প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ২২৪
পরীক্ষার তারিখঃ ২৬-১২-২০২৫
আজকের সকল চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান আমাদের Android App: jobs Exam alert থেকে নোটিফিকেশন দেওয়া হবে।
বিস্তারিত সমধানঃ
১. নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়?
(ক) ইন্দো-ইউরোপীয় (খ) দ্রাবিড় (গ) অস্ট্রিক (ঘ) ইন্দো-ইরানীয়
সঠিক উত্তর: (ঘ) ইন্দো-ইরানীয়
(ইন্দো-ইরানীয় হলো ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের একটি শাখা)
২. কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকার পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?
(ক) ১.৫০ (খ) ২.৫০ (গ) ৩.০০ (ঘ) ৪.০০
সঠিক উত্তর: (ক) ১.৫০
(নোট: গাণিতিকভাবে বর্তমান দাম ১.২০ টাকা এবং পূর্বমূল্য ১.৫০ টাকা হয়। অপশনে ১.৫০ থাকায় এটিকেই সঠিক ধরা হয়)
৩. The synonym for 'crowded'
(ক) jam-packed (খ) rare (গ) vacant (ঘ) hard
সঠিক উত্তর: (ক) jam-packed
৪. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
(ক) ২৫০ নটিক্যাল মাইল (খ) ২২৫ নটিক্যাল মাইল (গ) ২২০ নটিক্যাল মাইল (ঘ) ২০০ নটিক্যাল মাইল
সঠিক উত্তর: (ঘ) ২০০ নটিক্যাল মাইল
৫. কোনটি দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলে?
(ক) উপসর্গ দিয়ে (খ) প্রত্যয় দিয়ে (গ) উপসর্গ ও প্রত্যয় দিয়ে (ঘ) বিভক্তি দিয়ে
সঠিক উত্তর: (গ) উপসর্গ ও প্রত্যয় দিয়ে
৬. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) সৈয়দ আলী আহসান (গ) হাসান হাফিজুর রহমান (ঘ) কবীর চৌধুরী
সঠিক উত্তর: (খ) সৈয়দ আলী আহসান
৭. হেক্সাডেসিমেল পদ্ধতি ভিত্তিক সংখ্যার ইংরেজি বর্ণমালার কতটি বর্ণ রয়েছে?
(ক) ৪ (খ) ৮ (গ) ৬ (ঘ) ১৬
সঠিক উত্তর: (গ) ৬
(A, B, C, D, E, F)
৮. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
(ক) ১৪ টাকা (খ) ৪২ টাকা (গ) ১২ টাকা (ঘ) ১০৫ টাকা
সঠিক উত্তর: (খ) ৪২ টাকা
৯. বজ্রপাতের দেশ-
(ক) ভুটান (খ) জাপান (গ) ইন্দোনেশিয়া (ঘ) চীন
সঠিক উত্তর: (ক) ভুটান
১০. বিষাদ সিন্ধু লেখকের কোন নামের বানানটি শুদ্ধ?
(ক) মীর মোশারফ হোসেন (খ) মীর মশারফ হোসেন (গ) মীর মশাররফ হোসেন (ঘ) মীর মোশারররফ হোসেন
সঠিক উত্তর: (গ) মীর মশাররফ হোসেন
১১. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮ ডিগ্রী। এর বাহু সংখ্যা কতগুলি হবে?
(ক) ৩০ (খ) ২০ (গ) ১৮ (ঘ) ১০
সঠিক উত্তর: (ক) ৩০
১২. Meteorology is related to-
(ক) Concrete slabs (খ) Motor vehicles (গ) Weather forecasting (ঘ) Motor neurone disease
সঠিক উত্তর: (গ) Weather forecasting
১৩. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি, ঘরটি পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?
