স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা এবং নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লায় ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরের শূন্যপদে অস্থায়ী নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৬ নম্বর গ্রেডভুক্ত ৯৩০০-২২৪৯০ টাকার বেতনক্রমে (যার ৭৫% সরকারি অনুদান থেকে এবং ২৫% সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে নির্বাহ করা হবে) মেধাক্রমানুসারে প্রার্থীদের অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
যোগদানের শেষ তারিখ: নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণকে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে জেলা প্রশাসক, কুমিল্লা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
- যোগদানের সময় সদ্যতোলা (০৬ মাসের অধিক সময়ের নয়) ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, চাকরির আবেদনে উল্লিখিত সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নাগরিকত্ব সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত ০১ (এক) কপি জমা প্রদান করতে হবে।
- নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণকে নিজ ব্যবস্থাপনায় সিভিল সার্জন, কুমিল্লা কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট যোগদানের সময় দাখিল করতে হবে।
- প্রথম ০৬ (ছয়) মাস শিক্ষানবিশ হিসেবে চাকরি করতে হবে। শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে চাকরিতে স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।
- যোগদানকালে প্রার্থীকে ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়া ও না দেওয়ার অঙ্গীকার দাখিল করতে হবে।
- The Government Servants (Conduct) Rules, 1979 এর ১৩০১ উপবিধি অনুযায়ী সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী সম্বলিত একটি ঘোষণাপত্র জমা দিতে হবে।
- চাকরি থেকে অব্যাহতি বা ইস্তফা নিতে হলে কমপক্ষে ০১ (এক) মাস পূর্বে লিখিত আবেদন করতে হবে, অন্যথায় ০১ (এক) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।
- চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