীল নং-৪৮/২০১১ এ প্রদত্ত রায় অনুযায়ী সংবিধান (সপ্তম সংশােধনী) আইন, ১৯৮৬ বাতিল ঘােষিত হওয়ায় উক্ত সময়ের মধ্যে প্রণীত খাদ্য অধিদপ্তরের facuts faff “The Non-cadre Gazetted Officer and Non-Gazetted Employee (Directorate General of Food) Recruitment Rules, 1983 বাতিল হয়ে যায়। এ কারনে খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের ৩০/০৫/২০১৬ তারিখের ৫৯২ নং স্মারকে পূর্বোক্ত নিয়ােগ বিজ্ঞপ্তিসমূহ বাতিল করা হয়। নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ০২/০৬/২০১৬ তারিখে ‘দৈনিক ইত্তেফাক’ ও ‘দৈনিক জনকণ্ঠ পত্রিকা এবং ০৪/০৬/২০১৬ তারিখে ‘The Daily Star পত্রিকায় প্রকাশ করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে জারীকৃত খাদ্য অধিদপ্তর (কর্মচারী) নিয়ােগ বিধিমালা, ২০১৮’ এর আলােকে ৩য় শ্রেণির ১৩ম গ্রেড থেকে ১৬তম গ্রেড (পূর্বতন) ২৩টি ক্যাটাগরির এবং ৪র্থ শ্রেণির ১৯তম গ্রেড (পূর্বতন) ১টি ক্যাটাগরির মােট ২৪টি ক্যাটাগরির ১১৬৬ টি শূন্য পদ পূরণের লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের ১১/07/2018 তারিখের ১২২৯ নং স্মারকে নিয়ােগ বিজ্ঞপ্তি জারি করা হয়। তৎপ্রেক্ষিতে পূর্বের ২০১৪ ও ২০১৫ সনের নিয়ােগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী প্রার্থীগণ মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং ৩১২৯/২০১৯ দায়ের করেন। রিট পিটিশন নং ৩১২৯/২০১৯ এর আলােকে মহামান্য আদালত কর্তৃক ২৭/০৩/২০১৯ তারিখে প্রদত্ত আদেশের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, খাদ্য অধিদপ্তর (কর্মচারী) নিয়ােগ বিধিমালা, ২০১৮ এ পদভিত্তিক শিক্ষাগত যােগ্যতা, বয়স, নিয়ােগ যােগ্যতা ইত্যাদি বিষয়ে মৌলিক পরিবর্তন হয়েছে। সে কারণে বর্তমান খাদ্য অধিদপ্তর (কর্মচারী) নিয়ােগ বিধিমালা, ২০১৮' এর আওতায় পূর্বের নিয়ােগ বিজ্ঞপ্তি (বাতিলকৃত) এর প্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীগণের আবেদন বিবেচনা করার সুযােগ নেই।
ব্যাখ্যাঃ ২০১৮' এর আওতায় পূর্বের নিয়ােগ বিজ্ঞপ্তি (বাতিলকৃত) এর প্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীগণের আবেদন বিবেচনা করার সুযােগ নেই। এখানে বলা হয়েছে ২০১৮ সালের নিয়োগের সাথে ২০১৪ ও ২০১৫ সালের নিয়োগের বাতিলকৃত আবেদনকারী প্রার্থীগণের আবেদন বিবেচনা করার সুযােগ নেই । ২০১৮ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হয়েছে এমন কোন কিছু বলা হয়নি। ২০১৮ সালের নিয়োগের পরীক্ষা হবে।