(ক) ৬ মিটার (খ) ১০ মিটার (গ) ১৮ মিটার (ঘ) ১২ মিটার
সঠিক উত্তর: (খ) ১০ মিটার
১৪. ১৮২ ডিগ্রী কোণ একটি-
(ক) সূক্ষ্ম কোণ (খ) স্থূল কোণ (গ) সম্পূরক কোণ (ঘ) প্রবৃদ্ধ কোণ
সঠিক উত্তর: (ঘ) প্রবৃদ্ধ কোণ
১৫. ০.১ এর বর্গমূল কত?
(ক) ০.১ (খ) ০.০১ (গ) ০.২৫ (ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ঘ) কোনটিই নয়
(সঠিক উত্তর ০.৩১৬...)
১৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
(ক) ৫% (খ) ১০% (গ) ২০% (ঘ) ২৫%
সঠিক উত্তর: (ক) ৫%
১৭. শূন্যস্থানে কোনটি বসবে ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩,.........?
(ক) ২ (খ) ৪ (গ) ১৫ (ঘ) ১২
সঠিক উত্তর: (ক) ২
১৮. মাকড়সার কয়টি পা থাকে?
(ক) ৪টি (খ) ৬টি (গ) ৮টি (ঘ) ১০টি
সঠিক উত্তর: (গ) ৮টি
১৯. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
(ক) রেফ (খ) ফলা (গ) বর্ণসংযোগ (ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (খ) ফলা
২০. জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন-
(ক) ৮০ তম (খ) ৭২ তম (গ) ৭৫ তম (ঘ) ৭৯ তম
সঠিক উত্তর: (ঘ) ৭৯ তম
২১. বাংলাদেশের রণসংগীতের সুরকার কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কাজী নজরুল ইসলাম (গ) সমর দাস (ঘ) আলতাফ মাহমুদ
সঠিক উত্তর: (খ) কাজী নজরুল ইসলাম
২২. If you don't know what the word means, look it ... ; ..... a dictionary.
(ক) up; from (খ) in; from (গ) for; in (ঘ) up; in
সঠিক উত্তর: (ঘ) up; in
২৩. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
(ক) কারবর্ণ (খ) অনুবর্ণ (গ) ফলা (ঘ) রেফ
সঠিক উত্তর: (ক) কারবর্ণ
(সংক্ষেপে 'কার')
২৪. দুইটি সংখ্যার গ.সা.গু, অন্তর ও ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ ও ২৪৪৮, সংখ্যা দুটি নির্ণয় করুন।
(ক) ১০৪, ২০৪ (খ) ১০৪, ১৪৪ (গ) ১০৪, ২৪৪ (ঘ) ১৪৪, ২০৪
সঠিক উত্তর: (ঘ) ১৪৪, ২০৪
২৫. ৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫টি টাকার নোটের কত অংশ?
(ক) ১/৪ (খ) ১/২ (গ) ১/৮ (ঘ) ১/১৬
সঠিক উত্তর: (খ) ১/২
২৬. Which one of the following words is in singular form?
(ক) Agenda (খ) Oases (গ) redius (ঘ) formulae
সঠিক উত্তর: (গ) redius
(সঠিক বানান radius)
২৭. সাহিত্যের কোন শাখাটি সল্লোপ নির্ভর?
(ক) মহাকাব্য (খ) আত্মজীবনী (গ) গল্প (ঘ) নাটক
সঠিক উত্তর: (ঘ) নাটক
২৮. কোনটি ফারসি ভাষার শব্দ?
(ক) হজ (খ) বাদশাহ (গ) আলপিন (ঘ) হরতাল
সঠিক উত্তর: (খ) বাদশাহ
২৯. 'খয়ের খাঁ' বাগধারা অর্থ কী?
(ক) দিন মজুর (খ) গণমান্য ব্যক্তি (গ) নিরেট মূর্খ (ঘ) তোষামোদকারী
সঠিক উত্তর: (ঘ) তোষামোদকারী
৩০. রোমান সানা সম্পৃক্ত-
(ক) ফুটবল (খ) আর্চারি (গ) ক্রিকেট (ঘ) হকি
সঠিক উত্তর: (খ) আর্চারি
৩১. a=1, b=-1, c=2, d=-2 হলে, a - (-b) - (-c) - (-d) এর মান কত?
