রূপালী ব্যাংক লিমিটেড এ ‘সিনিয়র অফিসার’ এর ৪২৩টি এবং অফিসার’ এর ৭৩৬টি শূন্য পদে সরাসরি নিয়ােগের

উদ্দেশ্যে MCQ Test এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলােড প্রসঙ্গে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে রূপালী ব্যাংক লিমিটেড এ ‘সিনিয়র অফিসার’ এর ৪২৩টি পদে নিয়ােগের উদ্দেশ্যে প্রচারিত বিজ্ঞপ্তি নং-৪২/২০১৬, তারিখ ২৬/০৭/২০১৬ এবং ‘অফিসার' এর ৭৩৬টি পদে নিয়ােগের উদ্দেশ্যে প্রচারিত বিজ্ঞপ্তি নং৪৫/২০১৬, তারিখ ০৩/০৮/২০১৬ এর মাধ্যমে অনলাইনে আবেদনকৃত প্রার্থীদের MCQ Test এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd/onlineapp/print_admit.php) এ আপলােড করা হয়েছে।

উভয় পদে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ২৭/০৭/২০১৯ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রবেশপত্র সগ্রহের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক

লিমিটেড এর ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র সংগ্রহের কোনাে সুযােগ থাকবে না।