(ক) ০ (খ) ১ (গ) ২ (ঘ) ৩
সঠিক উত্তর: (ক) ০
৩২. রাত্রির সমার্থক শব্দ কোনটি?
(ক) নিশীথ (খ) অমানিশা (গ) আঁধার (ঘ) ক ও খ উভয়টি
সঠিক উত্তর: (ঘ) ক ও খ উভয়টি
৩৩. ABCD সামান্তরিকের DC বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∠BAD=১০০⁰ হলে, ∠BCE=কত?
(ক) ১০০ ডিগ্রী (খ) ৯০ ডিগ্রী (গ) ৪০ ডিগ্রী (ঘ) ৬৫ ডিগ্রী
সঠিক উত্তর: (গ) ৮০ ডিগ্রী [প্রশ্ন অর্ধেক অংশ ছিল। সম্পূর্ণ প্রশ্নে উত্তর ৮০ ডিগ্রী]
৩৪. ২০৭৪০ সংখ্যক ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন ছাত্র অতিরিক্ত হয়। প্রতি সারিতে ছাত্রের সংখ্যা কত?
(ক) ১৪২ জন (খ) ১৪৪ জন (গ) ১২৬ জন (ঘ) ১৪০ জন
সঠিক উত্তর: (খ) ১৪৪ জন
৩৫. What is the plural form of 'Sheep'?
(ক) Sheeps (খ) Sheep (গ) Sheepes (ঘ) Sheepses
সঠিক উত্তর: (খ) Sheep
৩৬. বাংলাদেশে 'শিক্ষার বিনিময়ে খাদ্য' কর্মসূচী চালু করা হয় কবে?
(ক) ১৯৯২ (খ) ১৯৯৩ (গ) ১৯৯১ (ঘ) ১৯৯৪
সঠিক উত্তর: (খ) ১৯৯৩
৩৭. Choose the right form of verb: The boy (to lie) on the floor yesterday.
(ক) lies (খ) lied (গ) lay (ঘ) layed
সঠিক উত্তর: (গ) lay
৩৮. নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
(ক) SQL (খ) STATA (গ) CIH (ঘ) SPSS
সঠিক উত্তর: (গ) CIH
৩৯. 'Bring to book' means
(ক) a book published (খ) to rebuke (গ) to find a book (ঘ) to be praised
সঠিক উত্তর: (খ) to rebuke
৪০. যদি x+5y = 24 হয় এবং x=3y হয়, তাহলে y এর মান কত?
(ক) 9 (খ) 3 (গ) 7 (ঘ) 8
সঠিক উত্তর: (খ) 3
৪১. Which one is the incorrect spelling?
(ক) Foreign (খ) Forlorn (গ) Freshner (ঘ) Fruity
সঠিক উত্তর: (গ) Freshner
(সঠিক বানান Freshener)
৪২. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
(ক) দম্পতি (খ) মহাবীর (গ) চালাক-চতুর (ঘ) বিষবৃক্ষ
সঠিক উত্তর: (ক) দম্পতি
৪৩. 'ছিয়াত্তরের মন্বন্তর' দুর্ভিক্ষ বাংলা কত সালে ঘটে?
(ক) ১০৭৬ (খ) ১১৭৬ (গ) ১২৭৬ (ঘ) ১৩৭৬
সঠিক উত্তর: (খ) ১১৭৬
৪৪. A state where all religions are respected ............ .
(ক) Muslim (খ) Secular (গ) Good State (ঘ) Holy country
সঠিক উত্তর: (খ) Secular
৪৫. কোন গ্রন্থটি হযরত মুহাম্মদ (সা:) এর জীবনীগ্রন্থ?
(ক) মরুমা যা (খ) মরুতীর্থ (গ) মরুকুসুম (ঘ) মরুভাস্কর
সঠিক উত্তর: (ঘ) মরুভাস্কর
৪৬. পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে কোন স্থানে?
(ক) আরিচা (খ) গোয়ালন্দ (গ) চাঁদপুর (ঘ) ভৈরব
সঠিক উত্তর: (খ) গোয়ালন্দ
৪৭. কোন শব্দটি 'চক্ষু'-এর সমার্থক নয়?
(ক) নেত্র (খ) নিবিড় (গ) আখি (ঘ) লোচন
সঠিক উত্তর: (খ) নিবিড়
৪৮. John Smith is good ............ Mathematics.
(ক) at (খ) in (গ) of (ঘ) after
সঠিক উত্তর: (ক) at
৪৯. বার্ষিক শব্দের প্রত্যয় যোগ কোনটি?
(ক) বর্ষ+ইক (খ) বর্ষ+ষ্ণিক (গ) বর্ষ+ষ্ণিক (ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (গ) বর্ষ+ষ্ণিক
(সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ষ্ণিক)
৫০. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
(ক) ৭টি (খ) ৮টি (গ) ১০টি (ঘ) ৯টি
সঠিক উত্তর: (খ) ৮টি
৫১. বেগম রোকেয়া পদক ২০২৫ প্রদান করা হয় ........ জনকে।
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: ( গ) ৪
৫২. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে?
(ক) উদ্দেশ্য (খ) বিধেয় (গ) বাকাংশ (ঘ) বর্গ
সঠিক উত্তর: (ঘ) বর্গ
৫৩. হ্ণ যুক্ত বর্ণে কী কী বর্ণ আছে?
ক) হ + ণ (খ) হ + ন (গ) হ + ম (ঘ) ক্ষ + ণ
সঠিক উত্তর: (ক) হ + ণ
৫৪. নোট অব ডিসেন্ট বলতে কী বোঝানো হয়?
(ক) চূড়ান্ত সিদ্ধান্ত (খ) ভিন্নমত (গ) আনুষ্ঠানিক ঐকমত্য (ঘ) সভার কার্যবিবরণী
সঠিক উত্তর: (খ) ভিন্নমত
৫৫. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
(ক) ৪টি (খ) ৯টি (গ) ১১টি (ঘ) ১০টি
সঠিক উত্তর: (ঘ) ১০টি
৫৬. What is the meaning of 'toot your own horn'?
(ক) Self destruction (খ) Boast (গ) Possessive (ঘ) talks a lot
সঠিক উত্তর: (খ) Boast
৫৭. চর্যাপদের আবিষ্কারক কে?
(ক) ড. সুনীত কুমার চট্টোপাধ্যায় (খ) ড. হরপ্রসাদ শাস্ত্রী (গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ (ঘ) ড. দীনেশ চন্দ্র সেন
সঠিক উত্তর: (খ) ড. হরপ্রসাদ শাস্ত্রী
৫৮. 3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান-
(ক) x = 1, y = -1 (খ) x = 1, y = 1 (গ) x = -1, y = -1 (ঘ) x = -1, y = 1
সঠিক উত্তর: (ঘ) x = -1, y = 1
৫৯. a - [a - {a - (a - 1)}] = কত?
(ক) 1 (খ) -1 (গ) a-1 (ঘ) a+1
সঠিক উত্তর: (ক) 1
৬০. a = 2b = 3c এবং abc = 36, c এর মান-
(ক) 3 (খ) 4 (গ) 5 (ঘ) 2
সঠিক উত্তর: (ঘ) 2
৬১. Teacher said, 'The earth ......... round the sun'.
(ক) moves (খ) will be moving (গ) has moved (ঘ) moved
সঠিক উত্তর: (ক) moves
৬২. 4IR প্রযুক্তি কিসের সাথে সম্পর্কিত?
(ক) ক্যামেরা (খ) মোবাইল ফোন (গ) ইন্টারনেট এক্সপ্লোরার (ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (ঘ) কোনটিই নয়
(এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর সাথে সম্পর্কিত)
৬৩. ২৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
(ক) ৬২ ডিগ্রী (খ) ১১৮ ডিগ্রী (গ) ৩৩২ ডিগ্রী (ঘ) ১৫২ ডিগ্রী
সঠিক উত্তর: (ঘ) ১৫২ ডিগ্রী
৬৪. What part of speech is 'readiness'?
(ক) Verb (খ) Noun (গ) Adjective (ঘ) Adverb
সঠিক উত্তর: (খ) Noun
৬৫. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
(ক) ৭.২ সে.মি. (খ) ৭.৩ সে.মি. (গ) ৭ সে.মি. (ঘ) ৭.১ সে.মি.
সঠিক উত্তর: (ক) ৭.২ সে.মি.
৬৬. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(ক) ৪৫% (খ) ৬০.৫০% (গ) ৫২.৭৫% (ঘ) ৫৬.২৫%
সঠিক উত্তর: (ঘ) ৫৬.২৫%
৬৭. The snow swirls ......... the valley.
(ক) up (খ) down (গ) in (ঘ) through
সঠিক উত্তর: (খ) down
৬৮. If I .... You, I ...... take the chance.
(ক) was, would (খ) would, were (গ) were, could (ঘ) were, would
সঠিক উত্তর: (ঘ) were, would
৬৯. 'To be, or not to be, that is the question' is a famous dialogue form.........
(ক) Othello (খ) Hamlet (গ) Romeo and Juliet (ঘ) Macbeth
সঠিক উত্তর: (খ) Hamlet
৭০. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
(ক) দধিচী (খ) গণনা (গ) শাশ্বত (ঘ) প্রানী
সঠিক উত্তর: (ঘ) প্রানী
(শুদ্ধ বানান: প্রাণী)
৭১. I spent .... with the patient.
(ক) sometimes (খ) sometime (গ) some times (ঘ) some time
সঠিক উত্তর: (ঘ) some time
৭২. 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) আরবী (খ) ফরাসি (গ) ইংরেজি (ঘ) চীনা
সঠিক উত্তর: (ক) আরবী
৭৩. https এর অর্থ কী?
(ক) Hyper-Text Transfer Protocol Secure (খ) Hyper-Text Transfer Protocol System (গ) Hyper-Text Transfer Protocol Service (ঘ) Hyper-Text Transfer Protocol Sense
সঠিক উত্তর: (ক) Hyper-Text Transfer Protocol Secure
৭৪. 'ণ-ত্ব ও ষ-ত্ব' বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
(ক) ধ্বনিতত্ত্ব (খ) বাক্যতত্ত্ব (গ) রূপতত্ত্ব (ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক) ধ্বনিতত্ত্ব
৭৫. কোন ৩টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
(ক) 2, 4, 5 (খ) 4, 5, 6 (গ) 2, 4, 7 (ঘ) 3, 4, 6
সঠিক উত্তর: (গ) 2, 4, 7
৭৬. Liza had given me two ..........
(ক) pair of jeans (খ) pairs of jean (গ) pair of jean (ঘ) pairs of jeans
সঠিক উত্তর: (ঘ) pairs of jeans
৭৭. বাঘযন্ত্রের অংশ কোনটি?
(ক) ষড়যন্ত্র (খ) ফুসফুস (গ) দাঁত (ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর: (ঘ) উপরের সবকটি
৭৮. AI এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত-
(ক) 4IR (খ) Digital Device (গ) Cloud Server (ঘ) সবগুলোই
সঠিক উত্তর: (ঘ) সবগুলোই
৭৯. বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কত জন?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
সঠিক উত্তর: (গ) ৪
(সাম্প্রতিক তথ্যানুযায়ী)
৮০. বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়-
(ক) গারো (খ) মনিপুরি (গ) রোহিংগা (ঘ) সাঁওতাল
সঠিক উত্তর: (গ) রোহিংগা
৮১. বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নাই?
(ক) খুলনা (খ) সাতক্ষীরা (গ) যশোর (ঘ) রাজশাহী
সঠিক উত্তর: (ক) খুলনা
৮২. Which word is the determiner in the sentence " Will it take much time ?
(ক) will (খ) much (গ) take (ঘ) time
সঠিক উত্তর: (খ) much
৮৩. ইসরায়েল ও গাজার সাম্প্রতিক সংবর্ষ শুরু হয়-
(ক) ৭ অক্টোবর ২০২৪ (খ) ৭ অক্টোবর ২০২৩ (গ) ৭ অক্টোবর ২০২৫ (ঘ) ৭ অক্টোবর ২০২২
সঠিক উত্তর: (খ) ৭ অক্টোবর ২০২৩
৮৪. Hasan has read most of the ......... of Shakespeare.
(ক) poem (খ) play (গ) drama (ঘ) works
সঠিক উত্তর: (ঘ) works
৮৫. x - y = 2 এবং xy = 24 হলে, x- এর ধনাত্মক মানটি -
(ক) 3 (খ) 4 (গ) 5 (ঘ) 6
সঠিক উত্তর: (ঘ) 6
৮৬. যদি -5, P, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে-
(ক) -2, 9 (খ) 2, 9 (গ) -2, -9 (ঘ) 2, -9
সঠিক উত্তর: (খ) 2, 9
৮৭. কোনটি কম্পিউটারের সংরক্ষণ কী বাটন?
(ক) F8 (খ) F10 (গ) F6 (ঘ) F12
সঠিক উত্তর: (ঘ) F12
৮৮. The captain left the boat, because it ............ .
(ক) turned down (খ) turned up (গ) turned bottom (ঘ) turned over
সঠিক উত্তর: (ঘ) turned over
৮৯. দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যাটি-
(ক) ৩১৮ (খ) ৩০৮ (গ) ২৮৩ (ঘ) ২৭৯
সঠিক উত্তর: (খ) ৩০৮
৯০. সার্ক প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯৮০ সালে (খ) ১৯৮১ সালে (গ) ১৯৮৫ সালে (ঘ) ১৯৮৬ সালে
সঠিক উত্তর: (গ) ১৯৮৫ সালে
৯১. যে সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই-
(ক) BIMSTEC (খ) NAM (গ) NATO (ঘ) D-8
সঠিক উত্তর: (খ) NAM
৯২. m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত?
(ক) (x + y) / mn (খ) (x + y) / m + n (গ) (mx + ny) / m + n (ঘ) (mx + ny) / mn
সঠিক উত্তর: (গ) (mx + ny) / m + n
৯৩. 'তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
(ক) চলতি (খ) সাধু রীতি (গ) মিশ্র রীতি (ঘ) আঞ্চলিক রীতি
সঠিক উত্তর: (খ) সাধু রীতি
৯৪. Sustainable Development Goals (SDG) এর -Goals সংখ্যা -
(ক) ১৫ (খ) ১৬ (গ) ১৭ (ঘ) ১৮
সঠিক উত্তর: (গ) ১৭
৯৫. The antonym for 'inimical'
(ক) hostile (খ) friendly (গ) indifferent (ঘ) angry
সঠিক উত্তর: (খ) friendly
৯৬. কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তাহার জীবন সংশয়পূর্ণ (খ) তাহার জীবন সংশয়ময় (গ) তাহার জীবন সংশয়াপূর্ণ (ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ) তাহার জীবন সংশয়াপূর্ণ
৯৭. “ডাক্তার ডাক” বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে.....?
(ক) call to doctor (খ) call is a doctor (গ) call in doctor (ঘ) call doctor
সঠিক উত্তর: (গ) call in doctor
৯৮. What is the verb of the word 'able'?
(ক) unable (খ) disable (গ) enable (ঘ) ability
সঠিক উত্তর: (গ) enable
৯৯. দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) দিব্+লোক (খ) দিব+লোক (গ) দ্যু+লোক (ঘ) দুল্ +লোক
সঠিক উত্তর: (ক) দিব্+লোক
১০০. If Orthopedic relates to bone then Psychiatry relates to ............
(ক) mind (খ) skin (গ) child (ঘ) heart
সঠিক উত্তর: (ক) mind